ট্রেন্ডি পার্টি ব্যাগ
শেয়ার করুন
ফলো করুন

গত কয়েক বছরে ব্যাগের ট্রেন্ডে বেশ কিছু পরিবর্তন এসেছে। পার্টি ব্যাগে চকমকে অনুষঙ্গের ব্যবহার কমেছে অনেক। বাজার ঘুরে দেখা গেল, এই সময়ে পার্টি ব্যাগে নতুন দুই ধরনের স্টাইলের জনপ্রিয়তা বেড়েছে।

বিয়ে বা অন্য পার্টির জন্য এখন মিনিমাল ব্যাগ অনেকেই পছন্দ করছেন। যদিও জমকালো ব্যাগের ধারা চলছে এখনো, তবে নকশায় ম্যাট রং ও সমসাময়িক স্টাইলে ব্যাগে এসেছে পার্থক্য।

মিনিমাল ব্যাগ

ভারি পাথর, সিকুইনের চকচকে ব্যাগের ফ্যাশনের বদলে মিনিমাল ডিজাইনের ব্যাগ গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে। ক্লাচ, ক্লোজ টু বডি, কাঁধে ঝুলানো মিনিমাল নকশার ব্যাগ পেয়েছে জনপ্রিয়তা। এমনকি পার্টি ব্যাগ শুধু পার্টির জন্য নয়, বরং ‘এভরিডে’ বা প্রতিদিনের ব্যাগ হিসেবেও অনেকেই ব্যবহার করেন।

ভেজিটেবল ডাই করা মিনিমাল রং ও ডিজাইনের ক্লাচ এখন অনেকেই পার্টির জন্য পছন্দ করেন। বিশেষ করে পার্টিতে জামদানি, কাতান বা মসলিনের শাড়ি পরলে বা লেহেঙ্গার সঙ্গে অনেকেই এমন মিনিমাল ডিজাইনের ক্লাচ নেন।

জামদানি শুধু শাড়িতেই আটকে নেই। জামদানি কাপড় দিয়ে ডিজাইন করা ব্যাগও কয়েক বছর ধরে পার্টি ফ্যাশনে বেশ জনপ্রিয়। জামদানির ক্লাচ ছাড়া চেইন দেওয়া কাঁধের মাঝারি ব্যাগ ও হাতে নেওয়া বা ক্লোজ টু বডি স্টাইলের জামদানি ব্যাগে তৈরি হয় রাজসিক লুক।

এ ছাড়া মিনিমাল ডিজাইনের ম্যাট ও একরঙা মখমলের পার্টি ব্যাগও অভিজাত লুকের জন্য অনেকের পছন্দ।

বিজ্ঞাপন

বটুয়া

পার্টি ব্যাগ হিসেবে বটুয়া বেশ পুরোনো ফ্যাশন। যদিও পুরোনো স্টাইলের বটুয়াতে লেস, সিকুইন বা পাথরের জমকালো ব্যবহার দেখা যেত, যা এখন আর চলছে না। অনুষ্ঠানে অনেকেই সিল্কের এক রঙের বটুয়া পছন্দ করেন। ব্যাগের সঙ্গে মিলিয়ে একই রঙের সুতায় হাতের সেলাই, এমব্রয়ডারি, কারচুপি ও গোটা পাত্তির কাজ হালের ধারা।
ভারী পোশাকের সঙ্গে খুব ভারী কাজ করা ব্যাগ এখন বেমানান ফ্যাশন। ডিজাইনার মাহিন খানের ফ্যাশন ব্র্যান্ড মায়াসিরে এ ধরনের মিনিমাল ফ্যাশনের বটুয়া দেখা গেছে।
এ ছাড়া টেক্সট বা লেখানির্ভর পার্টি ব্যাগের ফ্যাশন গত বছর থেকে দেখা যাচ্ছে। বিশেষ করে নিজের নাম লেখা ব্যাগ এখন ট্রেন্ডি। মখমলের মতো নরম ক্যানভাসেও নাম লিখে বটুয়া ডিজাইন করেছে রেনে বাংলাদেশ।

কাঠের ব্যাগ

এ ধরনের পার্টি ব্যাগের ফ্যাশন অনেকটাই নতুন। চেইন দেওয়া কাঁধে ঝোলানো কাঠের ব্যাগে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিজের ছবিও বসানো যায়। চাইলে পছন্দের ডিজাইন কাস্টমাইজ করে তৈরি করিয়ে নেওয়া যাবে অনলাইন পেজ ‘সারল্য’ থেকে।

বিজ্ঞাপন

চলছে হালকা সিকুইন

ফ্যাশন ট্রেন্ডে সিকুইনের প্রচলন ফিরেছে নতুন করে। তবে ব্যাগে সিকুইনের ব্যবহার বেশ মিনিমাল। বিশেষ করে বড় আকারের ব্যাগে জরির এমব্রয়ডারি ও সিকুইনের মিশেলে তৈরি পার্টি ব্যাগ ফ্যাশনেবল ও ট্রেন্ডি।

মেটালের ব্যাগ

পার্টিতে যেকোনো ধরনের পোশাকের সঙ্গেই মেটাল ব্যাগ দেবে স্মার্ট লুক। সোনালি, রুপালি বা তামা রঙের মেটালের ক্লাচ, ক্লোজ টু বডি ও চেইন দেওয়া ঝোলানো গোল, ত্রিভুজ, চারকোণাসহ বেশ কয়েকটি আকারের মেটাল ব্যাগ এখন ট্রেন্ডি।

ছবি: রেনে বাংলাদেশ

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ১৩: ৩৪
বিজ্ঞাপন