
শহরে শীত জেঁকে বসেছে পুরোদমে। এই আমেজে দেশের প্রিয় স্টাইল আইকন, অভিনেত্রী সাফা কবির, শেয়ার করেছেন কিছু চমকপ্রদ উইন্টার লুকের ছবি। এ বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলবেনি শহরে ভ্রমণ করেছিলেন। সেই তুষারঢাকা শহরের মুহূর্তগুলোই এবার স্মৃতির পাতা থেকে ভাগ করে নিলেন তিনি। সঙ্গে সাফার স্টাইল যেন হয়ে উঠেছে শীত ফ্যাশনের এক শক্তিশালী স্টেটমেন্ট। বিস্তারিত রইল ছবির গল্পে ...।








