গোলাপির আভা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
শেয়ার করুন
ফলো করুন

নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব। তবে শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী জানেন কীভাবে স্নিগ্ধতাকেও স্টাইলে রূপ দিতে হয়। যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। একেক সময় একেক আউটফিটে তিনি লাস্যময়ী রূপে ধরা দেন অনুরাগীদের কাছে, যা তাঁর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম দেখলেও আন্দাজ করা যাবে। সম্প্রতি অভিনেত্রীর গোলাপি শাড়ি পরা লুকটি বেশ পছন্দ হয়েছে ফ্যাশনপ্রেমীদের। রইল বিস্তারিত...

বিজ্ঞাপন
১/৫
মনোক্রম এই লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে একেবারে অন্য রূপে—স্নিগ্ধ, কোমল আর এককথায় মোহময়ী
মনোক্রম এই লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে একেবারে অন্য রূপে—স্নিগ্ধ, কোমল আর এককথায় মোহময়ী
বিজ্ঞাপন
২/৫
সাফিয়া সাথীর ডিজাইনের হালকা প্যাস্টেল পিঙ্ক রঙের শিফন শাড়িতে নুসরাত যেন দ্যুতি ছড়াচ্ছেন। জুটি হয়েছে স্লিভলেস ভি–নেক ব্লাউজ
সাফিয়া সাথীর ডিজাইনের হালকা প্যাস্টেল পিঙ্ক রঙের শিফন শাড়িতে নুসরাত যেন দ্যুতি ছড়াচ্ছেন। জুটি হয়েছে স্লিভলেস ভি–নেক ব্লাউজ
৩/৫
নুসরাতের এই লুকের প্রশংসনীয় দিক হলো মিনিমাল জুয়েলারি। গলায় স্টোনের লেয়ার নেকলেস, কানে ছোট দুল, হাতে ব্রেসলেট আর আংটি–সবই পরিমিত অথচ স্টাইলিশ
নুসরাতের এই লুকের প্রশংসনীয় দিক হলো মিনিমাল জুয়েলারি। গলায় স্টোনের লেয়ার নেকলেস, কানে ছোট দুল, হাতে ব্রেসলেট আর আংটি–সবই পরিমিত অথচ স্টাইলিশ
৪/৫
গালে সফট পিঙ্ক ব্লাশ, হালকা স্মোকি আইলুক আর গোলাপি লিপকালারে সাজিয়েছেন ঠোঁট। চুল ছেড়ে রাখা হয়েছে, যেন পুরো লুকে যোগ হয়েছে ন্যাচারাল গ্লো
গালে সফট পিঙ্ক ব্লাশ, হালকা স্মোকি আইলুক আর গোলাপি লিপকালারে সাজিয়েছেন ঠোঁট। চুল ছেড়ে রাখা হয়েছে, যেন পুরো লুকে যোগ হয়েছে ন্যাচারাল গ্লো
৫/৫
স্নিগ্ধ গোলাপি রংটি নুসরাত ফারিয়া চমৎকারভাবে ক্যারি করেছেন, যা তাঁকে এলিগ্যান্ট লুক দিয়েছে
স্নিগ্ধ গোলাপি রংটি নুসরাত ফারিয়া চমৎকারভাবে ক্যারি করেছেন, যা তাঁকে এলিগ্যান্ট লুক দিয়েছে
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন