৫ নায়িকাকে নিয়ে হারল্যানের শোস্টপার হয়ে র‍্যাম্প মাতালেন শাকিব খান
শেয়ার করুন
ফলো করুন

৭ জুন রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হয় এক জমকালো ফ্যাশন ইভেন্ট ঢাকা ফ্যাশন ডে ২০২৪। আর এ আয়োজনের তারকাখচিত ফ্যাশন শোয়ে বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান চমক সৃষ্টি করলেন শো স্টপার হিসেবে। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তাঁর তুফান সিনেমার লুকেই হাজির হন তিনি। শাকিব খানের সঙ্গে নজরকাড়া লুকে র‌্যাম্পে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী  বিদ্যা সিনহা মিম, পরীমনি, পূজা চেরি, সাবিলা নূর, তানজিন তিশা আর মামনুন হাসান ইমনের মতন সুপরিচিত তারকারা।

উল্লেখ্য, তারকা, ফ্যাশন বিশেষজ্ঞ ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই ঢাকা ফ্যাশন ডে। এবারের অনুষ্ঠানটির মূল স্পন্সর ছিল হারল্যান নিউইয়র্ক।  হারল্যানের একটি ক্যম্পেইনের অংশ হিসেবে এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে কাজ করছেন শাকিব খান। পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্যান্য ব্র‍্যান্ডের পণ্যদূত হিসেবে হাজির হন আরও সব জনপ্রিয় তারকারা।

লন্ড্রি সল্যুশন ব্র্যান্ড অরিক্সের প্রতিনিধিত্ব করেন বিদ্যা সিনহা মিম, বিউটি ব্র্যান্ড লিলির হয়ে এসেছেন তানজিন তিশা। স্কিন কেয়ার ব্র্যান্ড ব্লেইজ ও স্কিনের প্রতিনিধি পূজা চেরি, ম্যাক্স বিউয়ের পরীমনি, কালার কসমেটিকস ব্র্যান্ড নিওরের সাবিলা নূর ও হারল্যান স্টোরের পক্ষ থকে মামনুন হাসান ইমন র‍্যাম্প ওয়াকে অংশ নেন। নন্দিত এই তারকারা সকলেই হারল্যান স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন এবং আউটলেট উদ্বোধনী অনুষ্ঠান, বিজ্ঞাপনসহ অন্যান্য প্রচার প্রচারণায় নিয়মিত অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন

হারল্যানের তরফ থেকে বলা হয়, এই প্রতিষ্ঠানটি ভোক্তাদেরকে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্টে এই সংযুক্তি ফ্যাশনপ্রেমীদের কাছে এর ব্র‍্যান্ড ভ্যালু তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

দেশব্যাপী চলছে হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল ২০২৪। নকল ও ভেজাল পণ্যের ভয়াবহতা সম্পর্কে ক্রেতাদের অবহিত করার মাধ্যমে অথেনটিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। চলমান এই ক্যাম্পেইনে ক্রেতারা পেতে পারেন অথেনটিক সব পণ্য কিনে লাখপতি হয়ে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর তারকা অভিনেতা শাকিব খানের সাথে সরাসরি দেখা করার সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সৌভাগ্যবান বিজয়ীরা সে সুযোগ পেয়েছেন।

ছবি: হারল্যান

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১০: ৪২
বিজ্ঞাপন