গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়া: সিকুইনের ঝিলিক থেকে পিঙ্ক পাওয়ার
শেয়ার করুন
ফলো করুন

গোল্ডেন গ্লোবসের লাল গালিচায় প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি মানেই ফ্যাশনের নতুন সংজ্ঞা। গ্লোবাল মঞ্চে তাঁর স্টাইল কখনোই কেবল ট্রেন্ড অনুসরণ করে না, বরং আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর আন্তর্জাতিক রুচির এক শক্তিশালী মিশেল তুলে ধরে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবসে আবারও প্রেজেন্টার হিসেবে ফিরছেন তিনি। তার আগে ফিরে দেখা যাক এই মঞ্চে তাঁর আইকনিক দুই উপস্থিতি—যেখানে সোনালি গ্ল্যামার আর সাহসী পিঙ্ক এলিগ্যান্সে ধরা দিয়েছে তাঁর স্টাইলের বিবর্তন।

১/৮
গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন জার্নি শুরু থেকেই ছিল নজরকাড়া। প্রতিটি উপস্থিতিতেই তিনি প্রমাণ করেছেন, রেড কার্পেট মানেই শুধু পোশাক নয়—এটি ব্যক্তিত্বের প্রকাশ।
গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন জার্নি শুরু থেকেই ছিল নজরকাড়া। প্রতিটি উপস্থিতিতেই তিনি প্রমাণ করেছেন, রেড কার্পেট মানেই শুধু পোশাক নয়—এটি ব্যক্তিত্বের প্রকাশ।
বিজ্ঞাপন
২/৮
গোল্ডেন গ্লোবসে প্রথমবার উপস্থিত হয়ে প্রিয়াঙ্কা পরেছিলেন রালফ লরেনের ডিজাইন করা সোনালি সিকুইন গাউন। গভীর নেকলাইন আর ঝিলমিল ফিনিশে এই গাউন তাঁকে মুহূর্তেই আলোচনার কেন্দ্রে এনে দেয়।
গোল্ডেন গ্লোবসে প্রথমবার উপস্থিত হয়ে প্রিয়াঙ্কা পরেছিলেন রালফ লরেনের ডিজাইন করা সোনালি সিকুইন গাউন। গভীর নেকলাইন আর ঝিলমিল ফিনিশে এই গাউন তাঁকে মুহূর্তেই আলোচনার কেন্দ্রে এনে দেয়।
বিজ্ঞাপন
৩/৮
গাউনটির ফিটেড সিলুয়েট তাঁর লম্বা গড়নকে আরও স্ট্যাচুস্ক করে তুলেছিল। মেটালিক সোনালি রঙ রেড কার্পেটের আলোয় এনে দিয়েছিল এক ধরনের রাজকীয় আভা।
গাউনটির ফিটেড সিলুয়েট তাঁর লম্বা গড়নকে আরও স্ট্যাচুস্ক করে তুলেছিল। মেটালিক সোনালি রঙ রেড কার্পেটের আলোয় এনে দিয়েছিল এক ধরনের রাজকীয় আভা।
৪/৮
 এই লুকের সঙ্গে ডিপ অক্সব্লাড লিপস্টিক যোগ করেছিল তীব্র কনট্রাস্ট। চুলে ছিল নরম ঢেউ, আর অ্যাকসেসরিজ ছিল সীমিত—যাতে পোশাকটাই হয়ে ওঠে আসল স্টেটমেন্ট।
এই লুকের সঙ্গে ডিপ অক্সব্লাড লিপস্টিক যোগ করেছিল তীব্র কনট্রাস্ট। চুলে ছিল নরম ঢেউ, আর অ্যাকসেসরিজ ছিল সীমিত—যাতে পোশাকটাই হয়ে ওঠে আসল স্টেটমেন্ট।
৫/৮
তিন বছর পর গোল্ডেন গ্লোবসে ফিরে প্রিয়াঙ্কা বেছে নেন কাস্টম ক্রিস্টিনা ওতাভিয়ানো গাউন। অফ-শোল্ডার পিঙ্ক ড্রেসটি ছিল সাহসী অথচ মার্জিত।
তিন বছর পর গোল্ডেন গ্লোবসে ফিরে প্রিয়াঙ্কা বেছে নেন কাস্টম ক্রিস্টিনা ওতাভিয়ানো গাউন। অফ-শোল্ডার পিঙ্ক ড্রেসটি ছিল সাহসী অথচ মার্জিত।
৬/৮
 এই গাউনের স্ট্রাকচার্ড বডিস আর ঢেউখেলানো ড্রেপ একসঙ্গে তুলে ধরেছিল শক্তি ও কোমলতার ভারসাম্য। উজ্জ্বল পিঙ্ক রঙ রেড কার্পেটে এনে দিয়েছিল নতুন সতেজতা।
এই গাউনের স্ট্রাকচার্ড বডিস আর ঢেউখেলানো ড্রেপ একসঙ্গে তুলে ধরেছিল শক্তি ও কোমলতার ভারসাম্য। উজ্জ্বল পিঙ্ক রঙ রেড কার্পেটে এনে দিয়েছিল নতুন সতেজতা।
৭/৮
স্টাইলিংয়ে ছিল ক্লাসিক হলিউড অনুপ্রেরণা। বুলগারির ডায়মন্ড নেকলেস লুকে যোগ করেছিল সূক্ষ্ম ঝিলিক। রেট্রো ওয়েভ হেয়ারস্টাইল আর নরম পিঙ্ক টোনের মেকআপ গাউনটির সঙ্গে নিখুঁত সামঞ্জস্য তৈরি করেছিল
স্টাইলিংয়ে ছিল ক্লাসিক হলিউড অনুপ্রেরণা। বুলগারির ডায়মন্ড নেকলেস লুকে যোগ করেছিল সূক্ষ্ম ঝিলিক। রেট্রো ওয়েভ হেয়ারস্টাইল আর নরম পিঙ্ক টোনের মেকআপ গাউনটির সঙ্গে নিখুঁত সামঞ্জস্য তৈরি করেছিল
৮/৮
২০২৬ সালের গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা কী বেছে নেবেন—আবার কি মেটালিক গ্ল্যামার, নাকি আরও সংযত এলিগ্যান্স? অতীত অভিজ্ঞতা বলছে, যাই হোক না কেন, তাতে থাকবে আত্মবিশ্বাস, ঐতিহ্য আর আন্তর্জাতিক গ্ল্যামারের স্বাক্ষর।
২০২৬ সালের গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা কী বেছে নেবেন—আবার কি মেটালিক গ্ল্যামার, নাকি আরও সংযত এলিগ্যান্স? অতীত অভিজ্ঞতা বলছে, যাই হোক না কেন, তাতে থাকবে আত্মবিশ্বাস, ঐতিহ্য আর আন্তর্জাতিক গ্ল্যামারের স্বাক্ষর।
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন