সাফা কবিরের বরফ বরফ খেলা
শেয়ার করুন
ফলো করুন

শহরে শীত জেঁকে বসেছে পুরোদমে। এই আমেজে দেশের প্রিয় স্টাইল আইকন, অভিনেত্রী সাফা কবির, শেয়ার করেছেন কিছু চমকপ্রদ উইন্টার লুকের ছবি। এ বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলবেনি শহরে ভ্রমণ করেছিলেন। সেই তুষারঢাকা শহরের মুহূর্তগুলোই এবার স্মৃতির পাতা থেকে ভাগ করে নিলেন তিনি। সঙ্গে সাফার স্টাইল যেন হয়ে উঠেছে শীত ফ্যাশনের এক শক্তিশালী স্টেটমেন্ট। বিস্তারিত রইল ছবির গল্পে ...।

১/৯
তুষারঢাকা আলবানিতে সাফার এই লুকটি যেন শীত ফ্যাশনের  শক্তিশালী স্টেটমেন্ট। অতিরিক্ত লেয়ার বা ভারী রং নয়—বরং গুরুত্ব পেয়েছে মিনিমাল স্টাইল
তুষারঢাকা আলবানিতে সাফার এই লুকটি যেন শীত ফ্যাশনের  শক্তিশালী স্টেটমেন্ট। অতিরিক্ত লেয়ার বা ভারী রং নয়—বরং গুরুত্ব পেয়েছে মিনিমাল স্টাইল
বিজ্ঞাপন
২/৯
সাদা ওলেন সোয়েটারটি পুরো লুকের কেন্দ্রবিন্দু। সোয়েটারের গায়ে ছোট ছোট লাল চেরি মোটিফ শীতের একঘেয়েমি ভেঙে দিয়েছে প্রাণবন্ত ছোঁয়ায়। ঢিলেঢালা স্লিভ আর নরম টেক্সচার এই পোশাককে করে তুলেছে আরামদায়ক, আবার একই সঙ্গে স্টাইলিশ।
সাদা ওলেন সোয়েটারটি পুরো লুকের কেন্দ্রবিন্দু। সোয়েটারের গায়ে ছোট ছোট লাল চেরি মোটিফ শীতের একঘেয়েমি ভেঙে দিয়েছে প্রাণবন্ত ছোঁয়ায়। ঢিলেঢালা স্লিভ আর নরম টেক্সচার এই পোশাককে করে তুলেছে আরামদায়ক, আবার একই সঙ্গে স্টাইলিশ।
বিজ্ঞাপন
৩/৯
সোয়েটারের সঙ্গে পরা হালকা নীল রঙের স্লিম-ফিট জিন্স আর কালো বেল্ট শীতের ক্যাজুয়াল স্টাইলের এক ক্ল্যাসিক পছন্দ। সঙ্গী হয়েছে উলের গ্লাভস আর স্নো বুট
সোয়েটারের সঙ্গে পরা হালকা নীল রঙের স্লিম-ফিট জিন্স আর কালো বেল্ট শীতের ক্যাজুয়াল স্টাইলের এক ক্ল্যাসিক পছন্দ। সঙ্গী হয়েছে উলের গ্লাভস আর স্নো বুট
৪/৯
লাল স্কার্ফটি যেন পুরো লুকের প্রাণ। বরফের সাদা পটভূমিতে এই লাল রং  চোখে পড়ে প্রথমেই। গলায় জড়ানো স্কার্ফটি শুধু শীত থেকে সুরক্ষা নয়, বরং একটি শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট।
লাল স্কার্ফটি যেন পুরো লুকের প্রাণ। বরফের সাদা পটভূমিতে এই লাল রং  চোখে পড়ে প্রথমেই। গলায় জড়ানো স্কার্ফটি শুধু শীত থেকে সুরক্ষা নয়, বরং একটি শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট।
৫/৯
কানে পরা ফার ইয়ার মাফ শীত ফ্যাশনে আবার ফিরেছে নতুনভাবে। এটি যেমন কানকে উষ্ণ রাখে, তেমনি লুককে দেয় সফট ও কিউট একটা ভাইব। লুকে হালকা রেট্রো ভাইব যোগ করেছে ট্রেন্ডি ওভাল ফ্রেমের সানগ্লাস
কানে পরা ফার ইয়ার মাফ শীত ফ্যাশনে আবার ফিরেছে নতুনভাবে। এটি যেমন কানকে উষ্ণ রাখে, তেমনি লুককে দেয় সফট ও কিউট একটা ভাইব। লুকে হালকা রেট্রো ভাইব যোগ করেছে ট্রেন্ডি ওভাল ফ্রেমের সানগ্লাস
৬/৯
ছবিগুলো শেয়ার করে সাফা কবির লিখেছেন, ' আজকের ঢাকার শীত আমাকে আবার আলবেনিতে কাটানো সময় ও প্রথম তুষারপাতের সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। তখন বাতাস প্রচণ্ড ঠান্ডা ছিল, তবে চারপাশ যেন সাদা জাদুর চাদরে মোড়ানো ছিল। ২০২৫ সালের সেই স্মৃতি আমার হৃদয়ে চিরকাল থাকবে, আর আমি আশা করি কোনো দিন আলবেনিতে ফিরে গিয়ে এই মুহূর্ত আবার অনুভব করতে পারব।
ছবিগুলো শেয়ার করে সাফা কবির লিখেছেন, ' আজকের ঢাকার শীত আমাকে আবার আলবেনিতে কাটানো সময় ও প্রথম তুষারপাতের সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। তখন বাতাস প্রচণ্ড ঠান্ডা ছিল, তবে চারপাশ যেন সাদা জাদুর চাদরে মোড়ানো ছিল। ২০২৫ সালের সেই স্মৃতি আমার হৃদয়ে চিরকাল থাকবে, আর আমি আশা করি কোনো দিন আলবেনিতে ফিরে গিয়ে এই মুহূর্ত আবার অনুভব করতে পারব।
৭/৯
এ বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলবেনি শহরে ভ্রমণ করেছিলেন সাফা।
এ বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলবেনি শহরে ভ্রমণ করেছিলেন সাফা।
৮/৯
সেই তুষারঢাকা শহরের মুহূর্তগুলোই এবার স্মৃতির পাতা থেকে ভাগ করে নিলেন তিনি।
সেই তুষারঢাকা শহরের মুহূর্তগুলোই এবার স্মৃতির পাতা থেকে ভাগ করে নিলেন তিনি।
৯/৯
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩: ০০
বিজ্ঞাপন