বলিউডে তিন খানের একচ্ছত্র রাজত্বের কথা স্বীকার করে নেবেন সবাই। শাহরুখ খান, সালমান খান ও আমির খান—তিনজনেরই রয়েছে নিজস্ব ভক্তকুল। এই ভক্তদের মধ্যে আবার একধরনের মারমার-কাটকাট ভাব রয়েছে। সবাই মনে করেন, তাঁদের প্রিয় বলিউড খানই সেরা। আবার মিডিয়াতেও তিন খানের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনেক ধরনের সংবাদ উড়তেই থাকে। কিন্তু বাস্তব জীবনে এই তিন শক্তিমান অভিনেতা ও অকল্পনীয় রকমের জনপ্রিয় তারকা খুব ভালো বন্ধু।
প্রায়ই সুখে-দুঃখে তাঁদের একে অপরের পাশে দাঁড়াতে দেখা যায়। ঈদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে এবার আমির খান আর সালমান খানকে একসঙ্গে দেখা গেল সালমান খানের ইনস্টাগ্রাম পোস্টে। ঈদে ছবি রিলিজ করা সালমান খানের পুরোনো ঐতিহ্য। এবারও আসছে তাঁর ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। যুগল ছবিতে হাস্যোজ্জ্বল দুই খানকে দেখাচ্ছে দারুণ সুদর্শন। পোস্টের শুভেচ্ছায় লেখা রয়েছে, ‘চান্দ মোবারাক’। ইতিমধ্যে সাড়া জাগানো ছবিটিতে কালো শার্ট-প্যান্টে দেখা যাচ্ছে সালমান খানকে আর নীল টি-শার্টের সঙ্গে কালো জিনস পরেছেন আমির খান।
ছবি: ইন্সটাগ্রাম