হাল ফ্যাশন ডেস্ক
অবাক করা বিষয় হলো, আগে থেকে এই বিয়ের কথা জানাজানি হতে দেননি লোপেজ ও বেন দম্পতি। এই বিয়েতে ঘটেছে আরেকটি চমকে যাওয়ার মতো ঘটনা। আর সেটি হলো তাঁর বিয়ের পোশাক।
এই হলিউড তারকা বিয়েতে পরেছেন নিজের পুরোনো পোশাক। লোপেজ জানান, শুধু বিয়ের জন্যই পোশাকাটি এত দিন রেখে দিয়েছিলাম।
ধব ধবে সাদা বোটনেক ডিজাইনের স্লিভলেস গাউনে ছিল সাদা এমব্রয়ডারি। নিজের একটি পুরোনো সিনেমায় এই পোশাক পরেছিলেন তিনি। সাজেও ছিল না বাড়তি কিছু। চোখে ন্যাচারাল টোনড স্মোকি মেকআপ, নুড ব্লাশন ও লিপস্টিকের সাজেই করেন সাজেন তিনি। আর লম্বা চুলে করেছেন হালকা ওয়েভ।
বিয়ের জন্য লোপেজের দ্বিতীয় পোশাকটি ডিজাইন করেছেন জুহাইর মুরাদ। অফ সোল্ডার গাউনটির পুরো জমিন ও লম্বা হাতায় ছিল সাদা লেসের কাজ। সুইটহার্ট নেকলাইন, করসেট বডিস এবং ফিশটেল ট্রেন স্টাইলে পোশাকটি ডিজাইন করা হয়। মাথার ভেইলে ছিল সাদা লেসের ভারি কাজ।
লোপেজের বাগদানের আংটি নিয়েও কম আলোচনা হচ্ছে না। সাড়ে আট ক্যারেটের হীরার এই আংটি বেশ বিরল। প্রাকৃতিক সবুজ ও সাদা রঙের হীরা দুটি ট্রাপিজয়েড আকৃতিতে জোড়া দিয়ে বসানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হীরার এই আংটির দাম ১০ মিলিয়ন ডলার।
ছবি: জে লোর টুইটার হ্যান্ডল