দেশি কারিগরদের তৈরি মল্লিকার বিজয় দিবসের গয়না
শেয়ার করুন
ফলো করুন

বিজয় দিবস সামনে রেখে দেশি জুয়েলারি ব্র্যান্ড মল্লিকা নিয়ে এসেছে আকর্ষণীয় সব কালেকশন। তাদের এবারের পরিবেশনায় ফুটে  উঠেছে বিজয়ের লাল–সবুজ রং।

ব্র্যান্ডটির স্বত্বাধিকারী অলিভা বিশ্বাস জানিয়েছেন, বিজয় দিবসের পতাকার অনুপ্রেরণায় সব গয়না নিজস্ব ভাবনায় তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে কানের দুল, নেকপিস, আংটি আর চুড়ি।

বিজ্ঞাপন

সাদা পলার ওপর পতাকার মোটিফ, ঝুমকা দুল, চেইনসহ লকেট আর আংটি সবই তৈরি হয়েছে পিতল দিয়ে। পিতলের ওপর বসানো হয়েছে সিলভার প্লেট, তারপর করা হয়েছে মিনাকারী নকশা।

প্রতিটি গয়নাই তৈরি হয়েছে দেশি কারিগর দিয়ে। তাই পছন্দমতো কাস্টমাইজ করেও নেওয়া যাবে গয়নাগুলো। সে ক্ষেত্রে ২.২-২.১০ পর্যন্ত সাইজ করে দেওয়া যাবে।
মল্লিকার ঠিকানা—বাড়ি: ১৮/বি (নতুন), ৬৭০ (পুরোনো)
রাস্তা: ১১ (নতুন), ৩২ (পুরোনো)
ধানমন্ডি ঢাকা।

ছবি: মল্লিকা

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫: ৫৪
বিজ্ঞাপন