তটিনীর হৃদয়ে এখন লাবুবু ডল
শেয়ার করুন
ফলো করুন

তুলতুলে টেডি বিয়ার নয়, আকর্ষণীয় ফিগারের বার্বিও নয়—এবার তারকাদের মন জয় করে নিয়েছে এক অদ্ভুতুড়ে ছোট্ট পুতুল, যার নাম লাবুবু। গোল গোল চোখ, দাঁত বের করা মুখভঙ্গি, লম্বা-চওড়া কান—সব মিলিয়ে দেখতে যেন কার্টুন থেকে বাস্তবে উঠে আসা এক কল্পজীব! হংকংয়ের শিল্পী ক্যাসিং লুংয়ের ডিজাইন করা এই সংগ্রহযোগ্য খেলনা পুতুল একেবারে গ্লোবাল সেনসেশন এখন। হলিউড থেকে বলিউড, কোরিয়া থেকে জাপান—তাবড় তারকারা লাবুবুর প্রেমে মজে আছেন। আর এই তালিকায় যোগ দিয়েছেন আমাদের দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনীও। বরং বলা যায়, তিনি যেন একটু বেশিই মজেছেন! সাধারণ পুতুলের চেনা ছক ভেঙে, এই অদ্ভুত সুন্দর চরিত্রই এখন তাঁর স্টাইল স্টেটমেন্ট। ব্যাগ চার্ম হোক বা নিত্যদিনের বন্ধু—তটিনীর চারপাশজুড়ে এখন শুধুই লাবুবু। যেকোনো পোশাকের সঙ্গেই চাইলে ক্যারি করা যায় এই ভাইরাল পুতুলকে।

১/১২
তটিনীর হাতে ল্যাভেন্ডার রঙের ছোট্ট লাবুবু
তটিনীর হাতে ল্যাভেন্ডার রঙের ছোট্ট লাবুবু
২/১২
হলুদ টি–শার্ট আর ডেনিম প্যান্টের সঙ্গে ডেনিমের ক্রসবডি ব্যাগ নিয়েছেন অভিনেত্রী। সেই ব্যাগে ঝুলছে দুটি লাবুবু
হলুদ টি–শার্ট আর ডেনিম প্যান্টের সঙ্গে ডেনিমের ক্রসবডি ব্যাগ নিয়েছেন অভিনেত্রী। সেই ব্যাগে ঝুলছে দুটি লাবুবু
বিজ্ঞাপন
৩/১২
পোশাকের সঙ্গে মিলিয়ে লাবুবু নিতে পছন্দ করেন অভিনেত্রী। সাদা টপের সঙ্গে সাদা লাবুবু জুটি হয়েছে তাঁর কালো ব্যাগে
পোশাকের সঙ্গে মিলিয়ে লাবুবু নিতে পছন্দ করেন অভিনেত্রী। সাদা টপের সঙ্গে সাদা লাবুবু জুটি হয়েছে তাঁর কালো ব্যাগে
বিজ্ঞাপন
৪/১২
এই লুকে অভিনেত্রী পরেছেন একরঙা কালো মিডি ড্রেস। মাথায় স্টাইলিশ ফ্লোরাল ব্যান্ডেনা আর ব্যাগে লাবুবু
এই লুকে অভিনেত্রী পরেছেন একরঙা কালো মিডি ড্রেস। মাথায় স্টাইলিশ ফ্লোরাল ব্যান্ডেনা আর ব্যাগে লাবুবু
৫/১২
যেখানেই যান তারা যেন নিত্যসঙ্গী
যেখানেই যান তারা যেন নিত্যসঙ্গী
৬/১২
ভ্রমণেও তাঁর সঙ্গী এই ভাইরাল পুতুল। নীল-সাদা স্ট্রাইপ শার্টের সঙ্গে ক্রসবডি ব্যাগে গোলাপি, ধূসর রঙের ব্যাগ চার্ম শোভা বাড়িয়েছে
ভ্রমণেও তাঁর সঙ্গী এই ভাইরাল পুতুল। নীল-সাদা স্ট্রাইপ শার্টের সঙ্গে ক্রসবডি ব্যাগে গোলাপি, ধূসর রঙের ব্যাগ চার্ম শোভা বাড়িয়েছে
৭/১২
একরঙা ড্রেসের ওপর লেয়ার করেছেন ওভারসাইজড চেক শার্ট। ব্যাগে ঝুলছে একটি লাবুবু
একরঙা ড্রেসের ওপর লেয়ার করেছেন ওভারসাইজড চেক শার্ট। ব্যাগে ঝুলছে একটি লাবুবু
৮/১২
দুজন যেন দুজনার। কালো টি–শার্ট পরেছেন তিনি। হাতে নিয়েছেন নীল রঙের লাবুবুকে
দুজন যেন দুজনার। কালো টি–শার্ট পরেছেন তিনি। হাতে নিয়েছেন নীল রঙের লাবুবুকে
৯/১২
ক্যাজুয়াল আইভরি আউটফিটের সঙ্গে ম্যাচিং লাবুবু হয়েছে তাঁর সাথি
ক্যাজুয়াল আইভরি আউটফিটের সঙ্গে ম্যাচিং লাবুবু হয়েছে তাঁর সাথি
১০/১২
বাদামি-সাদা স্ট্রাইপের টি–শার্টের সঙ্গে মিলিয়ে নিয়েছেন ব্যাগ চার্ম
বাদামি-সাদা স্ট্রাইপের টি–শার্টের সঙ্গে মিলিয়ে নিয়েছেন ব্যাগ চার্ম
১১/১২
‘অল পিংক ’ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। অবশ্যই সঙ্গী হয়েছে তাঁর প্রিয় পুতুল
‘অল পিংক ’ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। অবশ্যই সঙ্গী হয়েছে তাঁর প্রিয় পুতুল
১২/১২
হলিউড থেকে বলিউড, কোরিয়া থেকে জাপান—তাবড় তারকারা লাবুবুর প্রেমে মজে আছেন। তবে তটিনী যেন একটু বেশিই মজেছেন!
হলিউড থেকে বলিউড, কোরিয়া থেকে জাপান—তাবড় তারকারা লাবুবুর প্রেমে মজে আছেন। তবে তটিনী যেন একটু বেশিই মজেছেন!
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৪: ০৪
বিজ্ঞাপন