প্রাণের বন্ধু বলিউড বাদশাহ শাহরুখ খানের চেয়ে মাত্র এক স্থান পিছিয়ে আছেন এই অভিনেত্রী ধন-সম্পদের পরিমাণের দিক থেকে৷ নব্বই দশক কাঁপানো এই বলিউড সুইটহার্ট এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী।
তাঁর ব্যবসায় উদ্যোগ যেমন রেড চিলিস গ্রুপ আর আইপিএল ক্রিকেট টিম থেকেই এত অর্থ আয় করেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসা। আর এতকিছু সামলে সাড়ে ৬হাজার কোটি রূপীর মালিক হয়ে বাকি সব অভিনেত্রীদেরকে পিছে ফেলে দিয়েছেন জুহি চাওলা।
নব্বই দশকেই প্রথম বলিউড অভিনেতারা প্রতি ফিল্মে এক কোটি রূপী নেওয়া শুরু করেন। এদিকে অনেক অভিনেতা আবার ব্যবসা করে ধনরাশি অর্জন করেছেন, হয়েছেনন মিলিয়নিয়ার। আর সেই তালিকায় জুহি চাওয়া রয়েছেন অনন্য অবস্থানে। বিশ্বের শীর্ষ দশ ধনী অভিনেত্রীর একজন তিনি এখন। আর তা গত এক দশকে পর্দা অনুপস্থিতির পরেও।
২০২৪-এর সদ্যপ্রকাশিত হুরুন রিচ লিস্ট অনুযায়ী জুহি চাওলাই ভারতের সবচেয়ে সম্পদশালী অভিনেত্রী। আর দারুণ ব্যাপার হলো তার পরে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী ৪ জনের মোট সম্পদ যোগ করেও জুহি চাওয়ার বিশাল ধনরাশির সমান হয় না।
দ্বিতীয় অবস্থানে আছেন ঐশ্বরিয়া রায়, যার মোট সম্পদ ১২০০ কোটি টাকার মতো। এর পরেই তিন নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, যার মোট সম্পদ ৯২৩ কোটি টাকা। আর ৪র্থ ও ৫ম স্থানে আছেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন।
সূত্র: মানি কন্ট্রোল