ডিস্কো আমেজে ঝলমলে টয়া
শেয়ার করুন
ফলো করুন

সাজপোশাকে সব সময়ই তাক লাগান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতিও মুগ্ধ করে অনুরাগীদের। এথনিক-ওয়েস্টার্ন সব আউটফিটেই তাঁকে আমরা দেখি। তবে সম্প্রতি অভিনেত্রী আলো ছড়ালেন ডিস্কো আমেজের ঝলমলে লুকে। রইল বিস্তারিত...

১/৫
ঝলমলে সোনালি পোশাকে নজর কাড়ছেন স্টাইলিশ টয়া। পুরো বডিজুড়ে আছে স্টোন, বিডস আর সিকুইনের কাজ
ঝলমলে সোনালি পোশাকে নজর কাড়ছেন স্টাইলিশ টয়া। পুরো বডিজুড়ে আছে স্টোন, বিডস আর সিকুইনের কাজ
বিজ্ঞাপন
২/৫
টপের হাতা ও কোমরের অংশে শিয়ার ফেব্রিক ব্যবহার করা হয়েছে। এর ওপর ছোট ছোট ক্রিস্টাল-স্টোন এমব্রয়ডারি লুকে দিয়েছে গ্ল্যামারাস ছোঁয়া।
টপের হাতা ও কোমরের অংশে শিয়ার ফেব্রিক ব্যবহার করা হয়েছে। এর ওপর ছোট ছোট ক্রিস্টাল-স্টোন এমব্রয়ডারি লুকে দিয়েছে গ্ল্যামারাস ছোঁয়া।
বিজ্ঞাপন
৩/৫
এর সঙ্গে মানানসই অলংকার বেছে নিয়েছেন সুন্দরী। কানে সোনালি ঝুলন্ত দুল, গলায় মিনিমাল নেকপিস আর হাতে শোভা পাচ্ছে স্টেটমেন্ট আংটি
এর সঙ্গে মানানসই অলংকার বেছে নিয়েছেন সুন্দরী। কানে সোনালি ঝুলন্ত দুল, গলায় মিনিমাল নেকপিস আর হাতে শোভা পাচ্ছে স্টেটমেন্ট আংটি
৪/৫
গ্ল্যাম ফিনিশের মেকওভারে পুরোপুরি ডিভা লাগছেন তিনি। সাহসী লাল লিপস্টিক, স্মোকি আই মেকআপ আর হাইলাইটেড চিকবোন আকর্ষণ কাড়ছে
গ্ল্যাম ফিনিশের মেকওভারে পুরোপুরি ডিভা লাগছেন তিনি। সাহসী লাল লিপস্টিক, স্মোকি আই মেকআপ আর হাইলাইটেড চিকবোন আকর্ষণ কাড়ছে
৫/৫
চুল বাঁধা হয়েছে উঁচু পনিটেল স্টাইলে, যা পুরো সাজকে দিয়েছে এলিগ্যান্ট ও মডার্ন টাচ।
চুল বাঁধা হয়েছে উঁচু পনিটেল স্টাইলে, যা পুরো সাজকে দিয়েছে এলিগ্যান্ট ও মডার্ন টাচ।

ছবি: টয়ার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১: ২৪
বিজ্ঞাপন