হাল ফ্যাশন ডেস্ক
সুপার টাইনি ব্যাগ
এখন আর ব্যাগের আকৃতি ও ধরন সীমিত কোনো আকারে সীমাবদ্ধ নেই। নানা আকৃতির ব্যাগ আছে । কিন্তু কিছু ব্যাগ একেবারেই ক্ষুদ্র আকারের হয়ে থাকে।এগুলোকে ফ্যাশনের ভাষায় ‘সুপার টাইনি ব্যাগ’ বলা হয়। রেড কার্পেটে সেলিব্রিটিদের বিভিন্ন সময় এমন ব্যাগ নিয়ে হাঁটতে দেখা যায়। এর মধ্যে ক্ষুদ্র ক্লাচ বেশ পরিচিত। প্রয়োজনীয় সব জিনিস রাখতে ব্যাগটি বিশেষ ভূমিকা পালন না করলেও অন্যদের দৃষ্টি আটকাবেই ব্যাগটির দিকে। পার্টিতে কিংবা লং ড্রাইভে বের হলে সুপার টাইনি ব্যাগ চমৎকার ফ্যাশন অনুষঙ্গ।
ওভারসাইজড টোট
যখন একুশ শতকের ফ্যাশনের কথা আসে, তখন একটি ক্ল্যাসিক বড় টোট ব্যাগ সংগ্রহে থাকবে না, তা কী করে হয়। জিনস, টি শার্ট থেকে শাড়ি—যেকোনো পোশাকের সঙ্গে চোখ বন্ধ করেই টোট ব্যাগ মানিয়ে যায়। তরুণ-তরুণীদের মধ্যে ওভারসাইজ টোট ব্যাগ ব্যবহার করার প্রবণতা সবচেয়ে বেশি এখন। ইউনিসেক্স ও দাম সাধ্যের মধ্যে হওয়াতে টোট ব্যাগের চাহিদাও বেশি।
সিকুইন ব্যাগ
নব্বই দশকের দিকে সিকুইন-সজ্জিত পোশাক কিংবা ব্যাগের চল ছিল রমরমা। ফ্যাশনে সিকুইনের চল আবার ফিরে এসেছে। পার্টি কিংবা বিশেষ অনুষ্ঠানে পোশাকের সঙ্গে মিলিয়ে একটি সিকুইন ব্যাগ বেশ মানাবে।
বেল্ট ব্যাগ
বেল্ট ব্যাগের ট্রেন্ড এখনকার ফ্যাশনিস্তাদের মধ্যে বিশেষ সারা ফেলেছে। যেকোনো ভ্রমণে, বন্ধুদের আড্ডায়, পার্টি—এমনকি এয়ারপোর্ট লুকের ক্ষেত্রেও বেল্ট ব্যাগ খুব ফ্যাশনেবল। প্রয়োজনীয় সব জিনিস খুব আরামের সঙ্গে বহন করা যাবে বেল্ট ব্যাগে। কোমরে কিংবা পিঠে নানাভাবেই নেওয়া যাবে এই ব্যাগ।
ছবি: ইন্সটাগ্রাম