হাল ফ্যাশন উইন্টার-শপিং গাইড: ট্রেন্ডের তুঙ্গে নূরজাহান মার্কেটের শ্যাকেট
শেয়ার করুন
ফলো করুন

ও.ডি.সি.। পূর্ণরূপ করলে এ তিনটি অক্ষরের অর্থ দাঁড়ায় 'অপজিট ঢাকা কলেজ'। ঢাকা কলেজের ঠিক বিপরীতের মার্কেট গুলোকে এ নামেই ডাকে জেনজিরা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় নূরজাহান সুপার মার্কেট। স্বল্প মূল্যে পশ্চিমা ফ্যাশনেবল পোশাকের বিশাল সম্ভার আছে এখানে। শীতের মৌসুমকে সামনে রেখে এই মার্কেটে জমতে শুরু করেছে ক্রেতাদের ভীড়। ছেলে ও মেয়ে উভয়ের পছন্দসই পোশাকেরই দেখা মেলে এখানে। তবে এ মার্কেটের দোতলা ছেলেদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। এখানে মিলবে ছেলেদের শার্ট, প্যান্ট, টিশার্ট, জ্যাকেট, ডেনিম প্যান্টসহ বিভিন্ন পোশাক।

শীত ফ্যাশনে জনপ্রিয় নূরজাহান সুপার মার্কেট
শীত ফ্যাশনে জনপ্রিয় নূরজাহান সুপার মার্কেট
এবারে ট্রেন্ডের তুঙ্গে শ্যাকেট
এবারে ট্রেন্ডের তুঙ্গে শ্যাকেট

শীতকাল জেন-জি প্রজন্মের ফ্যাশনেবল তরুণ-তরুণীদের কাছে ভীষণ প্রিয়। কারণ এসময় বিভিন্ন স্টাইলিশ পোশাক পরতে পারেন তারা। এবার শীতে সকলের মন কাড়ছে এমনই এক পোশাক শ্যাকেট। শার্ট ও জ্যাকেটের ফিউশনে তৈরি এই পোশাক এমন হালকা শীতে বেশ আরাম দেয়। জেনজি প্রজন্মেরই এক তরুণ আসিফ শাবাব বলেন, 'শ্যাকেট পশ্চিমা ফ্যাশনে বেশ কয়েকবছর যাবৎ চলছে। বাংলাদেশে এ পোশাকটি এসেছে ইদানীংকালে'। তবে দেশের স্ট্রিট ফ্যাশনে এই ফিউশন পোশাকটি ট্রেন্ডের তুঙ্গে ওঠার ব্যাপারটিকে দারুণ বলে মত দেন তিনি।

বিজ্ঞাপন

নূরজাহান মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকে দোতলায় ঢুঁ মারলে এখন সব দোকানে দেখা মিলছে এই পোশাকের। হিপহপ আমেজের হওয়ায় স্ট্রিট স্টাইলের এ পোশাকের গ্রহণযোগ্যতা আরও বেশি। ব্র‍্যান্ড ওয়্যার হাউজের দোকানি মাজহার জানান, সবেমাত্র প্রচুর শ্যাকেট নিয়ে এসেছেন তাঁরা। উল, গ্যাবার্ডিন, ডেনিম ইত্যাদি ম্যাটেরিয়ালে বানানো এসব শ্যাকেট খুব দ্রুত বিক্রি হবে বলে আশা রাখছেন তিনি। ফেড ও ডিস্ট্রেসড ডেনিমে বোহো আমেজের নকশা করা শ্যাকেটের আবেদন সবচাইতে বেশি। এই শ্যাকেটের ভেতরে ইনার হিসেবে পরার জন্য সবচেয়ে ভালো হাফ বা ফুলস্লিভসের প্লেন টিশার্ট।

পাওয়া যাচ্ছে নানা রং ও ফেব্রিকের শ্যাকেট
পাওয়া যাচ্ছে নানা রং ও ফেব্রিকের শ্যাকেট

রায়হান ফ্যাশন বছরের বারো মাসই শীতের পোশাক বিক্রি করে থাকে। কর্মচারী মোহাম্মদ শিশিরের সঙ্গে কথা বলে জানা যায়, যাঁরা বাংলাদেশ থেকে  ঠান্ডার দেশে বেড়াতে কিংবা থাকতে যান, প্রধাণত তাঁরাই এ দোকানে সারা বছর আসেন। এ কারণে ভারী জ্যাকেট ও ট্রেঞ্চ কোটই বেশি সংগ্রহে রাখা হয় তাঁদের।

ফো ফারের লেয়ার দেওয়া এই শ্যাকেটগুলো বেশি উষ্ণ
ফো ফারের লেয়ার দেওয়া এই শ্যাকেটগুলো বেশি উষ্ণ

তবে এবার তাঁরাও এনেছেন শ্যাকেট। উলে তৈরি চেক প্যাটার্নের শ্যাকেটগুলো মার্কেটের অন্যান্য শ্যাকেটের চেয়ে বেশি উষ্ণ ও দামী। দাম পড়বে  ২৫০০ টাকা ৪০০০ টাকা অবধি।

বিজ্ঞাপন

এমনিতে স্ট্রিট স্টাইলের ক্যাজুয়াল শ্যাকেটের দাম শুরু হয় ১৫০০ টাকা থেকে। কাপড় ও নকশা ভেদে পোশাকের দামের তারতম্য হয় এক্ষেত্রেও। দেশিয় কারখানায় তৈরি  শ্যাকেট এখন রপ্তানি করা হয় বিদেশেও।

খুবই ফ্যাশনেনল এই ফিউশন পোশাক
খুবই ফ্যাশনেনল এই ফিউশন পোশাক
চেক আর এক রঙের পাশাপাশি এমন সব ফাংকি প্রিন্টের শ্যাকেট সবাই পছন্দ করছেন এই শীতে
চেক আর এক রঙের পাশাপাশি এমন সব ফাংকি প্রিন্টের শ্যাকেট সবাই পছন্দ করছেন এই শীতে

বাংলাদেশের পোশাক শিল্প বহুদূর এগিয়ে গেছে, তারই একটি উদাহরণ এটি। পছন্দের মাফলার, স্কার্ফ বা টুপির সঙ্গে নানা ডিজাইনের শ্যাকেট এবার শীত ফ্যাশনে রাজত্ব করছে বলা যায়। আর তা ছেলে মেয়ে সবার জন্যই।

ছবি: প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬: ০২
বিজ্ঞাপন