উৎসবকে বর্ণিল ও আরামদায়ক করতে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে আকর্ষণীয় পূজার পোশাক। জমকালো লুক পেতে মেয়েদের জন্য রয়েছে প্রিমিয়াম জর্জেট কাপড়ের এক্সক্লুসিভ কামিজ। স্টোন, কারচুপি আর এমব্রয়ডারির ডিজাইনে কামিজের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। আরামদায়ক পরিধানের সঙ্গে প্রিমিয়াম লুক দেবে কামিজগুলো। উৎসবের দিনগুলোতে প্রাত্যহিক ব্যবহারের জন্য রয়েছে ভিসকোস ফেব্রিকে তৈরি কামিজ। ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ক্যাজুয়াল পোশাকও রয়েছে। ফ্লোরাল থেকে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের টপস ও টিউনিক রয়েছে বিভিন্ন রঙের। এই পূজায় মেয়েদের জন্য গ্রাফিক টি-শার্টও পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। এসেছে বটমসের নানা ভ্যারিয়েশন। যেমন, ফরমাল লুকের জন্য কাইতেকি প্যান্ট সময়োপযোগী। আবার ক্যাজুয়াল ব্যবহারের জন্য নানা ধরনের চিনো পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটিতে। প্যান্টগুলো স্ট্রেচড হওয়ায় পরতেও বেশ আরাম।
পূজা উপলক্ষে এবার প্রথমবারের মতো গ্রামীণ ইউনিক্লো এনেছে খুব নরম ও স্ট্রেচড কাপড়ের তৈরি ডেনিম লেগিংস প্যান্ট। এ ছাড়া রয়েছে প্রিন্ট ও সলিড কালারের রেগুলার লেগিংস প্যান্ট।
ছেলেদের শার্ট কালেকশনে গ্রামীণ ইউনিক্লোতে আছে সুতির অক্সফোর্ড কাপড়ের তৈরি এক রঙা শার্ট। উৎসবে ফরমাল ও ক্যাজুয়াল—দুই লুকেই ব্যবহার করা যাবে। এ ছাড়া সুতির তৈরি প্রিন্টেড ও চেক শার্টও রয়েছে। ছেলেদের বটমসের জন্য ঐতিহ্যবাহী সেলভেজ ডেনিম থেকে শুরু করে রেগুলার চিনো প্যান্ট পাওয়া যাবে ব্র্যান্ডটিতে।
দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ বাজারে এনেছে পূজাসংগ্রহ। লা রিভের জনপ্রিয় স্টাইলগুলোর পাশাপাশি পূজার জন্য মেয়েদের পোশাকে যোগ হয়েছে ফ্রক স্টাইল ও লং প্যাটার্ন টিউনিক জামা। এ ছাড়া জমকালো লুক পেতে বেছে নেওয়া যেতে পারে গাউন, আংরাখা প্যাটার্নের সালোয়ার-কামিজ, স্কার্ট-কামিজ সেট, শারারা স্যুট, কটন, হাফ সিল্ক ও এক্সক্লুসিভ মসলিন শাড়ির বিশেষ কালেকশন। মোটামুটি সব ধরনের মনের মতো পোশাক পাওয়া যাবে ব্র্যান্ডটিতে ঢুঁ মারলেই।
অন্যদিকে আরাম ও উৎসবের আমেজ—দুটোর কথা মাথায় রেখে ছেলেদের জন্য ডিজাইন করা হয়েছে সিল্ক, অ্যান্ডি কটন, হাফ সিল্কের পাঞ্জাবি, ডিজিটাল প্রিন্টের কটন ও ভিসকোস পাঞ্জাবির সংগ্রহ। ছেলে, মেয়ে ও নবজাতক শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো, ফ্রক, টিউনিক, সালোয়ার-কামিজ সেট ও ম্যাচিং কম্বো ডিজাইন রয়েছে এ আয়োজনে। এসব পোশাকে প্রাধান্য পেয়েছে লাল, সবুজ, ধূসর, নীল, মেরুন, হলুদ, বেজ, পিচ ও গোল্ডেন কালার প্যালেট।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস এবারের পূজাসংগ্রহ নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, পূজা মানেই বাঙালির চিরায়ত ডিজাইন আর রঙের অনন্যসাধারণ সমন্বয়। এর সঙ্গে শারদীয় প্রকৃতি থেকে বাছাই করা মোটিফ, রং এবং ঋতুভিত্তিক ডিজাইনগুলো দিয়ে লা রিভ সাজিয়েছে শারদীয় দুর্গাপূজার বিশেষ কালেকশন।