সাহারা ওয়ান চ্যানেলের একটি ধারাবাহিক দিয়ে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর অনেক বছর পর ২০১৬ সালে কলকাতার জি বাংলা টেলিভিশনে ‘স্ত্রী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল নেহা আমনদীপকে। ২০২০ সাল পর্যন্ত টানা পর্দায় দেখা গেছে তাঁকে। পাঞ্জাবি হলেও বাংলার প্রতি নেহার টান অগাধ। তাই বিরতি নিয়ে আবার টালিপাড়ায় ফিরেছেন অভিনেত্রী। অন্তর্মুখী নেহা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও তাঁর ভক্তরা কিন্তু অধীর আগ্রহে থাকেন, কখন অভিনেত্রী নিজের ফ্যাশনেবল ছবিগুলো শেয়ার করবেন। সম্প্রতি নেহা তাঁর চেনা আবরণ থেকে বের হয়ে কিছু ছবি ফ্যাশনিস্তাদের সঙ্গে শেয়ার করেছেন। আকর্ষণীয় চোখ, চমৎকার অবয়ব আর নিজস্ব আবেদনময়তায় ঘেরা তাঁর সৌন্দর্য আসলেই অন্য রকম। অভিনেত্রীর নানা আমেজের স্টাইলিশ ছবিগুলো দেখে আসি চলুন।
ছবি: ইন্সটাগ্রাম