এই শীতে সুলভে আরবান ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

এই মৌসুমে শীত একটু দেরিতে উঁকি দিলেও এর দাপট রীতিমতো কাঁপিয়ে দিয়েছে সবাইকে। এখন শহুরে জীবনে জেঁকে আছে শীত। যেহেতু বেশি দিন এর প্রকোপ থাকে না, তাই আমাদের জীবনে শীত এক উৎসবমুখর সময়। ধোঁয়া ওঠা পিঠাপুলি খাওয়ার সঙ্গে সঙ্গে এই উদ্‌যাপনে অন্যতম ভূমিকা রাখে বাহারি শীতপোশাক। রাজধানীর বড় বড় শপিং কমপ্লেক্স আর বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে গেলেই শীতের কাপড় পাওয়া যায়।

তবে বাজেট–ফ্রেন্ডলি পোশাকের দিকে বেশির ভাগ তরুণ–তরুণীর আগ্রহ। সুলভ মূল্যে শীতের আরবান ফ্যাশনওয়্যার পাওয়া যায় এমন অনেকগুলো জায়গা রয়েছে ঢাকায়। এর মধ্যে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের রাস্তাজুড়েই রয়েছে পোশাক আর অনুষঙ্গের মেলা। আসলে কী নেই এখানে! ভ্যান কিংবা ছোট ছোট অস্থায়ী দোকানের মতো বানিয়ে দোকানিরা বসেছেন ট্রেন্ডি শীতের সংগ্রহ নিয়ে।

বিজ্ঞাপন

কৃষি মার্কেট এলাকা আর তাজমহল রোডের ব্লক সি-তে রয়েছে এসব ভ্যান। হাঁটতে হাঁটতে চোখে পড়ল শুধু তরুণ–তরুণীই নন, বড়–ছোট সবাই ‘ভ্যান শপিং’-এ ব্যস্ত। কম দামে ট্রেন্ডি ডিজাইনের এত সুন্দর সুন্দর পোশাক যে কারও কিনতে মন চাইবে। একটি দোকানে থেমে আলাপ হলো মো. বাবলুর সঙ্গে। আগে ছোট্ট একটা ভ্যান নিয়ে বসতেন তিনি। গার্মেন্টসের যেসব পণ্যে সামান্য ত্রুটি থাকে, সেগুলো ঠিক করে কম দামে বিক্রি করেন তিনি। প্রচুর সাড়া পাওয়ায় এখন তিনি বড় পরিসরে বসেন।

বাবলু জানান, এখানে যে কালেকশনগুলো আছে, সবই চলছে খুব। আর এখন এসবের প্রচুর চাহিদা। সবচেয়ে বেশি চাহিদা এই আবহাওয়ায় লং টপস ও শার্ট, রেমি কটনের পোশাক, ডেনিমের প্যান্ট-জ্যাকেট-শার্ট, ট্রাউজারস, ওভারকোট, সোয়েটশার্ট, টাইটস, বডি টাইটস, নানা ধরনের প্যান্ট, ফাইবারের পোশাক, পালাজ্জো ইত্যাদি। ঋতু অনুসারে অবশ্য পোশাকের ধরন বদলায়। এখানে ১০০ টাকা থেকে শুরু করে আরও বেশি দামের ভালো মানের শীতপোশাক পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

আলাদাভাবে শুধু মোজা, টুপি আর ইয়ারমাফসের ভ্যানও চোখে পড়বে। বলে রাখা ভালো, এ মুহূর্তে ফ্যাশনিস্তা ক্রেতাদের মধ্যে নানা রঙের ইয়ারমাফসের চাহিদা রয়েছে। এর দাম মাত্র ১০০ থেকে ১২০ টাকা। সঙ্গে পাওয়া যাচ্ছে নানা রকম নিটেড ফেব্রিকের বাহারি টুপিও। বিক্রেতা নাইম ইসলাম জানান, তাঁর পণ্যগুলো একদম সদ্য তৈরি।

চায়না টুপি, শেরপা টুপি আর ভেলভেট টুপি বেশি কিনছেন ক্রেতারা। এগুলো পাওয়া যাচ্ছে ১০০ থেকে ২০০ টাকার ভেতরে। ৫০ টাকা থেকে শুরু সুন্দর সুন্দর মোজাও আরবান শীতফ্যাশনের অংশ এখন। আরামদায়ক উল আর কটন মোজা কিনছেন অনেকেই।

একটি ভ্যানে গিয়ে চোখে পড়ল হরেক রকম ভেলভেট ফেব্রিকের পোশাক। সেখানে ভিড় জমিয়েছেন বেশ কয়েকজন তরুণী। যেহেতু শীতে এই ফেব্রিক বেশ আরামদায়ক, তাই তাঁরা বেছে নিচ্ছেন ভেলভেটের গাউন, জ্যাকেট আর টপস। এগুলোও পাওয়া যাচ্ছে বেশ সুলভ মূল্যে। মাত্র ১৫০ টাকা থেকে শুরু এগুলোর দাম। অন্য ভ্যানেও রয়েছে শীতপোশাক।

উলের সোয়েটার, পঞ্চো ও মাফলারের বাহারি সংগ্রহ চোখে পড়ার মতো। ভ্যান হলেও নানা ক্যাটাগরির পোশাক পাওয়া যায় এখানে। অন্যের ব্যবহৃত পোশাক, গার্মেন্টসের অল্প ত্রুটিযুক্ত পোশাক কিংবা কম দামে নতুন পোশাক সবই পাওয়া যাবে এখানে। তাই ফাস্ট ফ্যাশন থেকে শুরু করে রিসাইক্লিং, থ্রিফট ফ্যাশন—সবকিছুরই আয়োজন আছে এখানে। হাতে ৫০ টাকা থাকলেও কেনা যাবে পণ্য। বেছে আর দেখেশুনে কিনতে পারলে আপনি পেয়ে যাবেন আন্তর্জাতিক মানসম্পন্ন স্টাইলিশ পোশাক।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন