টেইলর সুইফট ২০২৩ সাল শুধু নিজের বা সুইফটদের জন্য শুধু নয়, গোটা বিশ্ববাসীর জন্য স্মরণীয় করে দিয়েছেন। এ বছর তিনি পুরো দুনিয়া মাতিয়েছেন তাঁর ঐতিহাসিক ইরাস ট্যুর দিয়ে। সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক ট্যুরের কল্যাণে তাঁর ঝুলি এখন রেকর্ডে ভরা। হয়েছেন বিলিয়নিয়ার, টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব, ফোর্বস ম্যাগাজিনের মতে, বিশ্বের পঞ্চম ক্ষমতাধর নারী। টেইলর যেখানে পা রেখেছেন, সেখানেই অর্থনীতির চাকা ঘুরে গেছে। এমন একজন প্রভাবশালী তারকার স্টাইল নিয়ে সুইফট ছাড়াও সাধারণ ফ্যাশনপ্রেমীদের আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। এ বছর কনসার্ট ও এর বাইরে টেইলর ফ্যাশন–বিশ্বকে অসাধারণ কিছু ফ্যাশনেবল লুক উপহার দিয়েছেন। এখানে হাল ফ্যাশনের পাঠকদের জন্য রয়েছে তাঁর সবচেয়ে আলোচিত ১০টি স্টাইলিশ লুক।
১। টেইলরের জনপ্রিয় অ্যালবাম ‘ফোকলোর’-এর গান গাওয়ার সময় কনসার্টে তাঁকে এই কটেজকোর স্টাইলের ড্রেসে দেখা যায়। সবুজ শিফন ফেব্রিকের ড্রেসটি তাঁর জন্য তৈরি করেছেন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার আলবার্টা ফেরেট্টি।
২। কনসার্টে টেইলরের পরা সবচেয়ে সুন্দর এই কাস্টম গাউন তৈরি করেছে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুহাইর মুরাদ।
৩। সুইফটদের অন্যতম প্রিয় গান ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’ গানটি গাওয়ার সময় তিনি একই স্লোগান লেখা টি-শার্ট পরেছিলেন। কাস্টম টি-শার্টটি বানিয়েছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার আশিষ গুপ্ত।
৪। ইরাস ট্যুরে টেইলরের নীল ও গোলাপি ক্রিস্টাল এমবেলিশড সিলভার বডিস্যুট পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। এই ঝলমলে বডিস্যুটটি এসেছে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড অ্যাটেলিয়ের ভারসাচে থেকে। এর সঙ্গে তিনি পরেছিলেন ভারসাচের ফুলেল নেকলেস ও ক্রিস্টিয়ান লুবোতিনের নি-হাই বুট।
৫। এই ঝলমলে সোনালি ফ্ল্যাপার স্টাইল ফ্রিঞ্জ মিনিড্রেসটি এসেছে বিলাসবহুল ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড রবার্টো কাভালি থেকে।
৬। রবার্টো কাভালির কো-অর্ড।
৭। চলতি বছর অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে টেইলর পরেছিলেন অ্যাটেলিয়ের ভারসাচের কাস্টম কালো অ্যাসেমিট্রিক্যাল গাউন।
৮। বিখ্যাত পপ তারকা বিয়ন্সের কনসার্ট মুভি ‘রেনেসাঁ: আ ফিল্ম বাই বিয়ন্সে’-এর লন্ডন প্রিমিয়ারে সিলভারের সিকুইন থাই স্লিট গাউনে হাজির হয়েছিলেন টেইলর। গাউনটি এসেছে ফরাসি ফ্যাশন ব্র্যান্ড বালমেইন থেকে।
৯। টেইলর তাঁর ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’ সিনেমার প্রিমিয়ারের লালগালিচা আলোকিত করেন পাউডার ব্লু ফ্লোরাল এমব্রয়ডারির গাউনে। ফ্লোর সুইপিং হেমলাইনের স্ট্র্যাপলেস কাটআউট ড্রেসটি এসেছে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড অস্কার দে লা রেন্টা থেকে।
১০। এ বছরের শুরুতে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডের লালগালিচায় টেইলর পরেছিলেন মিডনাইট ব্লু ফুল স্লিভ টপ ও ফ্লোর সুইপ স্কার্ট। এই এলিগ্যান্ট টু পিস সেট এসেছে রবার্টো কাভালি থেকে।