মনোক্রোম লুকে নজর কাড়লেন পূজা চেরী
শেয়ার করুন
ফলো করুন

মভ রঙের টপস আর মেকআপে

এই লুকে অভিনেত্রী পরেছেন খুব সুন্দর একটি মভ রঙের ফুলস্লিভ টপ। টপের সামনের অংশ প্লিট করা। সঙ্গে তাঁর মেকআপও যেন নজর এড়ায়নি। পোশাকের রঙের সঙ্গে মিল রেখে বেছে নিয়েছেন মেকআপ। ঠোঁটে মভ পিঙ্ক লিপস্টিক, চোখে আইশ্যাডো আর গালে দিয়েছেন ব্লাশন। সবশেষে ছেড়ে রেখেছেন সেমি কার্ল করা চুল।

বিজ্ঞাপন

কোরাল রঙের জামা আর মেকআপে

কোরাল রঙের আকর্ষণীয় স্লিভলেস ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। চিকন স্টাইপের এই আউটফিটের সঙ্গে মেকআপের রঙেরও রয়েছে মিল। ছেড়ে রাখা হেয়ারস্টাইলের সঙ্গে লিপস্টিক, আইশ্যাডো আর ব্লাশনে সেজেছেন পূজা। তাঁর কানে শোভা পাচ্ছে সাদা পাথরের স্টাড।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন