যে ৫ কারণে সেরা কাঠের চিরুনি
শেয়ার করুন
ফলো করুন

সুস্থ, সুন্দর চুল পেতে হলে কেবল তেল–শ্যাম্পু বা মাস্ক নয়, নজর দিতে হবে চুলের অনুষঙ্গের দিকেও। এ ক্ষেত্রে সবার আগেই আসবে চিরুনির প্রসঙ্গ। বেশির ভাগ মানুষ চুল আঁচড়াতে প্লাস্টিকের চিরুনি ব্যবহার করেন। আমরা অনেকেই জানি না, আমাদের চুলের কিছু সমস্যার জন্য এই প্লাস্টিকের চিরুনির ভূমিকা রয়েছে। এ জন্য ট্রাইকোলজিস্ট বা চুলরোগ বিশেষজ্ঞরা কাঠের চিরুনি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। জেনে নেওয়া যাক কীভাবে চুলের সুস্থতায় কাঠের চিরুনি ভূমিকা রাখতে পারে।

মাথার সুস্থ ত্বকের জন্য

ট্রাইকোলজিস্ট বা চুলরোগ বিশেষজ্ঞরা কাঠের চিরুনি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন
ট্রাইকোলজিস্ট বা চুলরোগ বিশেষজ্ঞরা কাঠের চিরুনি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন
মডেল: উম্মে সালমা ঊষা

প্রাকৃতিকভাবে মাথার ত্বকের যত্ন নিতে চাইলে কাঠের চিরুনি ব্যবহার করতে পারেন। এটি দিয়ে চুল আঁচড়ালে তা মাথায় ম্যাসাজের মতো কাজ করে। কারণ, কাঠের চিরুনি মাথার ত্বকে চাপ বাড়ায়। সে সময় কাঠের চিরুনি আকুপাংচার পয়েন্টগুলোতে আঘাত করে। এতে মাথার ত্বকে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। সুস্থ মাথার ত্বক ও চুলের জন্য রক্তসঞ্চালন খুব গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

চুলের বৃদ্ধিতে সহায়তা করে

কাঠের চিরুনি মাথার ত্বকে চাপ বাড়ায়। সে সময় কাঠের চিরুনি আকুপাংচার পয়েন্টগুলোতে আঘাত করে। এতে মাথার ত্বকে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়।
কাঠের চিরুনি মাথার ত্বকে চাপ বাড়ায়। সে সময় কাঠের চিরুনি আকুপাংচার পয়েন্টগুলোতে আঘাত করে। এতে মাথার ত্বকে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়।

চুলের বৃদ্ধির জন্য কাঠের চিরুনি বেশ ভালো কাজ করে। মাথার ত্বকের রক্তসঞ্চালন বৃদ্ধি পেলে চুলের বৃদ্ধির গতিও ত্বরান্বিত হয়। কারণ, এতে চুলের ফলিকলগুলো সর্বোত্তম পুষ্টি পায়। তাই চুলে তেল লাগানোর পর বা মাস্ক ধুয়ে ফেলার পর কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারেন। তাহলে তেল বা মাস্কের পুষ্টি উপাদানগুলো খুব ভালোভাবে চুলের গভীরে প্রবেশ করবে।

চুলের রুক্ষতা বা ভাঙন রোধে

যাঁদের চুল ভঙ্গুর বা সহজে রুক্ষ হয়ে যায়, তাঁরা কাঠের চিরুনি ব্যবহার করে দেখতে পারেন।
যাঁদের চুল ভঙ্গুর বা সহজে রুক্ষ হয়ে যায়, তাঁরা কাঠের চিরুনি ব্যবহার করে দেখতে পারেন।

প্লাস্টিক বা ধাতব চিরুনিতে ছোট ছোট স্থির বিদ্যুৎ তৈরি হয়। এই স্থির বিদ্যুৎ চুলের জন্য ক্ষতিকর। এর জন্য চুল ভেঙে যেতে পারে বা রুক্ষ হতে পারে। কাঠের চিরুনিতে এই সমস্যা থাকে না। যাঁদের চুল ভঙ্গুর বা সহজে রুক্ষ হয়ে যায়, তাঁরা কাঠের চিরুনি ব্যবহার করে দেখতে পারেন। উপকারও পাওয়া যাবে।

বিজ্ঞাপন

খুশকি রোধে

বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, মাথার ত্বকের সিবাসিয়াস গ্রন্থি থেকে তেল উৎপাদনে ভারসাম্য বজায় রাখতেও কাঠের চিরুনি ভূমিকা রাখে
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, মাথার ত্বকের সিবাসিয়াস গ্রন্থি থেকে তেল উৎপাদনে ভারসাম্য বজায় রাখতেও কাঠের চিরুনি ভূমিকা রাখে
মডেল: উম্মে সালমা ঊষা

নারী ও পুরুষ—উভয়ের চুলের একটি সাধারণ সমস্যা হলো খুশকি। এই সমস্যা প্রতিরোধ ও সমাধান করতে কাঠের চিরুনি ব্যবহার করে দেখতে পারেন। প্লাস্টিক বা ধাতব চিরুনি দিয়ে চুল আঁচড়ালে যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়, তাতে চুলের ধুলা-ময়লা আটকে যায়। ধুলা-ময়লার কিছু অংশ চিরুনিতে লেগে থাকলেও বেশির ভাগ ময়লা আবার চুল ও মাথার ত্বকে ফিরে যায়, যার ফলে খুশকির প্রবণতা বাড়ে। কাঠের চিরুনিতে এই সমস্যা নেই। এটি খুব ভালোভাবেই মাথার ত্বক ও চুলের ময়লা পরিষ্কার করতে পারে। শুধু তা–ই নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাথার ত্বকের সিবাসিয়াস গ্রন্থি থেকে তেল উৎপাদনে ভারসাম্য বজায় রাখতেও কাঠের চিরুনি ভূমিকা রাখে। অতিরিক্ত তেল খুশকির বৃদ্ধি ঘটাতে পারে।

পরিবেশবান্ধব ও টেকসই

কাঠের চিরুনি পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে না।একটা কাঠের চিরুনি চাইলে সারা জীবন ব্যবহার করা যাবে।
কাঠের চিরুনি পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে না।একটা কাঠের চিরুনি চাইলে সারা জীবন ব্যবহার করা যাবে।

প্লাস্টিক পরিবেশ ও শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা আমরা সবাই মোটামুটি জানি। পরিবেশ ও নিজের শরীরের কথা চিন্তা করে আমাদের সবার উচিত প্লাস্টিকের পণ্যের ব্যবহার বন্ধ করা। কাঠের চিরুনি পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে না। এ ছাড়া একটা কাঠের চিরুনি চাইলে সারা জীবন ব্যবহার করা যাবে। এ জন্যই এটি পরিবেশবান্ধব ও টেকসই।

পরিষ্কার পদ্ধতি

কাঠের চিরুনি পরিষ্কার করতে তেল বা পেট্রোলিয়াম জেলি, শুকনা কাপড় বা টিস্যু হলেই চলে।
কাঠের চিরুনি পরিষ্কার করতে তেল বা পেট্রোলিয়াম জেলি, শুকনা কাপড় বা টিস্যু হলেই চলে।

কোনো জিনিস দীর্ঘদিন ধরে ভালোভাবে ব্যবহার করতে চাইলে অবশ্যই তার যত্ন নিতে হবে। কাঠের চিরুনির যত্ন নিতে পারেন সঠিকভাবে পরিষ্কার করে। প্লাস্টিকের চিরুনি যেভাবে পানি ও শ্যাম্পু বা সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, কাঠের চিরুনি সেভাবে পরিষ্কার করা যাবে না। এতে এর আয়ু কমে আসবে। কাঠের চিরুনি পরিষ্কার করতে তেল বা পেট্রোলিয়াম জেলি, শুকনা কাপড় বা টিস্যু হলেই চলে। তেল বা পেট্রোলিয়াম জেলি মেখে কাপড় বা টিস্যু দিয়ে ঘষলেই তা থেকে ময়লা উঠে আসবে। এ ছাড়া শিরিষ কাগজ দিয়েও কাঠের চিরুনি পরিষ্কার করা যাবে।

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন