আলায়া ফার্নিচারওয়ালা নাম তাঁর। স্ক্রিন নেম আলায়া এফ। ২০২০ সালে বলিউডে ডেব্যু হয় এই অত্যন্ত সম্ভাবনাময় অভিনেত্রীর। ফিটনেস আর আবেদনে অনেকটা এগিয়ে তিনি সমসাময়িক অনেকের চেয়ে। তবু যেন সেই প্রথম সিনেমা জাওয়ানি জানেমানের পর আর তেমনভাবে ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না তাঁর। তবে ইন্সটাগ্রামে অত্যন্ত সক্রিয় এই স্টারকিড প্রায়ই নানা লুকে নজর কাড়েন। দেখা দেন নানা অনুষ্ঠানে চোখধাঁধানো সাজপোশাকে। নানা ভঙ্গিমার ফিটনেস রুটিন আর ভিডিওতে দেখা যায় আলায়াকে। চলুন এই ২৭ বছর বয়সী সুন্দরী আর ফিটনেস-পাগল তারকার কিছু নজরকাড়া লুকে দেখে নিই।
ছবি: আলায়ার ফেসবুক