
ঈদ ফ্যাশনে অনুষঙ্গের ভূমিকাও কম বড় নয়। ঈদের পোশাক যতই স্টাইলিশ হোক, জুতসই অনুষঙ্গের সঙ্গ না পেলে নিজের ফ্যাশনেবল উপস্থিতিতে তাল কাটতে বাধ্য। তাই তো পোশাকের সঙ্গে সঙ্গে দেশের ব্যাগের উদ্যোগগুলো তাদের সৃজনশীল কালেকশন এনেছে ঈদ উপলক্ষে। এখন ক্রসবডি আর টোট ব্যাগের ক্রেজে খুব বেশি ভাটা না পড়লেও বৈচিত্র্যময় ডিজাইনে অন্যান্য প্যাটার্নের স্টাইলিশ ব্যাগের দিকেও ঝুঁকছেন ফ্যাশনিস্তারা। ঈদের ছুটিতে ঘুরতে যাওয়া থেকে শুরু করে পার্টি পোশাকের সঙ্গে মিলিয়ে ফ্যাশনেবল অনুষঙ্গ হিসেবে নানাভাবেই কিছু ব্যাগ একটু বেশিই নজর কাড়ছে এবার ক্রেতাদের। খাঁটি দেশীয় উপকরণে তৈরি এই ব্যাগগুলোকে এবার ঈদে নিঃসন্দেহে হট কেক বলা যায়।


গুটিপার আনমনা হ্যান্ডব্যাগ
এখন মিনিমালিজম আর কোয়ায়েট লাক্সারির যুগ। আর সেদিক থেকে দেশের সুপরিচিত ব্যাগের উদ্যোগ গুটিপার আনমনা হ্যান্ডব্যাগটিকে দশে দশ দেওয়াই যায়। বড় আর উপযোগিতার কথা ভেবে বানানো ব্যাগের ভিড়ে এই স্টাইলিশ প্যাচের সমন্বয়ে বানানো ক্ল্যাসিক লেদারের ব্যাগটি যেকোনো আউটফিটের সঙ্গে মানিয়ে যাবে। কালো আর বাদামি এই দুটি রঙে পাওয়া যাবে আনমনা হ্যান্ডব্যাগ। না ছোট, না বড়, হ্যাং আউট বা দাওয়াতে নিতে পারফেক্ট সাইজের এই ব্যাগটির মূল্য ২ হাজার ২৫০ টাকা।
পটের বিবির গামছা ব্যাগ
গামছার আবেদন তো চিরন্তন। গামছা এখন শাড়ি আর অন্যান্য পোশাকের পর ব্যাগেও সমান দাপটে নিজের শ্রেষ্ঠত্বের বয়ান করছে। এর আগেও গামছা ব্যাগ নিয়ে কাজ করেছেন অনেকেই। তবে দেশের সুপরিচিত অনলাইন ফ্যাশন উদ্যোগ পটের বিবির গামছা ব্যাগ নিয়ে সম্প্রতি চলছে জোর আলোচনা।


তিনটি ভিন্ন রঙের সুপার ট্রেন্ডি এই ব্যাকপ্যাকটির মূল্য ১ হাজার ৬৫০ টাকা। পটের বিবির কর্ণধার ফোয়ারা ফেরদৌসের কাছ থেকে জানা গেল, প্রিয় বন্ধু দেশের বাইরে যাওয়ার সময় উপহার হিসেবেই এই ব্যাকপ্যাক তিনি প্রথম বানিয়েছেন বড় আকারের গামছা দিয়ে। এর ভেতরে কিছুটা ওয়াটারপ্রুফ লেয়ারিং আর সুবিধাজনক চেম্বার ও পকেটগুলো ল্যাপটপ থেকে শুরু করে যেকোনো কিছু বহন করার জন্য উপযোগী। আর ফ্যাশন স্টেটমেন্টে যে এটি আপনাকে কয়েক যোজন এগিয়ে রাখবে, তা বলাই বাহুল্য।
ট্যানের ম্যাচিং ব্লাউজ পিস ও ব্যাগ
শাড়ির সঙ্গে ফ্যাশনেবল লুক দিতে ব্লাউজ আর ব্যাগটি ঠিক হওয়া চাই। আর এ ক্ষেত্রে অত্যন্ত বুদ্ধিদীপ্ত কাজটি করেছেন দেশি ব্যাগের উদ্যোগ ‘ট্যান’–এর স্বত্বাধিকারী ও প্রধান ডিজাইনার তানিয়া ওয়াহাব।


ম্যাচিং ব্লাউজ পিস আর লম্বা চেইনের ছোট ব্যাগের দারুণ যুগলবন্দী তৈরি করেছেন তিনি। এ ক্ষেত্রে ট্যান বিভিন্ন দৃষ্টিনন্দন ফেব্রিক ব্যবহার করেছে বৈচিত্র্যময় রঙে। হালের ট্রেন্ডের তুঙ্গে থাকা যেকোনো মনোক্রোম শাড়ি বা ক্ল্যাসিক জামদানি, মণিপুরির সঙ্গে এই ব্লাউজ আর ব্যাগের কম্বো দারুণ মানিয়ে যাবে আর দেবে আলাদা লুক। পেজ ঘুরে দেখা গেল, এই সেটগুলো ১ হাজার ৬০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকা পড়বে।
দ্য হকার্স–এর লুমিয়া ব্যাগ
স্টাইলিশ এই ব্যাগে নানা রঙের পাথর বসানো সোনালি সরু লেসটি একেবারে ফেস্টিভ লুক দিচ্ছে। এটির ভেতরে ওয়াটারপ্রুফ লেয়ার আছে।


জেন জি স্টাইলের এই ব্যাগটির মূল্য ৬২০ টাকা হলেও ঈদ ডিস্কাউন্টে এটি মিলবে মাত্র ৫৮০ টাকায়। সবুজ, কালো, গোলাপি, লাল আর বাদামি রঙে পাওয়া যাচ্ছে লুমিয়া ব্যাগ।
কালিন্দীর গড়াই ব্যাগ
ঈদের ছুটিতে ঘুরতে যাওয়া তো হয়ই। আর এর জন্য ছিমছাম সুন্দর একটা ব্যাগ লাগবেই। কালিন্দীর গড়াই ব্যাগটিতে ল্যাপটপ, কাপড় আর প্রসাধনী সবকিছুই ধরবে সুন্দরভাবে।


ডিটাচেবল ক্রসবডি স্ট্র্যাপ থাকলেও ব্রিফকেসের মতো করে লেদার হ্যান্ডেল ধরেও বহন করা যাবে এটি। পাট আর চামড়ার সমন্বয়ে তৈরি এই ব্যাগটি সুন্দর নীল ও বাদামি রঙে পাওয়া যাচ্ছে। দাম ২ হাজার ১২০ টাকা।
ছবি: উদ্যোগগুলোর ফেসবুক