ফ্রেন্ডস ফ্যাশন: টুইড, কর্ডুরয় আর আইকনিক স্যামন শার্টের লুকে তরুণ অধ্যাপক রস গেলার
শেয়ার করুন
ফলো করুন

ফ্রেন্ডসের রস গেলার (ডেভিড শুমার) একজন প্যালিওন্টোলজিস্ট (জীবাশ্মবিদ্যা গবেষক) ও অধ্যাপক। বরাবরই কিছুটা সিরিয়াস, কিছুটা বইপোকা টাইপের লুক, যার পরিপূরক হিসেবে কাজ করে তাঁর টুইড ব্লেজার, কর্ডুরয়ের প্যান্ট আর কনুইয়ের প্যাচ। বলা যায়, রস যেন পুরনো দিনের একাডেমিক ব্যক্তিত্বের আধুনিক সংস্করণ।চরিত্র অনুযায়ী রস বুদ্ধিমান, বিশ্বস্ত বন্ধু আর সিরিজের সব মজার হিউমারের উৎস।

বরাবরই কিছুটা সিরিয়াস, কিছুটা বইপোকা টাইপের লুক দেখা যায় রসের
বরাবরই কিছুটা সিরিয়াস, কিছুটা বইপোকা টাইপের লুক দেখা যায় রসের
ছবি:ইন্সটাগ্রাম
সিগনেচার স্যামন শার্ট আর আইকনিক পোজে আমাদের রস
সিগনেচার স্যামন শার্ট আর আইকনিক পোজে আমাদের রস

পুরো সিরিজ জুড়ে রোমান্টিক সম্পর্কগুলোতে তিনি মাঝে মাঝেই আত্মবিশ্বাসহীনতা, অতি অধিকারবোধ আর আত্মকেন্দ্রিকতার পরিচয় দিয়েছেন। ডাইনোসরের প্রতি তার প্রেম, অদ্ভুত রকমের অস্বস্তিকর সব আচরণ আর র‍্যাচেলের সঙ্গে সম্পর্কের ভাঙাগড়া তাঁর ব্যাক্তিত্বকে করে তুলেছে কৌতূহল উদ্দীপক।

সম্পর্কের ভাঙাগড়া তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের অংশ, লুকেও আছে এর প্রতিফলন
সম্পর্কের ভাঙাগড়া তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের অংশ, লুকেও আছে এর প্রতিফলন

রসের এই মিশ্র স্বভাব মুগ্ধ করেছে ভক্তদের। তিনি ফ্রেন্ডস সিরিজের এমন এক চরিত্র, যিনি হাস্যরসের পাশাপাশি সম্পর্কের জটিলতাও ফুটিয়ে তোলেন। ফ্রেন্ডসের প্রতিটি স্ক্রিপ্টেই রসের অন্তত একটি 'ওয়ারড্রোব জোক' থাকে। রসের লেদার প্যান্ট জোকটি এর মাঝে সবচেয়ে মজার।

বিজ্ঞাপন

রস গেলার পুরো সিরিজ জুড়েই খুব একটা ফ্যাশনসচেতন ছিলেন না। কিন্তু পোশাক নিয়ে করা ফ্রেন্ডসের জোকগুলো তাঁর কারণেই হতো। স্যামন ফেডেড শার্ট ফ্রেন্ডস ভক্তদের খুব চেনা। আমাদের রস জারিফ শাবাবকে দেখা যাচ্ছে সেই অনুপ্রেরণার পোশাকই পরতে।

খুব ফ্যাশনেবল বলা যায় না, বরং নিজেই ফ্যাশনের ট্রেন্ড তৈরি করেছেন রস
খুব ফ্যাশনেবল বলা যায় না, বরং নিজেই ফ্যাশনের ট্রেন্ড তৈরি করেছেন রস
ছবি: ইন্সটাগ্রাম
সাদা শার্ট কালো কর্ডুরয়ের প্যান্ট ও কালো ব্লেজারে চিল করছেন রস
সাদা শার্ট কালো কর্ডুরয়ের প্যান্ট ও কালো ব্লেজারে চিল করছেন রস

আমাদের লুক ক্রিয়েটে জারিফ পরেছেন সাদা শার্ট কালো কর্ডুরয়ের প্যান্ট ও কালো ব্লেজার।

আমাদের রস, জারিফের লুককে বলা যায় ক্ল্যাসিক একাডেমিক লুক
আমাদের রস, জারিফের লুককে বলা যায় ক্ল্যাসিক একাডেমিক লুক

একাডেমিক ক্ল্যাসিক লুকের রস গেলার চরিত্রে প্রায়ই দেখা যায় বাদামি টুইড ব্লেজার, কর্ডুরয়ের প্যান্ট আর সাদা শার্ট। ছবিতে রস গায়ে জড়িয়েছেন ভেতরে সাদা টি শার্টের সঙ্গে স্যামন রঙের ফেডেড শার্ট, ডেনিম প্যান্ট। একে বলা যায়  ক্যাজুয়াল ক্যাম্পাস লুক। রস কখনো ট্রেন্ডি ফ্যাশন ফলো করতেন না৷  কিন্তু তার এই স্যামন রঙের শার্ট হয়ে ওঠে ফ্রেন্ডস ফ্যানদের মাঝে কাল্ট ফেভারিট। শার্টটি নিয়ে চ্যান্ডলার, মনিকার জোক এখনো হাসায় ফ্রেন্ডস ভক্তদের। জারিফের এই রস ইনস্পায়ারড লুক যেন ৯০ দশকের স্মৃতি ফিরিয়ে আনে।

৯০ দশকের ভাইব থাকলেও রসের এই লুক টাইমলেস
৯০ দশকের ভাইব থাকলেও রসের এই লুক টাইমলেস

আরেকটি লুকে আছে প্লেইড লং স্লিভ কলার্ড শার্ট আর অল টাইম ক্ল্যাসিক স্ট্রাইপড ট্রাউজার। এই স্টাইলের কেতাবি নাম 'ক্লাসিক ব্রিটিশ একাডেমিক লুক'।  

বিজ্ঞাপন

আমাদের রস জারিফ শাবাব ও জোয়ি (আজরাফ)কে ন্যাপ নিতে দেখা যাচ্ছে ফ্রেন্ডস-এর আইকনিক আর মজার এক দৃশ্যে।

আইকনিক ন্যাপ সিনে আমাদের রস পরেছেন সাদা টিশার্ট
আইকনিক ন্যাপ সিনে আমাদের রস পরেছেন সাদা টিশার্ট

সিরিজে রস সাদা ফুল হাতা গেঞ্জি পড়লেও এখানে জারিফ পরেছেন সাদা হাফ স্লিভটি শার্ট ও ব্লু জিনস। স্যামন ফেডেড শার্ট, ডেনিম আর কনুই-প্যাচযুক্ত ব্লেজার রসের স্মরণীয় লুকগুলোর একটি।

র‍্যাচেল আর রসের বিয়ের আকনিক লুক রিক্রিয়েট করতে জারিফ পরেছেন কালো ও নীল প্লেইড বাটন ডাউন শার্ট আর ভেতরে টি শার্ট ও ওয়াশড জিনস।

জন্মদিন উদযাপনের মজার লুকে রস
জন্মদিন উদযাপনের মজার লুকে রস

জন্মদিন উদযাপনের মজার লুক রিক্রিয়েটে ছিলো হাল ফ্যাশনের নিজস্ব ছোঁয়া। এখানে জারিফকে দেখা যাচ্ছে কালো শর্ট স্লিভ শার্ট,ভেতরে সাদা টি শার্ট ও  ওয়াশড জিনসে।

আমাদের রস জারিফ পরেছেন কালো ও নীল প্লেইড বাটন ডাউন শার্ট আর ভেতরে টি শার্ট ও ওয়াশড জিনস
আমাদের রস জারিফ পরেছেন কালো ও নীল প্লেইড বাটন ডাউন শার্ট আর ভেতরে টি শার্ট ও ওয়াশড জিনস
এখানে জারিফকে দেখা যাচ্ছে কালো শর্ট স্লিভ শার্ট,ভেতরে সাদা টি শার্ট ও  ওয়াশড জিনসে
এখানে জারিফকে দেখা যাচ্ছে কালো শর্ট স্লিভ শার্ট,ভেতরে সাদা টি শার্ট ও ওয়াশড জিনসে

রস গেলার সেই চরিত্র, যিনি ট্রেন্ডি ফ্যাশনের বাইরে থেকেও ফ্যাশনের একটি ট্রেন্ড তৈরি করে গিয়েছেন। তাঁর লুক ছিল ক্ল্যাসিক, অথচ সবার মনে গেঁথে যাওয়ার মতো। ফ্রেন্ডস-এর প্রতিটি এপিসোডে তার পোশাক নিয়েই তৈরি হয়েছে হাসির খোরাক, কিন্তু সেখানেই লুকিয়ে আছে স্টাইলের স্বাতন্ত্র্য।

ভাবনা ও স্টাইলিং: নাদিয়া ইসলাম

সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়: জাহিদুল হক

ছবি: পূর্ণ দাস

মডেল: তানহা, জারিফ, আজরাফ, স্বাধীন, জোনাকি ও মেঘলা

পোশাক: টুয়েলভ ও ব্লু চীজ, মডেলদের নিজস্ব ওয়ার্ড্রোব

মেকআপ: পারসোনা

লোকেশন: ক্যানভাস স্টুডিও

আয়োজনে : টিম হাল ফ্যাশন

ভিডিওগ্রাফি: কানিজ ফাতেমা ও আশিকুর রহমান

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৭: ০০
বিজ্ঞাপন