নতুন ট্রেন্ডের ব্যাগ
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন ও স্টাইলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ব্যাগ। ফ্যাশনপ্রিয়রা এখন সবার আগে নিশ্চিত করেন পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ। এখন ব্যাগের নকশা এবং ম্যাটেরিয়ালে অনেক বৈচিত্র্য এসেছে। এখনকার বিভিন্ন সাইজের ব্যাগে রয়েছে নানা ধরনের সুবিধা। ফ্যাশনে আমরা মূলত পশ্চিমা ট্রেন্ডে অনুপ্রাণিত হই। ব্যাগের ক্ষেত্রেও তাই। আমাদের রয়েছে বেশ কিছু দেশীয় ব্র্যান্ড। এসব ব্র্যান্ডের ব্যাগ ফ্যাশনেবল ও পরিবেশবান্ধব। ব্যাগগুলো ব্যক্তিত্বের সঙ্গেও মানানসই।

বিজ্ঞাপন

ব্লু জিনি

দেশীয় ব্র্যান্ড রেনে বাংলাদেশ। এই প্রতিষ্ঠান সম্প্রতি বাজারে এনেছে ডেনিমে তৈরি নতুন তিনটি ডিজাইনের ব্যাগ—বটুয়া, ব্যাগেট ও ক্রসবডি সাইড ব্যাগ। এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘ব্লু জিনি’। তিন ধরনের ব্যাগেই মুঠোফোন, কলম ও কিছু মেকআপ সামগ্রী রাখা যাবে। আবার মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গেও। পোশাক ছাড়াও নানা অনুষঙ্গে ডেনিমের ব্যবহার বেশ পুরোনো এবং জনপ্রিয়ও।
রেনের কর্মকর্তা জানান, আমাদের গ্রাহক দুই ধরনের। করপোরেট এবং রিটেইল। করপোরেট গ্রাহকেরা একবারে বেশিসংখ্যক ব্যাগ নিয়ে থাকেন। এ ছাড়া অনলাইনে নিয়মিত কেনেন সাধারণ ক্রেতারা।

বিজ্ঞাপন

গুটিপা

‘গুটিপা’ চামড়াজাত পণ্যের দেশি ব্র্যান্ড। মূলত ব্যাগ তৈরি করে থাকে। গুটিপার ব্যাগ দেশে যেমন বাজারজাত হয়, তেমনি বিদেশে রপ্তানিও হয়। সম্প্রতি তারা চারটি আলাদা ডিজাইনের ব্যাগ এনেছে। অ্যানাবেল হ্যান্ডব্যাগ, আনমোল ক্লাচ, লিলি হোবো শোল্ডার ব্যাগ ও ইনোলা ব্যাগ। অ্যানাবেল হ্যান্ডব্যাগ সব জায়গায় ব্যবহার করা যাবে। একটি চেম্বার, একটি জিপ পকেট ও দুটি মুঠোফোন পকেটওয়ালা এই হ্যান্ডব্যাগ পাওয়া যাবে প্রিন্টেড ব্ল্যাক, প্রিন্টেড ব্রাউন এবং প্রিন্টেড ব্লু রঙে।
আনমোল ক্লাচ যেকোনো পার্টির জন্য একদম যথার্থ। কালো, বাদামি আর পেট্রল ব্লু রঙের ক্লাচগুলোর ভেতরে ব্যবহার করা হয়েছে আপসাইকেল্ড সুতি কাপড়। এই ব্যাগে আছে একটি ওপেন চেম্বার, একটি ওপেন পকেট ও একটি জিপ পকেট। কাঁধে ঝোলানোর জন্য রয়েছে আলাদা লম্বা বেল্ট। ব্যাগ লিলি হোবো শোল্ডার ব্যাগ আকারে একটু বড়। ফলে কাছেপিঠে বেড়ানোয় সুবিধা হবে। এ ছাড়া নেওয়া যাবে যেকোনো জায়গায়। এই ব্যাগে রয়েছে একটি চেম্বার, দুটি ওপেন পকেট, একটি জিপ পকেট। একটি ব্যাকসাইড জিপ পকেট এই ব্যাগকে দিয়েছে অনন্যতা।

এই ব্র্যান্ডের এ সময়ের আরেকটি ডিজাইন হলো ইনোলা। এই ব্যাগও সব জায়গায় ব্যবহার করা যাবে। এতে রয়েছে তিনটি চেম্বার, একটি জিপ পকেট ও একটি মুঠোফোন পকেট।
ব্যাগগুলো গুটিপার নিজস্ব কারখানায় তৈরি। ব্র্যান্ডের স্বত্বাধিকারী তাসলিমা মিজি বলেন, ‘আমরা সব সময় ক্রেতাদের গুণগত মানসম্পন্ন পণ্য দিয়ে থাকি। ব্যাগগুলোর ডিজাইনে একাধারে রয়েছে ব্যবহার উপযোগিতা ও ফ্যাশন।’

সূচী শৈলী

দেশীয় ব্যাগের ব্র্যান্ড। এদের কটনের ক্যানভাস ব্যাগগুলো বেশ জনপ্রিয়। বেশির ভাগ ব্যাগ তৈরি হয়েছে ফ্লোরাল প্রিন্টের কাপড়ে। সম্প্রতি বাজারে এসেছে রেবেকা ব্যাকপ্যাক এবং রুবি স্কয়ার ব্যাকপ্যাক। উভয় ডিজাইনের ব্যাগই ওয়াটারপ্রুফ। এ ছাড়া ধোয়াও যাবে যত খুশি। রেবেকা ব্যাকপ্যাক সাইজে মাত্র ১২ ইঞ্চি হলেও এতে প্রতিদিনের প্রয়োজনীয় ছোটখাটো জিনিস নিয়ে অনায়াসে বের হওয়া যায়। ১০টি ভিন্ন রঙে পাওয়া যাবে এই ব্যাগ। অন্যদিকে রুবি স্কয়ার ব্যাকপ্যাকের সবচেয়ে সুন্দর ফিচার হচ্ছে পেছনের পকেট।

এই ব্র্যান্ডের আরেকটি ডিজাইন হলো ইসাবেলা ক্রসবডি ব্যাগ। বেড়ানোর সঙ্গী হিসেবে বেশ জনপ্রিয়। ১৬ ইঞ্চির এই ব্যাগ পাওয়া যাবে ১২টি রঙে। ওয়াটারপ্রুফ ও হালকা এই ব্যাগে রয়েছে তিন ফুট লম্বা বেল্ট। ক্রসবডি ব্যাগের আরেকটি নতুন সংযোজন ‘লিলি’। এই ব্যাগ প্রতিদিনের প্রয়োজনে, বেড়াতে গেলে বা বিদেশে যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ও টাকাপয়সা রাখতে বেশ কার্যকর। এই ব্যাগ পাওয়া যাবে ১০টি রঙে।

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৩: ৫৮
বিজ্ঞাপন