বছরের সবচেয়ে আলোচিত অনুষঙ্গ: চ্যাটজিপিটির ওপেনএআইয়ের সিইওর নীল ব্যাকপ্যাক
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

বছরজুড়ে নানা ব্যক্তি ও ঘটনা আমাদের মনোযোগ আর আলোচনার কেন্দ্রে উঠে আসে। তবে ব্যক্তি ও ঘটনাকে ছাড়িয়ে মাঝেমধ্যে কোনো কোনো অনুষঙ্গ বছরজুড়ে আলাদা মর্যাদা পেয়ে যায়। ২০২৩ সালের এমন এক আলোচিত অনুষঙ্গ হলো নীল রঙের একটি ব্যাকপ্যাক বা কাঁধের ব্যাগ।

সোফায় বসে আছেন স্যাম অল্টম্যান, পাশে তার বিখ্যাত ব্যাকপ্যাক
সোফায় বসে আছেন স্যাম অল্টম্যান, পাশে তার বিখ্যাত ব্যাকপ্যাক

তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যাকপ্যাক আজকাল মধ্যবয়সীরাও ব্যবহার করেন। তবে ২০২৩ সালের মতো একটি বিশেষ ব্যাকপ্যাক এর আগে আর কখনো এত আলোচিত হয়েছে কি না, তা জানা যায়নি। আর এই আলোচিত নীল রঙের ব্যাকপ্যাকটির মালিক হচ্ছেন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরু থেকেই স্যাম অল্টম্যান প্রযুক্তি ও ব্যবসায়িক জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মূলত ২০২২ সালের নভেম্বর মাসে রিলিজ হওয়া চ্যাটজিপিটির কারণে। ট্রেন্ড অনুযায়ী প্রযুক্তির ইতিহাসে প্রতি ১৫ বছর পর নতুন একটি ঝড় উঠতে দেখা যায়। গেল শতকের নব্বইয়ের দশকের শুরুতে টিম বার্নাস লি ইন্টারনেটে নিয়ে আসেন ডব্লিউডব্লিউডব্লিউ বা ওয়েবসাইটের ধারণা। তখন থেকে বিশ্বের নানা কিছুর কেন্দ্রে চলে আসে ইন্টারনেট। ২০০৭ সালে অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাত ধরে আসে আইফোন বা স্মার্টফোনের পুরো ধারণা। এতে ইন্টারনেটের বিস্তৃত জগৎ এসে পড়ে মানুষের মুঠোয়। আর এর দেড় দশক পর চ্যাটজিপিটি দিয়ে শুরু হয়েছে কৃত্রিম বৃদ্ধিমত্তার নতুন আর যুগান্তকারী বিস্তার।
চলতি বছরের এপ্রিলে ওপেনএআইয়ে মাইক্রোসফট বিনিয়োগ করে ১০ বিলিয়ন ডলার। তখনই জানা যায়, প্রতিষ্ঠান বছরে মাত্র ২০০ মিলিয়ন ডলার আয় করতে পারে, যেটির ভ্যালুয়েশন করা হয়েছে ২৭ বিলিয়ন ডলার।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান

এর মাধ্যমে বিনিয়োগকারীদের ভাষায় ওপেনএআইয়ের মাল্টিপল দাঁড়ায় ১০০! আর এটি বিশ্বে প্রথম। আবার চ্যাটজিপিটি, মাইক্রোসফটের বিনিয়োগ এবং বছরের শেষে নভেম্বর মাসে ওপেনএআইয়ের বোর্ড স্যামকে প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দিলেও ১৩ দিন পর স্যাম আবার স্বপদে ফিরে আসেন। এসব কারণে মিডিয়া ও টেকিলোকদের ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যেও স্যাম অল্টম্যানকে ঘিরে নানা আগ্রহ তৈরি হয়। টাইম সাময়িকী তাঁকে বছরের আলোচিত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
লক্ষণীয় বিষয় হচ্ছে, স্যাম অল্টম্যান সব সময় তাঁর সঙ্গে একটি নীল ব্যাকপ্যাক রাখেন। সেটা মিটিং হোক, কোথাও অপেক্ষা করা হোক কিংবা চলতি পথে। তাঁর এই ব্যাকপ্যাকে কী আছে, সেটা নিয়ে শুরু হয় জল্পনাকল্পনা। আসলেও কী আছে এতে, সে কথা স্যামের কাছ থেকে বের করা সম্ভব হয়নি সরাসরি।

বিজ্ঞাপন

এর মধ্যে বায়োবুটলোডার নামের একটি ভেরিফায়েড টুইটার (এখন এক্স) আইডি প্রথম এই আলোচিত ব্যাগের ভেতরে কী আছে, সেটা জানায়। এই টুইট বার্তায় বলা হয়েছে, স্যাম তাঁর ব্যাকপ্যাকের ল্যাপটপে বিশেষ কোড বহন করেন। যদি কখনো চ্যাটজিপিটি অপ্রত্যাশিত কিছু করে বসে, তাহলে ওই কোড দিয়ে চ্যাটজিপিটির ডেটা সেন্টার স্যাম বন্ধ করে দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন।


এর পর থেকে বছরজুড়ে এই ব্যাগ নিয়ে শুরু হয় নানা জল্পনাকল্পনা। অচিরেই এই ব্যাকপ্যাকের নাম হয়ে যায় নিউক্লিয়ার ব্যাকপ্যাক। এ নাম এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বহন করা নিউক্লিয়ার ব্রিফকেস থেকে। বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ লেগে গেলে আমেরিকার পরমাণু স্থাপনাগুলো সক্রিয় করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওই ব্রিফকেসের ভেতরের জিনিসপত্র ব্যবহার করতে পারেন। কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিপদ সম্পর্কে অনেকেই মানবজাতিকে সতর্ক করার চেষ্টা করছেন। এর মধ্যে স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী যেমন আছেন, তেমনি আছেন ইলন মাস্কের মতো উদ্যোক্তাও।

অনেকে মনে করেন, ব্যাকপ্যাকটি আসলে এআইয়ের লাগামছাড়া বিকাশ যেন না হয়, সে ব্যাপারে স্যাম অল্টম্যানের অঙ্গীকারের কথাই মনে করিয়ে দেয়। আর প্রতীকী কারণেই সেটা তিনি সব সময় সঙ্গে রাখেন। ২০১৬ সালে নিউ ইয়র্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাগের ভেতরে কী, এমন প্রশ্ন এলে নাটকীয় জবাব মিলেছে। স্যাম বলেন, এতে দুর্যোগের প্রস্তুতি হিসেবে তাঁর অস্ত্র, সোনা, পটাশিয়াম আয়োডাইড, অ্যান্টিবায়োটিক, ব্যাটারি, পানি, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গ্যাস মাস্ক আর প্রয়োজনে উড়ে যাওয়ার মতো দক্ষিণের একটা বড় জায়গা রয়েছে। স্বাভাবিকভাবেই এহেন উত্তরে জল্পনাকল্পনার অবসান হয়নি।

এই সেই ব্যাকপ্যাক
এই সেই ব্যাকপ্যাক

চলতি বছরে নানা ঘটনায় স্যাম অল্টম্যানের ব্যাকপ্যাক নানা মাধ্যমে আলোচিত হয়েছে। এর আগে বছরজুড়ে আলোচনায় আর কোনো ব্যাকপ্যাক এত গুরুত্ব পেয়েছে কি না, তা কেউ বের করতে পারেনি।

তাই হালফ্যাশনের বিবেচনায় বছরের আলোচিত ব্যাকপ্যাকের মর্যাদা দেওয়া হয়েছে স্যাম অল্টম্যানের নীল রঙের এই ব্যাকপ্যাককে।

ছবি: এক্স

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮: ০৩
বিজ্ঞাপন