কী কী চুড়ি পাওয়া যাচ্ছে পথের ধারের যত চুড়ির পসরায়
শেয়ার করুন
ফলো করুন

চলতি পথে দৃষ্টি আটকে যাচ্ছে কাঁচের চুড়ির পসরার দিকে। এখন এই দৃশ্য খুবই দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, বইমেলা সংলগ্ন এলাকা, ধানমন্ডি লেকের আশপাশসহ অনেক জায়গায়। বসন্তবরণে শাড়ির সাজে এমন হরেক রকমের কাঁচের চুড়ির কদর খুব। রেশমি চুড়ির আবেদন তো একেবারেই আলাদা। প্রিয় মানুষটিকে উপহার দেওয়া যায় অনায়াসে এই বিচিত্র সব রেশমি ও অন্যান্য কাঁচের চুড়ি। পথের ধারের চুড়ির মেলা ঘুরে সচিত্র জানাচ্ছেন অনিক মজুমদার

১/১২
ক্ল্যাসিক রেশমি চুড়ি
ক্ল্যাসিক রেশমি চুড়ি
বিজ্ঞাপন
২/১২
এগুলোকে বলা হচ্ছে কাশ্মিরি চুড়ি
এগুলোকে বলা হচ্ছে কাশ্মিরি চুড়ি
বিজ্ঞাপন
৩/১২
এমন ঝিলিমিলি কাঁচের চুড়িও আছে
এমন ঝিলিমিলি কাঁচের চুড়িও আছে
৪/১২
আছে বহুবর্ণিল ডিজাইন
আছে বহুবর্ণিল ডিজাইন
৫/১২
এমন কিছু কাঁচের মোটা চুড়ি বা বালা দেখা গেল
এমন কিছু কাঁচের মোটা চুড়ি বা বালা দেখা গেল
৬/১২
মেটালের ওপরে সুতার চুড়ি আছে এরকম
মেটালের ওপরে সুতার চুড়ি আছে এরকম
৭/১২
এগুলোর ওপরে কারুকাজ করা থাকে
এগুলোর ওপরে কারুকাজ করা থাকে
৮/১২
এগুলো মেটালের
এগুলো মেটালের
৯/১২
এভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখা আছে রংবেরঙের চুড়ি
এভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখা আছে রংবেরঙের চুড়ি
১০/১২
এগুলোকে বলা হচ্ছে খাঁজকাটা চুড়ি
এগুলোকে বলা হচ্ছে খাঁজকাটা চুড়ি
১১/১২
সব সাইজের চুড়ি আছে এখানে
সব সাইজের চুড়ি আছে এখানে
১২/১২
ছোটদের চুড়িগুলো বেশ নজরকাড়া
ছোটদের চুড়িগুলো বেশ নজরকাড়া
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ০০
বিজ্ঞাপন