শুধু উৎসবে নয়, সারা বছরই পরা যাবে ইয়ামিন'স-এর নান্দনিক হাতের কাজের পোশাক
শেয়ার করুন
ফলো করুন

দুই বোনের উদ্যোগ ইয়ামিনস। ব্লক,ডাই ও ঐতিহ্যবাহী হাতের কাজে রঙিন হয়ে উঠেছে তাঁদের নতুন কালেকশন। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তাঁদের সম্ভারে যোগ হয়েছে আরো কিছু নতুন পোশাক। সালোয়ার কামিজ ও ব্লাউজ প্রাধান্য পেয়েছে এবারের সংগ্রহে।

ঐতিহ্যবাহী হাতের কাজে রঙিন হয়ে উঠেছে তাঁদের নতুন কালেকশন
ঐতিহ্যবাহী হাতের কাজে রঙিন হয়ে উঠেছে তাঁদের নতুন কালেকশন


ইয়ামিন'স-এর ডিজাইনে গুরুত্ব পেয়েছে প্রাণি ও ফুলেল মোটিফ। পাশাপাশি লতাপাতার আকর্ষণীয় নকশা তো আছেই। সুঁই সুতার নিখুঁত ফোঁড়ে কামিজে আঁকা হয়েছে একেকটি মোটিফ। চুমকি ও জরীর কাজে আরও জমকালো করা হয়েছে পোশাকগুলো।

 জরী ও চুমকির কাজ করে আকর্ষণীয় করা হয়েছে হাতিগুলো
জরী ও চুমকির কাজ করে আকর্ষণীয় করা হয়েছে হাতিগুলো

ইয়ামিন'স এর শারদ সম্ভারের এই পোশাকটি করা হাতি মোটফে। জরী ও চুমকির কাজ করে আকর্ষণীয় করা হয়েছে হাতিগুলো। এছাড়াও মিররওয়ার্ক  জমকালো ভাব এনেছে পোশাকগুলোতে। ওড়না আর সালোয়ারে ব্লক প্রিন্টে ফুটে উঠেছে বিমূর্ত ফুলেল নকশা।

বিজ্ঞাপন

গোলাপ ও পদ্ম মোটিফের পোশাকও আছে ইয়ামিন'স-এর এই সংগ্রহে। সাদার ওপর গোলাপি সুতায় নকশা করা হয়েছে গোলাপ। সঙ্গে সবুজ পাতা ও মানানসই লতাপাতা দিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে এটি। সাদা, গোলাপি ও হালকা সবুজের সমন্বয় পুরো সালোয়ার কামিজের সেটকে করেছে নজরকাড়া।

সাদার ওপর গোলাপি সুতায় নকশা করা হয়েছে গোলাপ
সাদার ওপর গোলাপি সুতায় নকশা করা হয়েছে গোলাপ

গাঢ় সবুজ জমিনে পদ্ম ফুলের মোটিফে করা হয়েছে পোশাক। এছাড়াও কলাগাছপ্রাণিত নকশাও চোখে পড়ছে ইয়ামিন'স এর এই শারদ সম্ভারে। সুতি কাপড়ে করা হয়েছে সবগুলো পোশাক। উৎসবের পাশাপাশি পোশাকগুলো মানিয়ে যাবে অফিসেও। আরামের কথা মাথায় রেখেই সুতি কাপড় বাছাই করা, জানান ইয়ামিন'স এর স্বত্বাধিকারী ইয়ামিন আরা তানজিলা।

 বটল গ্রিন, লাইমসহ বেশ কিছু রঙে কাজ করা হয়েছে এখানে
বটল গ্রিন, লাইমসহ বেশ কিছু রঙে কাজ করা হয়েছে এখানে

পূজা লাল-সাদার আবেদন সবচেয়ে বেশি। পাশাপাশি শরতকাল হওয়ায় নীল-সাদার চাহিদাও থাকে অনেক। তাই এই রংগুলো প্রাধান্য পেয়েছে তাদের শারদ সম্ভারে। এছাড়াও বটল গ্রিন, লাইমসহ বেশ কিছু রঙে কাজ করা হয়েছে এখানে।
পূজায় শাড়ি পরতে পছন্দ করেন সকলে। শাড়ির সঙ্গে প্রয়োজন হয় একটি রুচিশীল ব্লাউজ। সেই ভাবনা থেকে সালোয়ার কামিজের পাশাপাশি বেশ কিছু ব্লাউজও এনেছে ইয়ামিনস। ব্লাউজের গলা ও হাতায় হাতের কাজে ফুটিয়ে তোলা হয়েছে নকশা।

ছবি: ইয়ামিন'স

বিজ্ঞাপন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০: ৪২
বিজ্ঞাপন