ফ্রান্সের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অনন্যা পান্ডে। এই মাসের ১৬ তারিখ এই ঘোষণা দেওয়া হয়। অনন্যা পান্ডেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মাধ্যমে শ্যানেল ইন্ডিয়ার বাজারে নিজেদের অবস্থার জানান দিচ্ছে। পাশাপাশি বিশ্ব ফ্যাশনের মঞ্চে অনন্যা পান্ডের পরিসর বাড়ানোর সুযোগও এটি।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি শেয়ার করে তিনি লিখেন, ‘আমি কৃতজ্ঞ ও আনন্দিত শ্যানেলের সঙ্গে নতুন এই যাত্রা শুরু করতে পেরে। শ্যানেলের ভারতীয় প্রথম অ্যাম্বাসেডর, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।’
অনন্যা পান্ডে প্যারিস ফ্যাশন উইকে শ্যানেলের স্প্রিং/সামার ২০২৫ শোতে অংশ নেওয়ার ঠিক এক বছর পর এই বিশেষ সুযোগটি আসে। প্যারিসের সেই রানওয়েতে অনন্যার উপস্থিতি বিশ্ব ফ্যাশন অঙ্গনে তাঁর ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়।
তারুণ্যে ভরা উচ্ছ্বাস, সাহসী ফ্যাশনচয়েস ও নিঃসংকোচ আত্মপ্রকাশের জন্য পরিচিত সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। তার স্টাইল কখনো ক্ল্যাসিক, কখনো এক্সপেরিমেন্টাল। তবে সব সময়ই তাতে থাকে নিজস্বতার ছাপ। বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুট ও পাবলিক ইভেন্টে নিয়মিতভাবে শ্যানেলের পোশাকও পরতে দেখা যায় তাকে। ফলে, শ্যানেলের মূলনীতি ‘এলিগেন্স উইথ ইনডিভিজুয়ালিটি’র সঙ্গেও ভালোভাবে মিলে যায় তার ব্যক্তিত্ব।