বাংলাদেশের যে কজন জনপ্রিয় অভিনেত্রী খুব সচেতনভাবে আবেগের জায়গা থেকে দেশি শাড়ি আর দেশি উদ্যোগের তৈরি পোশাক, গয়না, ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ পরেন বা ব্যবহার করেন, তাঁদের মধ্যে বেশ এগিয়ে রাখা যায় রুনা খানকে। হাল ফ্যাশনের সঙ্গে বিভিন্ন কথোপকথনে তিনি প্রায়ই বলেন দেশি শাড়ি নিয়ে তাঁর জোরালো অবস্থানের কথা। আর বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে গিয়ে তিনি দেশের নারী উদ্যোক্তাদের তৈরি ফ্যাশনপণ্য কেনেন।
সম্প্রতি যৌথ ফ্যাশন উদ্যোগ দোতলায় গিয়ে তিনি মাতিয়ে দিয়েছেন পুরো ঈদ মেলার আয়োজন। প্রথম দিনে আয়োজকদের আমন্ত্রণে এই অভিনেত্রী সেখানে গিয়েছিলেন উদ্যোক্তাদের উৎসাহ দিতে। সবাই তাঁকে পেয়ে খুব উচ্ছসিত হন এবং তাঁর সঙ্গে ছবি তোলেন। রুনা ঘুরে ঘুরে সবার পণ্য দেখেন এখানে।
এদিন এই সুন্দরী অভিনেত্রী পরেছিলেন হলুদ ও কালো ডাই করা পাড়ের সাদা সুতির শাড়ি। সঙ্গে ডিপ সুইটহার্ট নেকলাইনের কালো স্লিভলেস ব্লাউজ। আসলে কাটওয়ার্ক প্যাটার্নের হাতে করা রিবনের কাজ ব্লাউজের বডি থেকে শুরু হয়ে স্লিভসে পরিণত হয়েছে।
শাড়িটি তেরো পার্বণের আর অক্সিডাইজড মেটালের সব গয়না মল্লিকার। হাতে, কানে, খোঁপায় নানা ধরনের গয়না থাকলেও আলাদা করে চোখে পড়েছে কোমরের বিছা। ইনস্টাগ্রামে রুনা জানিয়েছেন, তাঁর ঘরের মানুষের একমাত্র প্রিয় গয়না এই বিছা। খোঁপায় ফুল গোঁজা রুনাকে স্নিগ্ধ লাগছে বেশ।
ছয়টি ফ্যাশন উদ্যোগের যৌথ ঠিকানা দোতলায় ঈদ উপলক্ষে আয়োজন করা হচ্ছে ১৪ দিনব্যাপী মেলা। সাত সদাই নামে এই মেলা ১ জুন শুরু হয়েছে, চলবে ১৪ জুন পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আনন্দ উৎসব।
ছবি: ইনস্টাগ্রাম