পূজার আয়োজনে জমে উঠেছে রাজশাহীর ফ্যাশন আউটলেটগুলো
শেয়ার করুন
ফলো করুন

চলে এসেছে প্রতীক্ষিত শারদীয় দুর্গাপূজা। উৎসবে সবাই নিজেকে অন্যদের চেয়ে একটু আলাদা করে উপস্থাপন করতে ভালোবাসেন। আর সাজপোশাকে পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে দেশের সব নামিদামি ফ্যাশন ব্র্যান্ড।  দেশের উত্তর অঞ্চলের প্রধান শহর রাজশাহীতে বেশ কিছু আউটলেটে চলে এসেছে পূজার সংগ্রহ। চলুন ঘুরে দেখে আসি রাজশাহীর ফ্যাশন আউটলেটগুলোর পূজার পসরা।

১. টুয়েলভ ক্লদিং

উৎসবে টুয়েলভ সাধারণত ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। কারণ পোষাকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আরামদায়ক হওয়া। ফলে ঋতুর বৈশিষ্ট্য মাথায় রেখে ফেব্রিক ব্যবহার করা হলে সর্বোচ্চ আরামদায়ক হয়।
জনপ্রিয় এই ব্র্যান্ড এথনিক আমেজকে প্রাধান্য দিয়েই স্টাইলে নতুনত্ব এনে সাজিয়েছে তাদের পুজার কালেকশন। পোশাকের ডিজাইনে উৎসবধর্মী নানা রং ও ঢংয়ের ছোঁয়া দেখতে পাওয়া যায়। এথনিক কালেকশনের ক্ষেত্রে নারী, পুরুষ ও কিডস এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে এই পোশাকের সম্ভার সাজিয়েছেন টুয়েলভের ডিজাইনাররা।

টুয়েলভ সাধারণত ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে
টুয়েলভ সাধারণত ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে
ছবি লেখক
রাজধানীর শোরুমে যা পাওয়া যাবে তার সব কিছু রয়েছে রাজশাহীতে
রাজধানীর শোরুমে যা পাওয়া যাবে তার সব কিছু রয়েছে রাজশাহীতে
ছবি লেখক

এবারের পূজার সংগ্রহের মধ্যে রয়েছে ছেলেদের নজরকাড়া ডিজাইনের পাজামা-পাঞ্জাবি ও কোটি। অন্যদিকে মেয়েদের জন্য থ্রিপিস, টুপিসের সালোয়ার কামিজ, কুর্তি, গাউন রয়েছে। রাজশাহী শোরুমের পরিচালক জাহানুর ইসলাম বলেন, 'পূজার সব কালেকশন আমাদের শোরুমে চলে এসেছে। রাজধানীর শোরুমে যা পাওয়া যাবে আমাদের এখানেই সব কিছু রয়েছে। পূজার কেনাকাটা করতে ক্রেতা সমাগম শুরু হয়েছে। তবে আরো কিছুদিন পর মূল কেনাবেচা শুরু হবে। গ্রাহকদের কথা মাথায় রেখে আমরা শুক্রবারও শোরুম খোলা রেখেছি'।

বিজ্ঞাপন

২. লা রিভ

ফল কালেকশনটি মূলত পুজার কথা মাথায় রেখে তৈরি করেছে দেশের জনপ্রিয় পোষাক ব্র্যান্ড লা রিভ। এই ব্র্যান্ড উৎসবের রং অনুযায়ী পোষাক তৈরি করে থাকে। এবারও সেটির ব্যতিক্রম ঘটেনি। শরতের আবহাওয়ায় সবচেয়ে চোখে ও পরতে আরামদায়ক বোধ হয় এমন রং ব্যবহার করেছে তারা।

লা রিভে পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট
লা রিভে পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট
ছবি লেখক
রয়েছে টিউনিক, টপ, কামিজ ও শ্রাগ ছাড়াও নতুন ডিজাইনের টপবটম সেট, সালোয়ার কামিজ
রয়েছে টিউনিক, টপ, কামিজ ও শ্রাগ ছাড়াও নতুন ডিজাইনের টপবটম সেট, সালোয়ার কামিজ
ছবি লেখক

পুজার কালেকশনে এই ব্র্যান্ডে সববয়সীদের জন্য পোশাক পাওয়া যাবে। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট। নারীদের জন্য রয়েছে টিউনিক, টপ, কামিজ ও শ্রাগ ছাড়াও নতুন ডিজাইনের টপবটম সেট, সালোয়ার কামিজ, কামিজ, লেডিস শার্ট, গাউন, আবায়া ও শাড়ি। এছাড়া সব বয়সের গ্রাহকদের জন্যই রয়েছে ম্যাচিং বটমওয়্যার।

বিজ্ঞাপন

৩. আড়ং

দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হলো আড়ং। দেশিয় সকল উৎসবে এই ব্র্যান্ড বাহারি পোষাকের সংগ্রহ নিয়ে আসে। এবারও শিশু, নারী ও পুরুষ সবার জন্য ম্যাচিং ও একক বিভিন্ন ধরনের পোশাক নিয়ে এসেছে তারা। সব পোশাকে আড়ং এর সিগনেচার স্টিচিং ও নিপুণ হাতের কাজের পাশাপাশি রয়েছে উজ্জ্বল কালার প্যালেটের ব্যবহার।
নারীদের কামিজে ঐতিহ্যবাহী সব নকশা আছে বরাবরের মতো। আর পাঞ্জাবি কালেকশনে রয়েছে নানা টেইলারিং প্যাটার্ন ও রঙের মিশ্রন। এছাড়া বিশেষ আকর্ষণে রয়েছে ধুতিপাঞ্জাবি ও ম্যাচিং শাড়ি। অন্যদিকে শিশুদের জন্য রয়েছে রঙিন সব পোষাক।

৪. সারা

পোশাকে শরতের স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে সারা নিয়ে এসেছে মানানসই দুর্গাপূজা সংগ্রহ। দেশিয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে এবার পুজার কালেকশন নিয়ে এসেছে তারা। মূলত উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়সকে প্রাধান্য দেওয়া হয়েছে কালেকশন সাজাতে।
নারীদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, থ্রিপিস, সিঙ্গেল পিস, কাফতান এবং শাড়ি। এ ছাড়া পার্টিওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়িও থাকছে। পুরুষদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টিশার্ট ইত্যাদি দেখা গেল। এ ছাড়া বটম হিসেবে আছে চিনো, ডেনিম ইত্যাদি। এছাড়া শিশুদের জন্যও রয়েছে সব ধরনের পোশাক।

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২৮
বিজ্ঞাপন