সুপরিচিত অনলাইন ফ্যাশন উদ্যোগ কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী নিয়ে এসেছে বর্ণিল শারদ সম্ভার। এই উদ্যোগটি জনপ্রিয় তাদের হাতের কাজের শাড়ি ও ব্লাউজের জন্য। ফ্যাশনসচেতন নারীদের জন্য এবারের সংগ্রহে আছে তাদের সিগনেচার হাতের কাজের বাহারি ডিজাইনের কুর্তি, টু পিস ও শাড়ি।
আরামদায়ক সুতি কাপড়ে তৈরি তাদের পোশাক। প্রকৃতিপ্রাণিত নকশা কাপড়ের ক্যানভাসে ফুটিয়ে তোলে ব্র্যান্ডটি। বাগানবিলাস, অপরাজিতা,পদ্ম, শাপলাসহ বিমূর্ত সব ফুল নানা ফোঁড়ে পোশাককে আকর্ষণীয় করেছে। ফুলেল মোটিফের সঙ্গে নজর কাড়ছে টিয়াপাখি, ময়ূর, হাঁস আর কখনো মানুষের অবয়ব। তাদের প্রতিটি নকশা যেন রংতুলির বদলে সুঁইসুতায় আঁকা কোনো দৃশ্য।
দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সেলাইগুলোকে আধুনিক পোশাকে তুলে আনে কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী। পোশাকগুলোর নকশায় সাধারণ ফোঁড়গুলোর পাশাপাশি দেখা যায় ময়মনসিংহ, যশোরসহ অন্যান্য অঞ্চলের ঐতিহ্যবাহী সূচীশৈলী, যা এই সংগ্রহের আধুনিক কাটের পোশাকগুলোতে যোগ করেছে অন্য মাত্রা।
লাল, সাদা, হলুদ, নীল, কালো, গোলাপি, বেগুনি ও অফহোয়াইটসহ কিছু প্যাস্টেল রঙের প্রাধান্য দেখা যাচ্ছে এই সংগ্রহে।
ব্র্যান্ডটির কর্ণধার রজবী তাসনীম তাঁর পূজা সংগ্রহ নিয়ে বলেন, এই আবহাওয়ায় পোশাক আরামদায়ক হওয়া বেশি জরুরি। তাই আমরা প্রাধান্য দিয়েছি সুতি কাপড়ে। আর যে দৃশ্যগুলো দেখতে পাই প্রকৃতিতে সেগুলোই সুঁই-সুতার নানা ফোঁড়ে তুলে ধরার চেষ্টা করি পোশাকগুলোতে।
এই সংগ্রহের অলংকরণে আরও ব্যবহার করা হয়েছে কাঠ ও কড়ি। মিররওয়ার্ক করে জমকালো করা হয়েছে কিছু পোশাক। নিখুঁত কাজের এথনিক আমেজের পোশাকগুলো মানিয়ে যাবে পূজার যেকোনো আয়োজনে।
ছবি: কাদম্বরী বাই রজবী