পর্দায় কখনো গ্ল্যামারাস, কখনো নন–গ্ল্যামারাস চরিত্রে নজর কাড়েন; কিন্তু তিনি নিজে সব সময়ই নজরকাড়া। আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবারের ঈদে চমক সৃষ্টি করেছেন নতুন রূপে। তাঁকে দেখা গেছে ক্রাইম থ্রিলার ‘এষা মার্ডার: কর্মফল’–এ। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্র অনুযায়ী সিনেমায় তাঁকে দেখা গেছে একদম অনাড়ম্বর লুকে। তবে সিনেমার প্রচারণা বা প্রমোশনাল লুকগুলোতে ক্যামেরার সামনে তিনি ধরা দিয়েছেন একের পর এক গ্ল্যামারাস সাজে। বিশেষ করে বাঁধনের স্টেটমেন্ট জুয়েলারি পিসগুলো নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। এই গয়নাগুলো দেশীয় ম্যাটেরিয়াল আর সৃজনশীল ডিজাইনের মেলবন্ধনে দেশের সুপরিচিত গয়নার ব্র্যান্ড গ্লুড টুগেদার এর। ব্র্যান্ডটির স্বত্বাধিকারী ও প্রধান ডিজাইনার মেহনাজ আহমেদ। মেহনাজের ডিজাইন করা প্রতিটি গয়নায় থাকে শিকড়ের টান, আধুনিকতার ছোঁয়া আর নারীত্বের প্রতিচ্ছবি—যা নিখুঁতভাবে মানিয়ে যায় বাঁধনের আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের সঙ্গে। তবে খুশির খবর হলো, এষা মার্ডার যত দিন চলবে, তত দিন গ্লুড টুগেদারের পক্ষ থেকে একটি বিশেষ অফার পাবেন ফ্যাশনিস্তা ক্রেতারা। সিনেমার টিকিট দেখালেই পাওয়া যাবে এই ব্র্যান্ডের জুয়েলারির ওপর ১০ শতাংশ ছাড়। চলুন আজ দেখে নিই, অভিনেত্রীর ভিন্ন ভিন্ন লুক—যা পর্দার চরিত্র থেকে শুরু করে বাস্তব জীবনের বাঁধনকে উপস্থাপন করেছে এক নতুন মাত্রায়।
ছবি: গ্লুড টুগেদার