পূজার সাজে পোশাকের পরপরই প্রয়োজনীয় আরেকটি অনুষঙ্গ হলো গয়না। গয়নার ক্ষেত্রে এখন বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে থাকেন সবাই। হাতের তৈরি গয়নার ক্ষেত্রে সৃজনের বৈচিত্র্য দেশিয় উদ্যোগগুলোর সংগ্রহের দিকে তাকালেই বোঝা যায়। কাপড়, ক্লে, কাঠ, কটন বল, পমপম, ফেব্রিক, কড়ি আর ধাতব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে অভিনব নকশার সব গয়না।
অনলাইন ভিত্তিক এই উদ্যোগ গয়না তৈরি করছে ২০১৬ সাল থেকে। কাঠ নিয়ে তাঁরা প্রথম থেকে কাজ করছে। এখন যোগ হয়েছে কাপড় ও ক্লে দিয়ে তৈরি জুয়েলারি। নিপুণ হাতের ছোঁয়ায় পূজার আবহ উঠে এসেছে ত্রিনিত্রির মালা, কানের দুল, চুড়ি ও আংটিতে। বৈচিত্র্য আনতে কড়ি, কাঠ, ঝুনঝুনির ব্যবহার চোখে পড়ার মতো।
ত্রিনিত্রির পূজার গয়নায় উঠে এসেছে দেবীর মুখ, মহালয়ার রেডিও, শিউলি ফুল, ধূপ-ধুনো , ত্রিশূল ও পদ্মফুল।
তাঁদের প্রতিটি পণ্য হাতে তৈরি আর একটির সঙ্গে অন্যটির নকশার কোন মিল নেই। ক্লে আর কাঠের ওপর রংতুলি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সব নকশা। আকর্ষণীয় করতে ব্যবহার করা হয়েছে রঙিন কাপড়, কড়ি, ঘুঙুর, কটন বল, পাটের দড়ি, কাঠের বল ও রুদ্রাক্ষ।
ক্লে ও কাঠের জুয়েলারি এখন বেশ ট্রেন্ডি। আর থিমভিত্তিক নকশা পূজার সাজে যোগ করবে অন্য মাত্রা। হালকা থেকে ভারি, সব ধরনের নকশার গয়না আছে ত্রিনিত্রির সংগ্রহে।
পূজার দিনে সকালের স্নিগ্ধ সাজের জন্য দরকার হয় একটু সাদাসিধে নকশার আর রাতে চাই জমকালো সাজের মানানসই গয়না। এসব মাথায় রেখেই পূজার সংগ্রহ সাজিয়েছে ত্রিনিত্রি।গয়নাগুলো যেন টেকসই হয় সেদিকেও মনোযোগ দিয়েছেন বলে জানান ত্রিনিত্রির স্বত্বাধিকারী অন্বেষা দত্ত।
অন্বেষা দত্ত বলেন, ' আমরা চেষ্টা করেছি মহালয়া থেকে শুরু করে দশমীর আমেজ গয়নার নকশায় তুলে ধরতে। আর টেকসই যেন হয় সেদিকেও ছিল পুরো মনোযোগ। তাই ট্রেন্ড ও ম্যাটেরিয়াল সব নিয়ে চিন্তা ভাবনা করেই একেকটা নকশা করা হয়েছে।'
অনলাইনের পাশাপাশি ত্রিনিত্রির গয়না পাওয়া যায় খুঁতের আয়োজন হাটকাহনেও।
ছবি: ত্রিনিত্রি