ভালোবাসা জড়িয়ে থাকলে সে সৃজন ছুঁয়ে যায় সবাইকে। আর 'আট কুঠুরি নয় দরজা' নামের অনলাইন গয়নার উদ্যোগের কর্ণধার হাফসা মোসলেমের বয়ানে এই ভালোবাসার গল্পই হয়ে উঠল মূল উপজীব্য। ভালোবাসা যে শুধু ব্যক্তির জন্য হতে হবে, তা নয়। শাড়ি আর গয়না ভালোবাসেন না, এমন নারী খুঁজে পাওয়া ভার। হাফসা বলছিলেন,'আমার ভালোবাসায় আছে শাড়ি আর গয়না। এ দুটোই আমি বেশি ভালো বুঝি, আর কিছু তেমন বুঝি না। তাই গয়নাকেই বেছে নিয়েছিলাম আমার কাজ করার ক্ষেত্র হিসেবে'। আসলে শুধু পোশাক নয়,নারীদের সাজে পরিপূর্ণতা দিতেই গয়নার জুড়ি নেই।
হাফসার কাছ থেকেই জানা গেল, পেইজের নামটি সমরেশ মজুমদারের থ্রিলারধর্মী উপন্যাস 'আট কুঠুরি নয় দরজা' থেকে নেওয়া। কিন্তু তাঁর কাছে এটি নিজের জীবনের অর্থ বহন করে। তিনি বললেন, আটকুঠুরি অর্থ আমাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করার আটটি রাস্তা। যেমন মাথার খুলি,দুই ফুসফুস, হৃদপিণ্ড, পাকস্থলী, দুই কিডনি আর অন্ত্র। আর নয় দরজা অর্থ হচ্ছে, মানুষের শরীরের নয়টি বের হওয়ার রাস্তা, যেমন দুই চোখ, দুই নাকের ফুটা, মুখ, দুই কানের ফুটা আর পায়ু ও লিঙ্গ। হাফসার জীবনের মূলমন্ত্র যত মুশকিল তত আসান। জীবনে অসংখ্য বার ভেঙে পরার পরও আরও বেশিবার উঠে দাড়াতে সক্ষম হয়েছেন তিনি। সেই ভাবনা থেকেই উদ্যোগের নাম 'আট কুঠুরি নয় দরজা' দেওয়া। সোজা সাপটাভাবেই বললেন তিনি, 'ব্যবসায় আসা মূলত প্রয়োজন থেকে, শখ থেকে নয়। তাই টিকে থাকতে চাই দীর্ঘ সময় ধরে। সেই লক্ষ্যেই আমার সমস্ত মেধা এবং শ্রম দিয়ে কাজ করে যাচ্ছি'।
আট কুঠুরি নয় দরজা মুলত দেশী কারিগরের হাতে তৈরি গহনা নিয়ে কাজ করছে। এর মধ্যে বেশীরভাগই গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড, তামা আর পিতল দিয়ে বানানো গয়না। জানা গেল, উদ্যোগটি পিতলের গয়না নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকে কারন এর রং নিয়ে ভাবতে হয় না আর এটি দীর্ঘস্থায়ী।
এবার পূজায় সবার অর্থনৈতিক দিক খেয়াল রেখে বেশিরভাগ গয়নাই তামা ও পিতল দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু গোল্ডের মূল্য বৃদ্ধির সাথে সাথে গোল্ড প্লেটেড গহনার মূল্যও বৃদ্ধি পায়, তাই সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। এবারের কালেকশনে ছোট ও বড় আর ঐতিহ্যবাহী ও ফিউশন স্টাইলের সব ধরনের গয়না পাওয়া যাচ্ছে। রয়েছে উৎসবের উপযোগী বালা, কানে-গলার সেট আর মিক্স অ্যান্ড ব্যাচ করে পরার মতো সব ধরনের গয়না।
হাফসা বললেন,তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রাহকের চাহিদা ও বাজেট অনুযায়ী সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সেরাটা দেওয়ার চেষ্টা করা। বেশীরভাগ ক্রেতাই সন্তুষ্ট থাকে বলে আট কুঠুরি নয় দরজা তাঁদেরকে বারবার পায়।
ছবি: আট কুঠুরি নয় দরজা