পূজার সময়টা গ্রামে কাটাবেন অভিনেতা মনোজ প্রামাণিক
শেয়ার করুন
ফলো করুন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক এবার গ্রামে পূজার সময়টা কাটাবেন। সারা বছর নানা কাজে ব্যস্ত থাকলেও পূজার সময় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি।

অভিনেতা মনোজ প্রামাণিক এবার গ্রামে পূজার সময়টা কাটাবেন
অভিনেতা মনোজ প্রামাণিক এবার গ্রামে পূজার সময়টা কাটাবেন
পূজার সময় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন মনোজ
পূজার সময় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন মনোজ

ছোটবেলার গ্রাম, নদী, বাজার ও প্রতিবেশী সব মানুষের সঙ্গে পূজার সময় দেখা হওয়া, এ সবকিছু পূজার বিশেষ আর্কষণ বলে জানান অভিনেতা। পূজার কেনাকাটা রীতি থাকলেও দেশের বন্যাসহ নানা প্রতিকূল প্রস্তুতির জন্য এবার নিজের জন্য কেনাকাটা করেননি। তবে পরিবারের জন্য অল্প কিছু কিনেছেন মনোজ। এ ছাড়া পূজার উপহার আদান-প্রদানের রীতি এখনো বিদ্যমান।

বিজ্ঞাপন

ষষ্ঠী থেকে শুরু হলেও কাজের ব্যস্ততা থাকায় শুরুতেই গ্রামে যেতে পারছেন না এই শিল্পী। তবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিজ পরিবার এবং এলাকার মানুষদের সঙ্গে সময় কাটাবেন তিনি। এই কয়েক দিনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এলাকায় ক্রিকেট খেলা, বন্ধুদের সঙ্গে তাস খেলা এবং সবার সঙ্গে কুশলাদি বিনিময়।

সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিজ পরিবার এবং এলাকার মানুষদের সঙ্গে থাকবেন তিনি
সপ্তমী থেকে দশমী পর্যন্ত নিজ পরিবার এবং এলাকার মানুষদের সঙ্গে থাকবেন তিনি
পূজায় দারুণ সময় কাটানোর আশা করছেন এই অভিনেতা
পূজায় দারুণ সময় কাটানোর আশা করছেন এই অভিনেতা

পূজার খাবারের ব্যাপারে জানতে চাইলে মনোজ প্রামাণিক বলেন, ‘পূজার সময় মায়ের হাতের খাবার সবচেয়ে বেশি স্পেশাল। এ ছাড়া নাড়ু, মিষ্টি ও মুড়কি আমার খুবই পছন্দের। অন্যদিকে পূজার অনেকটা সময় নিরামিষ খাওয়ার রীতি থাকলেও আমাদের বাসায় নদীর কিছু মাছ রান্না হয়, সেগুলো খুবই প্রিয়।’

পূজা উদ্‌যাপনে কোনো শঙ্কা নেই বলে তিনি আরও জানান, তাঁর নিজ এলাকার গ্রামের সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়। ফলে পূজা উদ্‌যাপন নিয়ে কোনো সমস্যা নেই, ‘আশা করছি, সবকিছু সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

ছবি: মনোজ প্রামাণিকের ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯: ২২
বিজ্ঞাপন