জাঁকজমকেও স্বস্তি
শেয়ার করুন
ফলো করুন

নাদিমা জাহান

আপাদমস্তক ভারী গয়না, জারদোজি বা এমবেলিশমেন্টের আধিক্যে ভারাক্রান্ত শাড়ি-লেহেঙ্গা আর ততোধিক ভারী মেকআপে জবুথবু পুতুলের মতো বসে থাকা। আধুনিক কনেদের পরিকল্পনায় অথবা কল্পনায় নিজের বিয়ের দিনের চিত্রটি এর সম্পূর্ণ বিপরীত। তাঁরা হাসবেন, ঘুরে বেড়াবেন, সবার সঙ্গে সেলফি তুলবেন। দিনটি তো আসলে তাঁরই। কথা হচ্ছিল দেশি ফ্যাশন জুয়েলারির সুপরিচিত নাম সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী লোরা খানের সঙ্গে। তিনি বলছিলেন তাঁর আনকোরা ব্রাইডাল কালেকশনের নেপথ্য গল্প।

সিক্স ইয়ার্ডস স্টোরি দেশের গয়নার ফ্যাশন অন্য রকম অবস্থানে নিয়ে গেছে। তাই তাদের এবারের ব্রাইডাল কালেকশন নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। লোরা খান এর আগে আধুনিকতার ছোঁয়ায় কনটেম্পোরারি ডিজাইনের সব গয়না এনেছেন বিয়ের মৌসুমে। জবরজং গয়নার ভিড়ে এই হালকা গয়নাগুলো সবার পছন্দের তালিকায় থাকে প্রতিবছর।

বিজ্ঞাপন

কিন্তু লোরার শিল্পীমন এবার একটু অন্যভাবে করতে চাইল বিয়ের গয়নার পুরো নকশার পরিকল্পনা। পোশাক, গয়না উভয়ই ভারী হলে সবকিছুর ভারে পর্যুদস্ত কনের জন্য তা অত্যন্ত অসুবিধাজনক। সামগ্রিকভাবে একঘেয়ে সাজপোশাকে আবার ব্রাইডাল লুক যেন ঠিক জমে না। অন্যদিকে এক দিনের এ ধকল যেন রাজ্যের ক্লান্তি এনে দেয়। কিন্তু বিয়ের কনের শৃঙ্গারে জাঁকজমক না থাকলে কি চলে। সবকিছু ভেবেই এবার সিক্স ইয়ার্ডস স্টোরির ব্রাইডাল কালেকশনের নকশা, রং, ম্যাটেরিয়াল ও গয়নার গাঁথুনির সব পরিকল্পনা করা হয়েছে।

লাল, সবুজসহ বিভিন্ন পাথরের লহর, মুক্তার স্ট্র্যান্ডস আর চেইন স্ট্রাকচারের ব্যবহার চোখে পড়ার মতো এবারের সিক্স ইয়ার্ডস স্টোরির ব্রাইডাল গয়নায়। লোরা বলছিলেন, সচেতনভাবেই নকশায় এ উপকরণগুলোর সমন্বয় করেছেন তিনি। রাজসিক ভারী ডিজাইনের মধ্যেও যেন গয়না ওজনদার না হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে এ ডিজাইন করা। সূক্ষ্ম আর বড়, বিস্তৃত ফ্রেমের সোনালি, রুপালি আর অ্যান্টিক শেড দেখা যাচ্ছে কালেকশনে।

বিজ্ঞাপন

জানা গেল, এবারে সোনালির প্রাধান্য থাকা অ্যান্টিক ধরনের গয়না বেশি পছন্দ করছেন সবাই। বহুরঙা পাথরের সমাবেশে সেই সাবেকি নওরতনের জড়োয়া সেটের ছোঁয়া আছে এতে। রয়েছে সোনালি–রুপালি গয়নায় সাদা পাথর আর মুক্তার আভিজাত্য। সোনালি কিছু সেটে ধাতব কারুকাজ আর কাটাই নকশা।

লোরা বলছিলেন, সিক্স ইয়ার্ডস স্টোরি এর আগে এতটা ম্যাক্সিমালিস্ট ডিজাইনের জমকালো গয়না কমই করেছে। গলায় বড় গোল কাঠামো, কয়েকটি লহর দেওয়া আর ঐতিহ্যবাহী সীতাহার—সবই রয়েছে। তবে চুড়ি, আঙটি, দুল, নেকলেস তো আছেই; চোখ ফেরানো দায় এবারের কালেকশনের অন্য রকম গয়নাগুলো থেকেও। রয়েছে জমকালো টানা দেওয়া টিকলি, ঝাপটা ও সিঁথিপাটি। ঝুমকা থেকে কয়েকটি লহর বেরিয়ে চুলের পেছনের দিকে টেনে নেওয়া। খোঁপা বা বেণির গোড়ায়, কোমরে চাবির গোছায়, হাতের আঙুলজুড়ে রতনচূড়—কী নেই এবারের বর্ণাঢ্য আয়োজনে।

লিঙ্গভেদ জয় করে জেন্ডার নিউট্রাল জুয়েলারি বানিয়ে কিছুদিন আগে সাড়া ফেলা সিক্স ইয়ার্ডস স্টোরি ছেলেদের জন্যও বিশেষ ডিজাইনার পিস তৈরি করে দিতে পারবে, যা পাগড়ির সঙ্গে সংযুক্ত করা যাবে।

ব্রাইডাল লুকে পূর্ণতা আনতে জাঁকজমকপূর্ণ গয়নার সঙ্গে ট্রেন্ডি কনের সাজ একেবারে হালকা হলে দারুণ মানাবে। একরঙা সিল্ক, স্যাটিন, বেনারসি, জামদানি—সব কিছুর সঙ্গে মানিয়ে যাবে গয়নাগুলো। মেকআপেও মিনিমাল আমেজ সঙ্গত দেবে ভালো এই কালেকশনের সেটগুলোর সঙ্গে। কনের জমকালো লুকের সঙ্গে স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে এবার লোরা খান পুরো কালেকশনটি সাজিয়েছেন।

নেকপিস ভারী হলে কানের দুল হালকা রেখেছেন। কোনো কোনো সেটে মাথায় রাজসিক গয়নার আড়ম্বরে সচেতনভাবে কান-গলায় ভার রাখেননি। বাকি সব সাজপোশাক একেবারে মিনিমালিস্টিক ধাঁচে রেখে শুধু গয়নার সাজে কিভাবে জাঁকজমকপূর্ণ ব্রাইডাল লুক আনা যায়, সেই দৃশ্যকল্প সিক্স ইয়ার্ডস স্টোরির এবারের নতুন কালেকশনের মূলমন্ত্র।

ছবি: সিক্স ইয়ার্ডস স্টোরি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৩: ০০
বিজ্ঞাপন