
গোল্ডেন গ্লোবসের লাল গালিচায় প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি মানেই ফ্যাশনের নতুন সংজ্ঞা। গ্লোবাল মঞ্চে তাঁর স্টাইল কখনোই কেবল ট্রেন্ড অনুসরণ করে না, বরং আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর আন্তর্জাতিক রুচির এক শক্তিশালী মিশেল তুলে ধরে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবসে আবারও প্রেজেন্টার হিসেবে ফিরছেন তিনি। তার আগে ফিরে দেখা যাক এই মঞ্চে তাঁর আইকনিক দুই উপস্থিতি—যেখানে সোনালি গ্ল্যামার আর সাহসী পিঙ্ক এলিগ্যান্সে ধরা দিয়েছে তাঁর স্টাইলের বিবর্তন।







