কেমন হতে পারে ভালোবাসা দিবসের লুক? এ নিয়ে ইতিমধ্যে ফ্যাশনপ্রেমীরা ভাবছেন। এর সমাধান হিসেবে প্রিয় তারকাদের অনুপ্রেরণায় সাজপোশাক বেছে নিতে পারেন। পোশাকে কিংবা সাজে লালের ছোঁয়া থাকলে দিনটি যেন আরও জমে উঠবে। তবে ভালোবাসার আরেক রং নীল কিংবা বসন্তের হলুদও থাকতে পারে লুকে।