বলিউডে ওয়েট লস কোনো নতুন বিষয় নয়। বেশিরভাগ ক্ষেত্রে বিটাউনের নায়িকাদের ওজন কমানোর চমকপ্রদ কাহিনীই থাকে আলোচনায়। তবে অতি সম্প্রতি প্রযোজক বনি কাপুর, পরিচালক করণ জোহর, অভিনেতা রাম কাপুরের মতো বলিউডের নাদুস নাদুস চল্লিশোর্ধ্ব পুরুষেরা হঠাৎ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন একেবারে। ভাইরাল ওয়েট লসের সিরিজে যোগ দিয়েছেন র্যাপার বাদশাহ আর কমেডিয়ান কপিল শর্মাও। কিন্তু কীভাবে তাঁরা এই অসম্ভবকে সম্ভব করছেন? তাও আবার এতটা বয়সকালে? চল্লিশের পর এমনিতেই বেশিভাগ পুরুষ ফিটনেস হারান। আর এক্ষেত্রে রীতিমতো বিপরীত উদাহরণ তৈরি করছেন তাঁরা। বেশিভাগই বলছেন হেলদি লাইফস্টাইলের মাধ্যমেই এই পরিবর্তন। আর তাগিদও সুস্বাস্থ্যের। চলুন দেখে নিই তবে এজন্য কে কোন পদ্ধতি অবলম্বন করছেন তাঁরা।
ছবি: ইন্সটাগ্রাম