বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’ টিভি সিরিজের দ্বিতীয় মৌসুম। সাম্রাজ্য নিয়ে দুই টারগেরিয়ান ভাই-বোনের দ্বন্দ্ব নিয়ে এগিয়েছে এই সিরিজের কাহিনি। টিভি সিরিজপ্রেমীরা এখন কাঁপছে ‘হাউস অব দ্য ড্রাগন’ জ্বরে। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র রেনিরা টারগেরিয়ানের (যে কিংস ল্যান্ডিং-এর সঠিক উত্তরাধিকারী) ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী এমা ডারসি। অভিনয় দিয়ে রীতিমতো সবার মন জয় করে নিয়েছেন তিনি। এমা ডারসি হয়ে উঠেছেন সবার প্রিয় ‘টারগেরিয়ান’। তবে এর বাইরেও তাঁকে নিয়ে ফ্যাশন–বিশ্বে চলছে অন্য রকম ক্রেজ। এমা ডারসি অভিনয়ের পাশাপাশি স্টাইলিংটাও বেশ ভালোই বোঝেন। ট্রেন্ডে গা না ভাসিয়ে তৈরি করেছেন নিজস্ব স্টাইল। তিনি যেভাবে ড্রেস-আপ করেন ফ্যাশন অভিধানে তার রয়েছে আলাদা নাম। অ্যান্ড্রোজিনাস স্টাইল। মূলত লিঙ্গ নিরপেক্ষ পোশাক ও অনুষঙ্গ দিয়ে এমন স্টাইলিং করা হয়। এমা ডারসির বোল্ড অ্যান্ড্রোজিনাস লুকে মুগ্ধ তাঁর ভক্তরা। অনেক জেন-জি তরুণেরা তাঁকে ফ্যাশন আইকন মানতে শুরু করেছেন। চলুন একনজরে তাঁর কিছু সুপার স্টাইলিশ লুক দেখে নেওয়া যাক—
‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় মৌসুমের লন্ডন প্রিমিয়ার অনুষ্ঠানে এমা ডারসির লুক নিয়ে আলোচনা থামছেই না। এদিন তিনি পরেছিলেন মেনসওয়্যার ব্র্যান্ড কানাকুর সাদা–কালো স্যুট ও রেড-ক্যাপড ওয়েস্টার্ন বুট। এক কানে পরেছেন তির আকৃতির দুল। দেখে মনে হচ্ছে কেউ তাঁর কানে তির মেরেছে।
তবে এই লুকে যে গয়নাটা নিয়ে বেশি কথা হচ্ছে, সেটা এমা ডারসি পরেছিলেন তাঁর দাঁতে! ছবি তোলার সময় যখন তিনি হাসছিলেন, তখন তাঁর দাঁতের সঙ্গে ড্রাগনের গয়না দেখা গেছে। এমন টিথ জুয়েলারি আগে কেউ দেখেনি। এবং এমা ডারসিও সেটা দারুণভাবে সেটা ক্যারি করেছেন।