স্টাইলিশ গয়নার গ্ল্যামারাস লুকে বাঁধন আর গ্লুড টুগেদার দুজন দুজনার
শেয়ার করুন
ফলো করুন

পর্দায় কখনো গ্ল্যামারাস, কখনো নন–গ্ল্যামারাস চরিত্রে নজর কাড়েন; কিন্তু তিনি নিজে সব সময়ই  নজরকাড়া। আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবারের ঈদে চমক সৃষ্টি করেছেন নতুন রূপে। তাঁকে দেখা গেছে ক্রাইম থ্রিলার ‘এষা মার্ডার: কর্মফল’–এ। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্র অনুযায়ী সিনেমায় তাঁকে দেখা গেছে একদম অনাড়ম্বর লুকে। তবে সিনেমার প্রচারণা বা প্রমোশনাল লুকগুলোতে ক্যামেরার সামনে তিনি ধরা দিয়েছেন একের পর এক গ্ল্যামারাস সাজে। বিশেষ করে বাঁধনের স্টেটমেন্ট জুয়েলারি পিসগুলো নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। এই গয়নাগুলো দেশীয় ম্যাটেরিয়াল আর সৃজনশীল ডিজাইনের মেলবন্ধনে দেশের সুপরিচিত গয়নার ব্র‍্যান্ড গ্লুড টুগেদার এর। ব্র্যান্ডটির স্বত্বাধিকারী ও প্রধান ডিজাইনার মেহনাজ আহমেদ। মেহনাজের ডিজাইন করা প্রতিটি গয়নায় থাকে শিকড়ের টান, আধুনিকতার ছোঁয়া আর নারীত্বের প্রতিচ্ছবি—যা নিখুঁতভাবে মানিয়ে যায় বাঁধনের আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের সঙ্গে। তবে খুশির খবর হলো, এষা মার্ডার যত দিন চলবে, তত দিন গ্লুড টুগেদারের পক্ষ থেকে একটি বিশেষ অফার পাবেন ফ্যাশনিস্তা ক্রেতারা। সিনেমার টিকিট দেখালেই পাওয়া যাবে এই ব্র্যান্ডের জুয়েলারির ওপর ১০ শতাংশ ছাড়। চলুন আজ দেখে নিই, অভিনেত্রীর ভিন্ন ভিন্ন  লুক—যা পর্দার চরিত্র থেকে শুরু করে বাস্তব জীবনের বাঁধনকে উপস্থাপন করেছে এক নতুন মাত্রায়।

১/১৪
অভিনেত্রীর পরা একরঙা টিল গ্রিন শাড়ির সঙ্গে নিঃসন্দেহে মানানসই এই স্টেটমেন্ট জুয়েলারি। ভারী পাথর ও পার্ল বিডসে তৈরি গয়নাটি বেশ নজরকাড়া। গ্লুড টুগেদারের এই গয়না মূলত ব্রাইডাল অনুষ্ঠানের জন্য ডিজাইন করা হলেও বাঁধনের মতো করে যাঁরা গ্ল্যামার আর সাবলীলতা একসঙ্গে বহন করতে পারেন, তাঁদের জন্যও আদর্শ। ২১ ক্যারেট গোল্ড প্লেটেড এই মেটাল সেটে রয়েছে মিক্সড শেডের আর্টিফিশিয়াল আকিক স্টোন ও পুঁতির সূক্ষ্ম কাজ। ভারী গলার সেটের সঙ্গে ভারসাম্য রাখতে কানের দুল রাখা হয়েছে ছোট আকারের, যা পুরো লুকে এনেছে ভারসাম্যপূর্ণ অথচ রাজকীয় আভিজাত্য।
অভিনেত্রীর পরা একরঙা টিল গ্রিন শাড়ির সঙ্গে নিঃসন্দেহে মানানসই এই স্টেটমেন্ট জুয়েলারি। ভারী পাথর ও পার্ল বিডসে তৈরি গয়নাটি বেশ নজরকাড়া। গ্লুড টুগেদারের এই গয়না মূলত ব্রাইডাল অনুষ্ঠানের জন্য ডিজাইন করা হলেও বাঁধনের মতো করে যাঁরা গ্ল্যামার আর সাবলীলতা একসঙ্গে বহন করতে পারেন, তাঁদের জন্যও আদর্শ। ২১ ক্যারেট গোল্ড প্লেটেড এই মেটাল সেটে রয়েছে মিক্সড শেডের আর্টিফিশিয়াল আকিক স্টোন ও পুঁতির সূক্ষ্ম কাজ। ভারী গলার সেটের সঙ্গে ভারসাম্য রাখতে কানের দুল রাখা হয়েছে ছোট আকারের, যা পুরো লুকে এনেছে ভারসাম্যপূর্ণ অথচ রাজকীয় আভিজাত্য।
বিজ্ঞাপন
২/১৪
গর্জিয়াস গোলাপি শাড়ির সঙ্গে পিচরঙা ব্লাউজ—এই অনবদ্য রঙের সমন্বয়ে ধরা দিয়েছেন বাঁধন। সঙ্গে পরা গয়নাটিও বেশ আকর্ষণীয়। ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড এ গয়নায় ফুটে উঠেছে, ওল্ড স্কুল ডিজাইনের ভেতর মডার্ন টাচ আমেজ। নেকপিসের চাঁদ আকৃতির মধ্যে নিখুঁত ফ্লোরাল ডিজাইন; ভিন্ন মাত্রা যোগ করেছে ঝুলে থাকা ‘ক্যাটস আই’ স্টোন। ডিজাইনার জানান, এ সাদা স্টোন নিয়ে কাজ করার অন্যতম কারণ হলো সাদা, সবুজ, প্যাস্টেল লাইটের মতন রংগুলো বেশি পছন্দ ক্রেতাদের ।
গর্জিয়াস গোলাপি শাড়ির সঙ্গে পিচরঙা ব্লাউজ—এই অনবদ্য রঙের সমন্বয়ে ধরা দিয়েছেন বাঁধন। সঙ্গে পরা গয়নাটিও বেশ আকর্ষণীয়। ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড এ গয়নায় ফুটে উঠেছে, ওল্ড স্কুল ডিজাইনের ভেতর মডার্ন টাচ আমেজ। নেকপিসের চাঁদ আকৃতির মধ্যে নিখুঁত ফ্লোরাল ডিজাইন; ভিন্ন মাত্রা যোগ করেছে ঝুলে থাকা ‘ক্যাটস আই’ স্টোন। ডিজাইনার জানান, এ সাদা স্টোন নিয়ে কাজ করার অন্যতম কারণ হলো সাদা, সবুজ, প্যাস্টেল লাইটের মতন রংগুলো বেশি পছন্দ ক্রেতাদের ।
বিজ্ঞাপন
৩/১৪
এই জুয়েলারি সেটের নাম রাখা হয়েছে ‘মিঠাই’। নামেই মিষ্টতা, ডিজাইনেও ঠিক তেমনই প্রকাশ। মিনা করা, আর্টিফিশিয়াল কুন্দন আর পার্ল ও বিডসের সূক্ষ্ম কাজ মিলিয়ে তৈরি এই ট্রেন্ডি সেটটি  মিনিমাল হলেও বেশ আকর্ষণীয়। এটিও ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড।
এই জুয়েলারি সেটের নাম রাখা হয়েছে ‘মিঠাই’। নামেই মিষ্টতা, ডিজাইনেও ঠিক তেমনই প্রকাশ। মিনা করা, আর্টিফিশিয়াল কুন্দন আর পার্ল ও বিডসের সূক্ষ্ম কাজ মিলিয়ে তৈরি এই ট্রেন্ডি সেটটি  মিনিমাল হলেও বেশ আকর্ষণীয়। এটিও ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড।
৪/১৪
নীল বর্ডার দেওয়া উজ্জ্বল হলুদ জামদানিতে বাঁধনের লুক যেন আধুনিকতায় মোড়ানো ঐতিহ্যের প্রতিচ্ছবি। জুটি হয়েছে স্লিভলেস ব্লাউজ। তাঁর পুরো লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে পদ্মফুল মোটিফে তৈরি স্টেটমেন্ট জুয়েলারিটি।
নীল বর্ডার দেওয়া উজ্জ্বল হলুদ জামদানিতে বাঁধনের লুক যেন আধুনিকতায় মোড়ানো ঐতিহ্যের প্রতিচ্ছবি। জুটি হয়েছে স্লিভলেস ব্লাউজ। তাঁর পুরো লুকের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে পদ্মফুল মোটিফে তৈরি স্টেটমেন্ট জুয়েলারিটি।
৫/১৪
গ্লুড টুগেদারের এ গয়না ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড, যার অ্যান্টিক গোল্ডেন রঙে আছে ম্যাজেন্টা ও সবুজ মিনাকারীর সূক্ষ্ম কাজ। মুক্তা, পুঁতি ও আর্টিফিশিয়াল কুন্দনের সমন্বয় নান্দনিকতা যোগ করেছে গয়নায়
গ্লুড টুগেদারের এ গয়না ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড, যার অ্যান্টিক গোল্ডেন রঙে আছে ম্যাজেন্টা ও সবুজ মিনাকারীর সূক্ষ্ম কাজ। মুক্তা, পুঁতি ও আর্টিফিশিয়াল কুন্দনের সমন্বয় নান্দনিকতা যোগ করেছে গয়নায়
৬/১৪
অক্সিডাইজড সিলভার স্টেটমেন্ট দুলে বাঁধনকে বেশ মিষ্টি লাগছে। এই দুলের মূল সৌন্দর্য এর নিচের মুক্তার গাঁথুনি। সলিড রঙের কোনো সাধারণ জামা বা কুর্তির সঙ্গেও এ ধরনের দুল চোখ বন্ধ করে ক্যারি করা যায়।
অক্সিডাইজড সিলভার স্টেটমেন্ট দুলে বাঁধনকে বেশ মিষ্টি লাগছে। এই দুলের মূল সৌন্দর্য এর নিচের মুক্তার গাঁথুনি। সলিড রঙের কোনো সাধারণ জামা বা কুর্তির সঙ্গেও এ ধরনের দুল চোখ বন্ধ করে ক্যারি করা যায়।
৭/১৪
নেভি ব্লু-গোলাপি জামদানিতে বাঁধন। সঙ্গে পরেছেন ভারী, ব্ল্যাক অ্যান্টিক কালার কোটেড গয়না। আর্টিফিশিয়াল পার্ল ও পুঁতির কাজের এই গয়নার সবচেয়ে নজরকাড়া দিক হলো সেটের মধ্যে থাকা স্টিমুলেটেড রিয়েল রুবি স্টোন। এ সেটের সঙ্গে মিলিয়ে বাঁধনের পরা চোখজুড়ানো আংটিটিও আলাদা করে নজর কাড়ে। ২০১৫ সালে গ্লুড টুগেদার ডিজাইন করা এই আংটি ব্র্যান্ডের অন্যতম বেস্ট সেলিং পণ্য।
নেভি ব্লু-গোলাপি জামদানিতে বাঁধন। সঙ্গে পরেছেন ভারী, ব্ল্যাক অ্যান্টিক কালার কোটেড গয়না। আর্টিফিশিয়াল পার্ল ও পুঁতির কাজের এই গয়নার সবচেয়ে নজরকাড়া দিক হলো সেটের মধ্যে থাকা স্টিমুলেটেড রিয়েল রুবি স্টোন। এ সেটের সঙ্গে মিলিয়ে বাঁধনের পরা চোখজুড়ানো আংটিটিও আলাদা করে নজর কাড়ে। ২০১৫ সালে গ্লুড টুগেদার ডিজাইন করা এই আংটি ব্র্যান্ডের অন্যতম বেস্ট সেলিং পণ্য।
৮/১৪
গ্লুড টুগেদারের স্টেটমেন্ট দুলের কালেকশন থেকে বেছে নেওয়া এই দুলে বাঁধনের লুক হয়ে উঠেছে আরও গর্জিয়াস। ব্ল্যাক অ্যান্টিক অক্সিডাইজড কোটিংয়ের এই দুলজোড়া সত্যিই নজরকাড়ার মতো। এতে ব্যবহার হয়েছে স্টিমুলেটেড রুবি ও পান্না স্টোন আর মুক্তা। এটায়ার বা পোশাক যতই সাধারণ হোক, এমন দুল পরলে বেশ গর্জিয়াস লাগবে
গ্লুড টুগেদারের স্টেটমেন্ট দুলের কালেকশন থেকে বেছে নেওয়া এই দুলে বাঁধনের লুক হয়ে উঠেছে আরও গর্জিয়াস। ব্ল্যাক অ্যান্টিক অক্সিডাইজড কোটিংয়ের এই দুলজোড়া সত্যিই নজরকাড়ার মতো। এতে ব্যবহার হয়েছে স্টিমুলেটেড রুবি ও পান্না স্টোন আর মুক্তা। এটায়ার বা পোশাক যতই সাধারণ হোক, এমন দুল পরলে বেশ গর্জিয়াস লাগবে
৯/১৪
বাঁধনের এই লুকের মূল আকর্ষণ হলো জুয়েলারি—যেটি তৈরি হয়েছে নকশা মোটিফে গোলাপ ফুলকে কেন্দ্র করে। ফুলের প্রতীকী সৌন্দর্য আর নারীত্বের ছোঁয়া মিলেছে এ গয়নার খুঁটিনাটিতে। মেটাল আর বল স্ট্রাকচারে তৈরি সেটটি মোনোক্রম পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যাবে। অভিনেত্রী একরঙা কালো শাড়ির সঙ্গে এ গয়না পরেছেন। আর হাতে পরেছেন ফুলেল রতনচূড়।
বাঁধনের এই লুকের মূল আকর্ষণ হলো জুয়েলারি—যেটি তৈরি হয়েছে নকশা মোটিফে গোলাপ ফুলকে কেন্দ্র করে। ফুলের প্রতীকী সৌন্দর্য আর নারীত্বের ছোঁয়া মিলেছে এ গয়নার খুঁটিনাটিতে। মেটাল আর বল স্ট্রাকচারে তৈরি সেটটি মোনোক্রম পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যাবে। অভিনেত্রী একরঙা কালো শাড়ির সঙ্গে এ গয়না পরেছেন। আর হাতে পরেছেন ফুলেল রতনচূড়।
১০/১৪
এই লুকেও একই গয়না পরেছেন অভিনেত্রী। তবে ভিন্ন শাড়ির সঙ্গেও এই গয়না দারুণভাবে ক্যারি করা যায় চাইলে
এই লুকেও একই গয়না পরেছেন অভিনেত্রী। তবে ভিন্ন শাড়ির সঙ্গেও এই গয়না দারুণভাবে ক্যারি করা যায় চাইলে
১১/১৪
ফুলেল মোটিফের হাঁসুলি স্টাইলের নেকপিস আর স্টোনের দুলে বাঁধন। যেকোনো একরঙা বা কম নকশার পোশাকের সঙ্গে এই ট্রেন্ডি ধাঁচের গয়না মানিয়ে যাবে
ফুলেল মোটিফের হাঁসুলি স্টাইলের নেকপিস আর স্টোনের দুলে বাঁধন। যেকোনো একরঙা বা কম নকশার পোশাকের সঙ্গে এই ট্রেন্ডি ধাঁচের গয়না মানিয়ে যাবে
১২/১৪
যাঁরা ভারী নেকলেস বা সীতাহার পরতে পছন্দ করেন না, তাঁদের জন্য আদর্শ  হতে পারে বাঁধনের পরা এই সিম্পল অথচ স্টাইলিশ নেকপিস ও দুলের সেট। ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড এই গয়না তৈরি হয়েছে ব্রাশড মেটাল দিয়ে, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল মুক্তার সূক্ষ্ম কাজ। এই গয়নার সবচেয়ে বড় দিক হলো, এর বহুমুখী ব্যবহার। চাইলে শাড়ির সঙ্গে পরা যাবে আবার ওয়েস্টার্ন ড্রেস বা অফিস লুকেও অনায়াসে মানিয়ে যাবে। যাঁরা সফিস্টিকেটেড ও এলিগ্যান্ট লুক বজায় রাখতে চান, তাঁদের জন্য নিঃসন্দেহে এ গয়না পারফেক্ট চয়েস।
যাঁরা ভারী নেকলেস বা সীতাহার পরতে পছন্দ করেন না, তাঁদের জন্য আদর্শ  হতে পারে বাঁধনের পরা এই সিম্পল অথচ স্টাইলিশ নেকপিস ও দুলের সেট। ২১ ক্যারেট গোল্ডপ্লেটেড এই গয়না তৈরি হয়েছে ব্রাশড মেটাল দিয়ে, যার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল মুক্তার সূক্ষ্ম কাজ। এই গয়নার সবচেয়ে বড় দিক হলো, এর বহুমুখী ব্যবহার। চাইলে শাড়ির সঙ্গে পরা যাবে আবার ওয়েস্টার্ন ড্রেস বা অফিস লুকেও অনায়াসে মানিয়ে যাবে। যাঁরা সফিস্টিকেটেড ও এলিগ্যান্ট লুক বজায় রাখতে চান, তাঁদের জন্য নিঃসন্দেহে এ গয়না পারফেক্ট চয়েস।
১৩/১৪
পদ্মফুলের মোটিফের এই মিনা করা চোকারে আলাদা মাত্রা যোগ করেছে ছোট ছোট মুক্তার কাজ। সঙ্গে ম্যাচিং দুল আর হাতের গয়না পরেছেন অভিনেত্রী।
পদ্মফুলের মোটিফের এই মিনা করা চোকারে আলাদা মাত্রা যোগ করেছে ছোট ছোট মুক্তার কাজ। সঙ্গে ম্যাচিং দুল আর হাতের গয়না পরেছেন অভিনেত্রী।
১৪/১৪
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে গ্লুড টুগেদারের কর্ণধার মেহনাজ আহমেদ। আসলেই দেখে মনে হচ্ছে, বাঁধন আর গ্লুড টুগেদার যেন দুজনে দুজনার।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে গ্লুড টুগেদারের কর্ণধার মেহনাজ আহমেদ। আসলেই দেখে মনে হচ্ছে, বাঁধন আর গ্লুড টুগেদার যেন দুজনে দুজনার।
ছবি: মেহনাজ আহেমদের ফেসবুক

ছবি: গ্লুড টুগেদার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০: ৫৬
বিজ্ঞাপন