ওপার বাংলার মিমি চক্রবর্তী এখন বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকদের আরও কাছের মানুষ। এদেশের সুপারস্টার শাকিব খানের নতুন আসন্ন সিনেমা তুফান-এর 'উরাধুরা' গানে নিজের সাজপোশাক দিয়ে বাজিমাত করেছেন এই স্বপ্নের নায়িকা। হালের ক্রেজ সঙ্গীতশিল্পী প্রীতম হাসানের কম্পোজিশন ও উপস্থিতি এই আইটেম গানের আবেদন বাড়িয়েছে অনেক। শাকিব খানের চোখ ধাঁধানো পর্দা উপস্থিতি আর পরিচালক রায়হান রাফির ক্যামিও ছাপিয়ে গানের মূল আবেদন কিন্তু সেই মিমিই। এবারে এই অত্যন্ত আবেদনময়ী অভিনেত্রীর ১০টি উরাধুরা লুক দেখে নেওয়া যাক তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিতে।