বঙ্গগড়া: দেশি শাড়ির জন্য সাফিয়া সাথীর ভালোবাসা
শেয়ার করুন
ফলো করুন

বঙ্গগড়া হলো একটি দেশি ব্র্যান্ড। একে সাফিয়া সাথীর সাবব্র্যান্ড বলা যায়। নতুন এই ব্র্যান্ডকে সাজানো হয়েছে দেশি তাঁতের কাপড়ের শাড়ি আর সেই সঙ্গে কুর্তি, সালোয়ার-কামিজ দিয়ে। সাফিয়া সাথী ব্র্যান্ডটিকে নিয়ে বলেন, ‘বিয়ের পোশাকে আমি আমার একটি নিজস্বতা তৈরি করেছি। কিন্তু অনেকেই হয়তো জানে না যে আমার শুরু কিন্তু দেশি পোশাক দিয়ে। নতুন এই লাইনে আমি আমাদের দেশি যত কাপড় আছে, সব ব্যবহার করছি। যেমন টাঙ্গাইলের তাঁত, ডেমরার জামদানি, রাজশাহীর সিল্ক ইত্যাদি। এর জমিনে দক্ষ কারিগর দিয়ে দেশি সূচিকর্ম করা হচ্ছে।’

একটি সফল লাক্সারি ব্র্যান্ড থাকা সত্ত্বেও সাফিয়া সাথী কেন আবার নতুন আরেকটি ব্র্যান্ড লঞ্চ করলেন, তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘আমার বেড়ে ওঠা টাঙ্গাইল শহরে। এ জন্য এই শহরের গৌরব তাঁতের প্রতি আমার বেশ দুর্বলতা রয়েছে। কিন্তু ব্রাইডাল ওয়্যার নিয়ে কাজ করার কারণে আমি এই তাঁত বা আমাদের দেশের অন্যান্য ঐতিহ্যবাহী কাপড় নিয়ে কাজ করতে পারতাম না। এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই আমি বঙ্গগড়া প্রতিষ্ঠার চিন্তা করি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাধারণত ব্রাইডাল ওয়্যারে আমি দেশি ডিজাইনগুলো ফিউশন করি। এখানে সেটা করব না। বঙ্গগড়াকে আগাগোড়া দেশি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাচ্ছি।
মাত্র এক মাসের মধ্যে বেশ সাড়া ফেলেছে বঙ্গগড়ার শাড়িগুলো। বিশেষ করে সাফিয়ার ডিজাইন করা সুতি শাড়ির ভালো চাহিদা তৈরি হয়েছে।

এর অন্যতম বড় কারণ হচ্ছে অতিরিক্ত গরম। আবহাওয়ার কথা মাথায় রেখে ‘আরাম’ শাড়ি বেছে নিচ্ছেন। ইতিমধ্যে কিছু শাড়ি স্টক আউট হয়ে গেছে। এ ছাড়া শাড়িগুলোর নকশাও চমৎকার। সাফিয়া সাথী বলেন, শাড়িগুলো এমনভাবে ডিজাইন করেছি, যাতে কোনো পার্টিতে যেমন পরা যাবে, তেমন অফিস বা ক্যাজুয়াল হ্যাংআউটেও দারুণভাবে মানিয়ে যাবে।

বিজ্ঞাপন

বঙ্গগড়ার একদম প্রথম কালেকশনে নরম হ্যান্ডলুম শাড়িতে কাঠ-ব্লক ও সুতার কাজের পাশাপাশি ন্যাচারাল ডাই ও মোম বাটিকের শাড়ি রাখা হয়েছে। এ ছাড়া আরও আছে হালের ট্রেন্ডি প্যাচওয়ার্কের শাড়ি। নরম নরম সুতি শাড়ি দেখতে যেমন সুন্দর, তেমন পরতেও অনেক আরাম। কিছু শাড়ির আবার দেওয়া হয়েছে মিষ্টি নাম। যেমন সুরমা। এই ধূসর জমিন ও গোলাপি পাড়ের শাড়িতে ন্যাচারাল ডাই পদ্ধতিতে হলুদ ফুল তোলা হয়েছে। কুসুমকলি শাড়ির সাদা জমিন ভরে গেছে রংবেরঙের প্যাচে। আঁচলটাও এমন।

নীল রঙের অপরাজিতা শাড়ির পুরোটায় আছে সাদা কাঠ-ব্লকের নকশা। ‘তুমি সম্পূর্ণা’ শাড়িটির কথা না বললেই নয়। নীল এই শাড়িতে অলংকরণ হিসেবে সাদা কড়ি ব্যবহার করা হয়েছে। সাদা প্রিন্টের কাপড় প্যাচওয়ার্ক করে পাড় বানানো হয়েছে। এর সঙ্গে আছে ফুলেল প্রিন্টের সাদা ব্লাউজ। সাফিয়া সাথী বঙ্গগড়ার বেশ কয়েকটি শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ রেখেছেন।

শাড়ির পাশাপাশি ব্লকের কামিজ ও কুর্তিও পাওয়া যাবে এখানে। সাফিয়া সাথী ফ্লেয়ার নিয়ে কাজ করতে পছন্দ করেন। তাই এখানেও ঠিক তেমন সুতির আনারকলি রেখেছেন। এমন অনেক কিছু নিয়ে ভবিষ্যতে বঙ্গগড়ার সংগ্রহ অনেক সমৃদ্ধ হবে বলে আশা ব্যক্ত করেছেন সাফিয়া সাথী।


কথায় কথায় সাফিয়া সাথী জানালেন, বঙ্গগড়া নামটি এসেছে বঙ্গগড়া ফাউন্ডেশন থেকে। সংস্থাটি ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানের জন্য কাজ করছে। বঙ্গগড়া ব্র্যান্ডের পোশাকের ওপর যত সূচিকর্ম দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাবে—এর সবই এই সংস্থার ট্রান্সজেন্ডারদের হাতের কাজ।

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৭: ১৫
বিজ্ঞাপন