কালজয়ী ফ্যাশন আইকন অড্রে হেপবার্ন
শেয়ার করুন
ফলো করুন

আজ বিশ্বের অন্যতম সুন্দরী রমণী অড্রে হেপবার্নের জন্মদিন। তিনি ছিলেন ব্রিটিশ অভিনেত্রী। অভিনয়দক্ষতার পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। পঞ্চাশ ও ষাটের দশকের হলিউড তথা সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই অভিনেত্রীর কিছু আইকনিক ফ্যাশন লুক রইল ফ্যাশনিস্তা পাঠকের জন্য।

১/১৫
অড্রে হেপবার্নের এই পোশাককে বিংশ শতাব্দীর সবচেয়ে আইকনিক পোশাক বলা হয়। ১৯৬১ সালের রোমান্টিক কমেডি ফিল্ম ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’–তে তিনি এই কালো গাউন আর ম্যাচিং গ্লাভস পরেছিলেন, যা ডিজাইন করেছিলেন ফরাসি ডিজাইনার গিভেঞ্চি।
অড্রে হেপবার্নের এই পোশাককে বিংশ শতাব্দীর সবচেয়ে আইকনিক পোশাক বলা হয়। ১৯৬১ সালের রোমান্টিক কমেডি ফিল্ম ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’–তে তিনি এই কালো গাউন আর ম্যাচিং গ্লাভস পরেছিলেন, যা ডিজাইন করেছিলেন ফরাসি ডিজাইনার গিভেঞ্চি।
বিজ্ঞাপন
২/১৫
বিখ্যাত ও বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লোর পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন অড্রে হেপবার্ন। পরেছেন ভেলভেট বা মখমলের স্ট্রেপলেস গাউন। তবে বিশেষ নজর কেড়েছে গাউনের সঙ্গে বসানো অর্গন্ডি ফেব্রিক আর পালক দিয়ে তৈরি ফুলেল এম্বেলিশমেন্ট। সঙ্গে আবেদন বাড়িয়েছে এই বিশেষ হেয়ারস্টাইল।
বিখ্যাত ও বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লোর পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন অড্রে হেপবার্ন। পরেছেন ভেলভেট বা মখমলের স্ট্রেপলেস গাউন। তবে বিশেষ নজর কেড়েছে গাউনের সঙ্গে বসানো অর্গন্ডি ফেব্রিক আর পালক দিয়ে তৈরি ফুলেল এম্বেলিশমেন্ট। সঙ্গে আবেদন বাড়িয়েছে এই বিশেষ হেয়ারস্টাইল।
বিজ্ঞাপন
৩/১৫
তাঁর এই আইকনিক লুকে ফুলস্লিভ কালো টপসের সঙ্গে বটমে জুটি বেঁধেছে পলকা ডট শর্টস। আর নেটের স্টকিংসের সঙ্গে কালো পাম্প শু যেন বাড়িয়েছে ভিন্ন আবেদন।
তাঁর এই আইকনিক লুকে ফুলস্লিভ কালো টপসের সঙ্গে বটমে জুটি বেঁধেছে পলকা ডট শর্টস। আর নেটের স্টকিংসের সঙ্গে কালো পাম্প শু যেন বাড়িয়েছে ভিন্ন আবেদন।
৪/১৫
স্ট্রেপলেস সাদা গাউন আর গ্লাভস পরেছেন তিনি। গাউনে বসানো বো–এর সঙ্গে মিলিয়ে অভিনেত্রী তাঁর হেয়ারস্টাইলেও রেখেছেন একই রঙের ব্যান্ড।
স্ট্রেপলেস সাদা গাউন আর গ্লাভস পরেছেন তিনি। গাউনে বসানো বো–এর সঙ্গে মিলিয়ে অভিনেত্রী তাঁর হেয়ারস্টাইলেও রেখেছেন একই রঙের ব্যান্ড।
৫/১৫
চেকার্ড মিডি ড্রেসের সঙ্গে কোমরে বেল্ট আর হাতে কালো গ্লাভস পরেছেন হেপবার্ন। মাথায় শোভা পাচ্ছে বেরেট হ্যাট।
চেকার্ড মিডি ড্রেসের সঙ্গে কোমরে বেল্ট আর হাতে কালো গ্লাভস পরেছেন হেপবার্ন। মাথায় শোভা পাচ্ছে বেরেট হ্যাট।
৬/১৫
টারটেল নেকের স্লিভলেস টপের সঙ্গে চেকার্ড প্যান্টে বেশ ক্যাজুয়াল ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
টারটেল নেকের স্লিভলেস টপের সঙ্গে চেকার্ড প্যান্টে বেশ ক্যাজুয়াল ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।
৭/১৫
স্ট্রেপলেস সাদা ফ্লোরাল গাউনের সঙ্গে হেপবার্ন বেছে নিয়েছেন কালো হিল।
স্ট্রেপলেস সাদা ফ্লোরাল গাউনের সঙ্গে হেপবার্ন বেছে নিয়েছেন কালো হিল।
৮/১৫
হাইনেক কালো টপ, মিনিমাল জুয়েলারি, টানা করে দেওয়া আইলাইনার আর আইকনিক পিক্সি হেয়ারস্টাইলে ফ্রেমবন্দী নায়িকা।
হাইনেক কালো টপ, মিনিমাল জুয়েলারি, টানা করে দেওয়া আইলাইনার আর আইকনিক পিক্সি হেয়ারস্টাইলে ফ্রেমবন্দী নায়িকা।
৯/১৫
ব্রাইডাল লুকে নায়িকা।
ব্রাইডাল লুকে নায়িকা।
১০/১৫
অড্রে হেপবার্ন নামটা মনে এলেই ভেসে ওঠে ছোট চুলের এক হাস্যোজ্জ্বল রমণীর মুখ। এই লুক সেই কথাই বলছে।
অড্রে হেপবার্ন নামটা মনে এলেই ভেসে ওঠে ছোট চুলের এক হাস্যোজ্জ্বল রমণীর মুখ। এই লুক সেই কথাই বলছে।
১১/১৫
সমুদ্রবিলাসের ফ্যাশনে অড্রের সঙ্গী হয়েছে ওভারসাইজ ব্যাগ।
সমুদ্রবিলাসের ফ্যাশনে অড্রের সঙ্গী হয়েছে ওভারসাইজ ব্যাগ।
১২/১৫
অফ দ্য শোল্ডার গাউন পরেছেন নায়িকা। আর চোখ সাজাচ্ছেন তাঁর আইকনিক টানা করে দেওয়া আইলাইনারে।
অফ দ্য শোল্ডার গাউন পরেছেন নায়িকা। আর চোখ সাজাচ্ছেন তাঁর আইকনিক টানা করে দেওয়া আইলাইনারে।
১৩/১৫
ক্ল্যাসিক এয়ারপোর্ট লুকে অড্রে হেপবার্ন।
ক্ল্যাসিক এয়ারপোর্ট লুকে অড্রে হেপবার্ন।
১৪/১৫
কাজলকালো টানা চোখ, ডার্ক লিপস্টিক আর পোশাক, অনুষঙ্গের চোখজুড়ানো লুকে নায়িকা।
কাজলকালো টানা চোখ, ডার্ক লিপস্টিক আর পোশাক, অনুষঙ্গের চোখজুড়ানো লুকে নায়িকা।
১৫/১৫
অফ দ্য শোল্ডার ফ্লোরাল ফ্রক আর সাদা গ্লাভস পরেছেন অভিনেত্রী।
অফ দ্য শোল্ডার ফ্লোরাল ফ্রক আর সাদা গ্লাভস পরেছেন অভিনেত্রী।
প্রকাশ: ০৪ মে ২০২৪, ১১: ৪৯
বিজ্ঞাপন