কদম ফুল না ছিঁড়ে প্রিয়জনকে দিন এই বর্ষার ফুলের শাড়ি, গয়না আর ব্যাগ
শেয়ার করুন
ফলো করুন

পাখি, বাদুড় আর কাঠবিড়ালির আকালের খাবার কদম ফুল ছেঁড়া নিয়ে অনেক কথা হচ্ছে এখন সামাজিক মাধ্যমে। তাই এই ফুল না ছিঁড়ে প্রিয়জনকে দিন কদম ফুলের শাড়ি, গয়না আর ব্যাগ।

কদমের আগমনে এই মেট্রোপলিটন শহরের নকশা বদল হয়েছে। কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর দিন পেরিয়ে এই শহর এখন কদমের। রাস্তায় হাঁটলেই চোখ জুড়াচ্ছে সুন্দর ফুল। এমন বাদর দিনে গানের সুরে প্রিয় মানুষটির হাতে চোখজুড়ানো কদম তুলে দিয়ে বলতে ইচ্ছা করে, 'এক গুচ্ছ কদম হাতে, ভিজতে চাই তোমার সাথে'।

১/১১
কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর দিন পেরিয়ে এই শহর এখন কদমের
কৃষ্ণচূড়া, জারুল আর সোনালুর দিন পেরিয়ে এই শহর এখন কদমের

কদম শুধু ফুল নয়, পণ্যনকশার অনুপ্রেরণাও

গোলাকৃতির ছোট এই ফুল কদম। কেমন একটা আবেশী সৌরভ আছে এর। কোনো ফুলের সঙ্গে এর চেহারার মিল নেই। কদম কিন্তু নিজের রূপেই জয় করে নিতে জানে সকলের মন। বর্ষার জানান দিয়ে শহরের নানা জায়গায় এসেছে কদম। রাস্তায় রাস্তায় দেখা মিলছে এর। বালতি হাতে কদম বিক্রি করছেন ফুলবিক্রেতা। এই দৃশ্য নান্দনিক চোখ ও মনে সুখের সঞ্চার করছে, সেই সঙ্গে হচ্ছে ফটোগ্রাফারের ছবির অনুপ্রেরণা। অনেকের আবার জীবিকার উৎস।

২/১১
অনেকের আবার জীবিকার উৎস কদম, তবে বিনা হিসেবে কদম ফুল ছিঁড়ে ফেলাটা কিন্তু একেবারেই ঠিক নয়
অনেকের আবার জীবিকার উৎস কদম, তবে বিনা হিসেবে কদম ফুল ছিঁড়ে ফেলাটা কিন্তু একেবারেই ঠিক নয়

তবে বিনা হিসেবে কদম ফুল ছিঁড়ে ফেলাটা কিন্তু একেবারেই ঠিক নয়। বর্ষার এই ফুল বছরে একবারই ফোটে। পাখি আর ছোট ছোট প্রাণীরা ভরা বর্ষায় খাদ্যাভাবে ভোগে। এসময় তাদের খাবারের যোগান দেয় এই ফুল। ছোট কিছু পাখি সরাসরি কদম ফুলের নেকটার বা মধু খেয়ে বেঁচে থাকে। এছাড়াও কদমের শোভায় আকৃষ্ট হয়ে মধু খেতে আসা কীটপতঙ্গও পাখির খাবার হয়। কিন্তু কদম ছাড়া বর্ষাযাপন যেন অসম্পূর্ণ রয়ে যায়। তবে আশার কথা হচ্ছে, কদম ফুলের সৌন্দর্য ধরে রাখা যায় পোশাক আর অনুষঙ্গেও৷

বিজ্ঞাপন

এই কদম সাহিত্যে-সঙ্গীতে অনুপ্রেরণা হয়েছে অনেক আগেই। স্বয়ং রবি ঠাকুর একে তুলে এনেছেন তাঁর গানে। শহুরে রোমান্টিকতাতেও ব্যান্ড ‘ব্লু জিনস’ এর ‘কদম’ গানে ঠাঁই হয়েছে তার। তবে ফ্যাশনেও এর গুরুত্ব কম নয়। যা কিছু সুন্দর, তাকে ঘিরেই তো সৃজনশীল মনের ভাবনার বিস্তার।

৩/১১
ফ্যাশনে কদম ফুলের আছে আলাদা আবেদন। সাহিত্য আর সঙ্গীতেও।
ফ্যাশনে কদম ফুলের আছে আলাদা আবেদন। সাহিত্য আর সঙ্গীতেও।

শাড়ি, গয়না, ব্যাগ, এমনকী খোঁপার কাঁটাতেও কদম নিজের সৌন্দর্যে শোভা বাড়িয়েছে। তাতে কার্পণ্য করেনি একচুলও। চলুন দেখে নিই ফ্যাশনের পণ্যনকশায় কদম কীভাবে হয়েছে নকশাকারের অনুপ্রেরণা ।

বিজ্ঞাপন
৪/১১
জনপ্রিয় দেশি ফ্যাশন উদ্যোগ রঙ বাংলাদেশ টাই-ডাই করা সিল্ক শাড়িতে ফুটিয়ে তুলেছে কদমের নকশা। সুউচ্চ গাছে থোকা থোকা কদম যেন এভাবেই আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে!
জনপ্রিয় দেশি ফ্যাশন উদ্যোগ রঙ বাংলাদেশ টাই-ডাই করা সিল্ক শাড়িতে ফুটিয়ে তুলেছে কদমের নকশা। সুউচ্চ গাছে থোকা থোকা কদম যেন এভাবেই আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে!
৫/১১
 ‘কদম পাতায় এক ফোঁটা জল’ এর এই সুন্দর হ্যান্ডপেইন্টেড শাড়িটি ‘রেনুবালা’'র। কদম ফুলের শোভা বাদেও, পাতার ওপর পড়া জলের ফোঁটা আষাঢ়কে যেন স্বাগত জানাচ্ছে।
‘কদম পাতায় এক ফোঁটা জল’ এর এই সুন্দর হ্যান্ডপেইন্টেড শাড়িটি ‘রেনুবালা’'র। কদম ফুলের শোভা বাদেও, পাতার ওপর পড়া জলের ফোঁটা আষাঢ়কে যেন স্বাগত জানাচ্ছে।
৬/১১
আর্টজেনিকস বাই আনিকা’ বর্ষার প্রথম কদম উদযাপনে নিয়ে এসেছে হাফসিল্কের ওপর কদম ফুলের ডিজিটাল প্রিন্ট করা শাড়ি।
আর্টজেনিকস বাই আনিকা’ বর্ষার প্রথম কদম উদযাপনে নিয়ে এসেছে হাফসিল্কের ওপর কদম ফুলের ডিজিটাল প্রিন্ট করা শাড়ি।
৭/১১
রংধনু  ক্রিয়েশনসেও দেখা মিলছে শাড়ির জমিন জুড়ে হাতে আঁকা কদমের।
রংধনু ক্রিয়েশনসেও দেখা মিলছে শাড়ির জমিন জুড়ে হাতে আঁকা কদমের।
৮/১১
ব্যাগের উদ্যোগ ‘ট্যান’ লেদার ব্যাগে ফুটিয়ে তুলেছে কদমের মোটিফ
ব্যাগের উদ্যোগ ‘ট্যান’ লেদার ব্যাগে ফুটিয়ে তুলেছে কদমের মোটিফ
৯/১১
ফুলের অনুপ্রেরণায় খোপার কাটা, ক্লিপ, ফুলের লহর ও গাজরার অভিনব উদ্যোগ ‘ফুলবিলাশ’। এখানে পাবেন কদম ফুলের আদলে তৈরি  ক্লিপ, যা খোপার পাশে বা চুলে এমনিও পরা যাবে।
ফুলের অনুপ্রেরণায় খোপার কাটা, ক্লিপ, ফুলের লহর ও গাজরার অভিনব উদ্যোগ ‘ফুলবিলাশ’। এখানে পাবেন কদম ফুলের আদলে তৈরি ক্লিপ, যা খোপার পাশে বা চুলে এমনিও পরা যাবে।
১০/১১
গয়নার অনুপ্রেরণায় কদমের নকশা বাদ দিলে হয়! হালের ক্রেজ ক্লে জুয়েলারি। কদমের অনুপ্রেরণায় ত্রিভূজাকৃতির এই ক্লের গয়না এনেছে গয়নার উদ্যোগ ‘বৃত্ত
গয়নার অনুপ্রেরণায় কদমের নকশা বাদ দিলে হয়! হালের ক্রেজ ক্লে জুয়েলারি। কদমের অনুপ্রেরণায় ত্রিভূজাকৃতির এই ক্লের গয়না এনেছে গয়নার উদ্যোগ ‘বৃত্ত
১১/১১
সুঁই সুতাতেও ফুটে উঠেছে কদম। সুঁই ও সুতায় নিখুঁত কাজের কদম নজর কাড়ছে ‘নিলাকুরিঞ্জি’ র এই গয়নায়।
সুঁই সুতাতেও ফুটে উঠেছে কদম। সুঁই ও সুতায় নিখুঁত কাজের কদম নজর কাড়ছে ‘নিলাকুরিঞ্জি’ র এই গয়নায়।
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৬: ৩৩
বিজ্ঞাপন