তারকারাও পরেন পুরোনো পোশাক
শেয়ার করুন
ফলো করুন

অনেকেরই এক পোশাক দুইবার না পরার নাক-উঁচু স্বভাব আছে। আবার শুধু চোখের ক্ষুধা মেটানোর জন্যও পোশাক কেনেন অনেকে, যা কখনোই হয়তো পরা হয় না। লাইফস্টাইল কোম্পানি ওয়েট ওয়াচারস তাদের একটি গবেষণায় খুঁজে পেয়েছে, সারা বিশ্বে নারীরা তাঁদের ওয়ার্ডরোবে থাকা পোশাকের ৩০ শতাংশ পরেন এবং ৭০ শতাংশ অব্যবহৃত থাকে। পোশাকগুলো ফেলে দেওয়ার আগপর্যন্ত যা কখনো পরা হয় না। অন্য আরেকটি লাইফস্টাইল কোম্পানি মুভিনগার তাদের এক সমীক্ষায় বলেছে, বিশ্বের অধিকাংশ লোক জানেন না নিজের আলমারিতে থাকা পোশাকের কত শতাংশ আসলে তিনি পরিধান করেছেন বা করেন। সমীক্ষায় এ-ও বলা হয়, আমরা আমাদের সবচেয়ে ভালো পোশাকগুলোর ৫০ শতাংশও পরিধান করি না।

অবস্থা যখন এ-ই, তখনই ত্রাতা হিসেবে হাজির প্রি-লাভড ফ্যাশন। সেকেন্ডহ্যান্ড বা থ্রিফটিংয়ের সঙ্গে এর কোনো পার্থক্য নেই; অর্থাৎ প্রি-লাভড ফ্যাশন আইটেমগুলো অন্যের মালিকানাধীন থাকে। এ জন্যই এগুলো বেশি সাশ্রয়ী ও টেকসই হয়। তাই দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা।

সেলিব্রিটি ওয়ার্ডরোব বরাবরই ফ্যাশন বিশ্বকে প্রভাবিত করে। ফ্যাশনসচেতনেরা সাধারণত তাঁদের প্রিয় তারকার ফ্যাশন, স্টাইল, লুকের দিকে বিশেষ নজর রাখেন। আবার অনেকে নিজের সাধ্য অনুযায়ী তাঁদের অনুসরণও করেন। বর্তমানে অনেক সেলিব্রেটিই প্রি-লাভড ফ্যাশনকে আপন করে নিয়েছে। আমাদের প্রিয় সেলিব্রিটিদের অনেকে রিসাইকেলড ফ্যাশনের প্রতি অমোঘ আকর্ষণের কথা জানিয়েছেন। পরিবেশকে ভালো রাখাই এর লক্ষ্য, এমনটা বলছেন তাঁদের কেউ কেউ। অষ্টপ্রহর পরা যায়, আবার মানিয়ে যায় রেডকার্পেটেও, হন্যে হয়ে এমন সব ভিন্নধর্মী পোশাক খুঁজে বের করার রোমাঞ্চটাও আবার টানে অনেক সেলিব্রিটিকে।

বিজ্ঞাপন
অভিনেত্রী অ্যালিসিয়া সিলভারস্টোন প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর প্রিয় সেকেন্ডহ্যান্ড পণ্যগুলো নিয়ে ছবি পোস্ট করেন
অভিনেত্রী অ্যালিসিয়া সিলভারস্টোন প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর প্রিয় সেকেন্ডহ্যান্ড পণ্যগুলো নিয়ে ছবি পোস্ট করেন

‘ক্লুলেস’খ্যাত নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী অ্যালিসিয়া সিলভারস্টোন প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর প্রিয় সেকেন্ডহ্যান্ড পণ্যগুলো নিয়ে ছবি পোস্ট করেন। লাইফস্টাইল ম্যাগাজিন ইনস্টাইলের কাছে দেওয়া এক ইন্টারভিউয়ে তিনি বলেন, ‘একজন সাধারণ আমেরিকান প্রতিবছর ৮০ পাউন্ড পোশাক ফেলে দেয়। আমাদের ল্যান্ডফিলগুলো বিলিয়ন পাউন্ড টেক্সটাইল বর্জ্যে ভরা। সেকেন্ডহ্যান্ড কেনা সব সময় আমার “গো-টু”।’ এটি অর্থনৈতিক দিক দিয়ে যেমন সাশ্রয়ী, তেমনি পরিবেশের জন্যও ভালো। কারণ, এভাবে অত্যধিক উৎপাদনকে নিরুৎসাহিত করা হচ্ছে। ক্রসরোড ট্রেডিং সেকেন্ডহ্যান্ড পণ্য কেনাকাটার জন্য তাঁর পছন্দের জায়গা। এটি আমেরিকার একটি ইকো-ফ্রেন্ডলি রিটেইল শপ, যা সেকেন্ডহ্যান্ড পণ্য কেনা ও বেচার জন্য বিখ্যাত।

বিজ্ঞাপন

প্রি-লাভড ফ্যাশন সবার কাছে পরিচিত হওয়ার অনেক আগে থেকে হলিউডের সার্টিফায়েড ফ্যাশন আইকন সারা জেসিকা পার্কার থ্রিফটিং করে থাকেন। সেই তরুণ বয়স থেকে। এ নিয়ে তিনি একবার বলেছিলেন, ‘“সেক্স অ্যান্ড দ্য সিটি”-র আগে থ্রিফট স্টোর আমার জীবনে অনেক বড় ভূমিকা পালন করেছিল।’ শত ব্যস্ততার মধ্যেও তিনি এখনো সেকেন্ডহ্যান্ড পোশাক কেনার জন্য সময় বের করে নেন। শুধু নিজের বা তাঁর সন্তানদের ক্লোজেটের জন্য নয়, টিভি সিরিজ বা মুভির সেটেও তাঁর চরিত্র স্টাইলিঙ্গের পোশাকগুলো তিনি থ্রিফট স্টোর থেকে সংগ্রহ করেন।

হলিউডের সার্টিফায়েড ফ্যাশন আইকন সারা জেসিকা পার্কারেরও পছন্দ সেকেন্ডহ্যান্ড পোশাক
হলিউডের সার্টিফায়েড ফ্যাশন আইকন সারা জেসিকা পার্কারেরও পছন্দ সেকেন্ডহ্যান্ড পোশাক

এই তো কিছু দিন আগে এইচবিওতে প্রচারিত হলো তাঁর অভিনীত ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ টিভি সিরিজের রিবুট ‘অ্যান্ড জাস্ট লাইক দ্যাট’। এখানের বেশির ভাগ পোশাক সংগ্রহ করা হয়েছে অনলাইন থ্রিফট স্টোর থ্রেডআপ ও দ্যারিয়ালরিয়াল থেকে। এর আগেও ‘ডিভোর্স’ টিভি সিরিজে তার চরিত্রকে সেকেন্ডহ্যান্ড পোশাকে দেখা গেছে। এভাবে তিনি তাঁর ভক্তদের প্রি-লাভড পোশাক কিনতে অনুপ্রাণিত করছেন।

হলিউড অভিনেত্রী শাইলিন উডলি দীর্ঘদিন ধরে পরিবেশগত ও সামাজিকভাবে সচেতন। তাই তাঁর সেকেন্ডহ্যান্ড পোশাকপ্রীতি দেখে অবাক হওয়ার কিছু নেই। দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একচেটিয়াভাবে (কাজ ছাড়া) মানুষের ব্যবহৃত পোশাক কিনি।’

শাইলিন উডলি সেকেন্ডহ্যান্ড পোশাক কেনার কারণ, তিনি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করতে চান
শাইলিন উডলি সেকেন্ডহ্যান্ড পোশাক কেনার কারণ, তিনি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করতে চান

শাইলিন উডলি সেকেন্ডহ্যান্ড পোশাক কেনার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি এই গ্রহের একজন নাগরিক হতে যাচ্ছি এবং আমি আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি এবং তার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করার পরিবর্তে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবন যাপন করব।’

শাইলিন উডলির মতোই অভিনেত্রী অ্যান হ্যাথওয়েও সেকেন্ডহ্যান্ড পোশাকের ভক্ত। হ্যাথওয়ের স্টাইলিশ্ট পেনি লাভেলের ইনস্টাগ্রাম পেজে তাঁর প্রি-লাভড স্টাইলগুলো ডকুমেন্ট করা হয়। ২০১৭ সালে তাঁর অভিনীত ‘কলোসাল’ মুভির প্রোমো ট্যুরে তিনি শুধু সেকেন্ডহ্যান্ড ও সাসটেইনেবল ভিনটেজ পোশাক পরার প্রতিশ্রুতি গ্রহণ করেন।

অ্যান হ্যাথওয়েও সেকেন্ডহ্যান্ড পোশাকের ভক্ত
অ্যান হ্যাথওয়েও সেকেন্ডহ্যান্ড পোশাকের ভক্ত

সেই সুবাদে তাকে ‘গুড মর্নিং আমেরিকা’-তে ফ্লি মার্কেট থেকে কেনা একটি ড্রেসে দেখা যায়। সেই অনুষ্ঠানে তিনি সবাইকে পরিবেশের খাতিরে সেকেন্ডহ্যান্ড পোশাক ক্রয়ের আহ্বান জানান। এর পর থেকে তাঁকে প্রায়ই বড় বড় ইভেন্টে ভিনটেজ পোশাকে দেখা যায়।

ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৪: ৩৩
বিজ্ঞাপন