শারদ সাজে বিশ্বরঙ–এর দিদি
শেয়ার করুন
ফলো করুন

সুদীর্ঘ ২৮ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম ‘বিশ্বরঙ’। ব্র্যান্ডটি ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান শিল্পী উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে, যাঁরা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছেন এ দেশের মিডিয়া অঙ্গন।

বিশ্বরঙ–এর আয়োজনে ‘২০-২০ কালারস এবং বাসন্তী সুন্দরী’ ও ‘শারদ সাজে বিশ্বরঙ–এর দিদি’ প্ল্যাটফর্ম থেকে যাঁরা বিজয়ী হয়েছেন; তাঁরা এখন নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে ভালো মানের কাজ উপহার দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় আষ্টমবারের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে শারদ সাজে বিশ্বরঙ–এর দিদি ২০২৩ প্রতিযোগিতা। দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের নারীরা অংশগ্রহণ করতে পারবেন এ প্রতিযোগিতায়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম—

১. বিশ্বরঙ-এর যেকোনো শোরুম থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে হবে।
২. রেজিস্ট্রেশন ফরম পূরণ করে সেই সঙ্গে আপনার শারদ সাজের তিন কপি ছবিসহ জমা দিতে হবে বিশ্বরঙ–এর যেকোনো শোরুমে।
৩. শোরুমে গিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে জমা দেওয়ার সময় নিজের ফেসবুক আইডিতে চেন–ইন পোস্ট শেয়ার করতে হবে।
৪. যেসব এলাকায় বিশ্বরঙ–এর শোরুম নেই, সেসব এলাকার প্রতিযোগীদের জন‍্য অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে।
৫. অনলাইনে রেজিস্ট্রেশন করার জন‍্য নির্ধারিত ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে হবে এবং ফরম পূরণ করে শারদ সাজের তিন কপি ছবিসহ পাঠিয়ে দিতে হবে [email protected] এই ঠিকানায়।
৬. রেজিস্ট্রেশনের সময়সীমা ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিশ্বরঙ–এর অফিশিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।

ছবি: বিশ্বরঙ

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ১১: ১৫
বিজ্ঞাপন