হাল ফ্যাশন ঈদমেলা ২০২৫-এর নজরকাড়া কিছু গয়না
শেয়ার করুন
ফলো করুন

শাড়ির পরেই নারীর ঈদ আয়োজনের অংশ হয়ে ওঠে গয়না। হাল ফ্যাশন ঈদমেলা ২০২৫–এ এবার নজর কেড়েছে বিভিন্ন উপকরণে তৈরি দেশি গয়না।

১/১১
‘কাদম্বরী’ ঈদ উপলক্ষে নিয়ে আসে ‘ঈদের চাঁদ’ কানের দুল। এবারের মেলায় দুটি নকশায় বানানো এই ঈদের চাঁদই হয়েছে তাদের বেস্টসেলার।
‘কাদম্বরী’ ঈদ উপলক্ষে নিয়ে আসে ‘ঈদের চাঁদ’ কানের দুল। এবারের মেলায় দুটি নকশায় বানানো এই ঈদের চাঁদই হয়েছে তাদের বেস্টসেলার।
বিজ্ঞাপন
২/১১
‘দাগ’–এর পোড়ামাটির গয়নায় ছিল সবার নজর।
‘দাগ’–এর পোড়ামাটির গয়নায় ছিল সবার নজর।
বিজ্ঞাপন
৩/১১
গোলাকৃতির হুপ কানের দুলে কাঠের ছোট্ট পাখি মোটিফের দুল ছিল ‘লেইসফিতা’র সিগনেচার।
গোলাকৃতির হুপ কানের দুলে কাঠের ছোট্ট পাখি মোটিফের দুল ছিল ‘লেইসফিতা’র সিগনেচার।
৪/১১
সূচিকর্ম ও বুননের হাতের কাজের গয়না ‘দয়ীতা’র বিশেষত্ব। মেলায় এই ফুলেল নেকপিসটি নজর কেড়েছে খুব
সূচিকর্ম ও বুননের হাতের কাজের গয়না ‘দয়ীতা’র বিশেষত্ব। মেলায় এই ফুলেল নেকপিসটি নজর কেড়েছে খুব
৫/১১
‘গহনা গল্প’–এর ঝাঁপিতে ছিল ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে জার্মান সিলভারের সুন্দর সব ঝুমকা।
‘গহনা গল্প’–এর ঝাঁপিতে ছিল ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে জার্মান সিলভারের সুন্দর সব ঝুমকা।
৬/১১
‘আটকুঠুরি নয় দরজা’-য় ছিল তামা, পিতল ও নানা ধাতুর চমৎকার সব গয়না।
‘আটকুঠুরি নয় দরজা’-য় ছিল তামা, পিতল ও নানা ধাতুর চমৎকার সব গয়না।
৭/১১
‘আরুণিকা’র কাঠের ওপর ডিজিটাল প্রিন্ট করা গয়নাগুলো বেশ সুন্দর। শাঁখা দিয়ে তৈরি আংটিও বেশ বিক্রি হয়েছে।
‘আরুণিকা’র কাঠের ওপর ডিজিটাল প্রিন্ট করা গয়নাগুলো বেশ সুন্দর। শাঁখা দিয়ে তৈরি আংটিও বেশ বিক্রি হয়েছে।
৮/১১
‘সুতন্তু’তে মুক্তা ও নানা ধরনের বিডসে তৈরি নান্দনিক গয়নার সংগ্রহ সবাইকে আকৃষ্ট করেছে
‘সুতন্তু’তে মুক্তা ও নানা ধরনের বিডসে তৈরি নান্দনিক গয়নার সংগ্রহ সবাইকে আকৃষ্ট করেছে
৯/১১
আরুণ্য-তে ছিল লিটল ক্রিয়েশন্সের এই সিগনেচার স্টেটমেন্ট আংটিগুলো
আরুণ্য-তে ছিল লিটল ক্রিয়েশন্সের এই সিগনেচার স্টেটমেন্ট আংটিগুলো
১০/১১
তাহার-এর এমন সব পার্লের ট্রেন্ডি দুল কিনেছেন সবাই আরুণ্য-র স্টল থেকে
তাহার-এর এমন সব পার্লের ট্রেন্ডি দুল কিনেছেন সবাই আরুণ্য-র স্টল থেকে
১১/১১
এটসিওয়্যার-এ ছিল ব্যতিক্রমী ক্লে জুয়েলারি
এটসিওয়্যার-এ ছিল ব্যতিক্রমী ক্লে জুয়েলারি
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০: ৩৩
বিজ্ঞাপন