মোহনীয় ১০টি শাড়ির লুকে স্লিভলেস সুনেরাহ
শেয়ার করুন
ফলো করুন

স্লিভলেস ব্লাউজের ফ্যাশন আজকের নয়। সেই ষাটের দশক থেকেই আবহাওয়া আর স্টাইল বিবেচনায় শাড়ির সঙ্গে নানাভাবে স্লিভলেস ব্লাউজ সঙ্গী হয়েছে এদেশের নারীদের। সেই আগের যুগের সেমিজ থেকে শুরু করে এখন হল্টারনেক আর ব্যাকলেস ব্লাউজের ফ্যাশনে দাপট দেখাচ্ছে স্লিভলেস ডিজাইন। এদিকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের স্লিভলেস ব্লাউজে শাড়ির লুকগুলো সত্যিই নজর কাড়ে। বিভিন্ন রঙে ও ঢঙে পরা এমন সব শাড়্রির লুকে স্লিভলেস সুনেরাহর কিছু ঝলক দেখে নিই চলুন।

১/১০
জামদানী শাড়ির সঙ্গে স্লিভলেস চৌকো গলার কন্ট্র্যাস্ট ব্লাউজ পরেছেন সুনেরাহ
জামদানী শাড়ির সঙ্গে স্লিভলেস চৌকো গলার কন্ট্র্যাস্ট ব্লাউজ পরেছেন সুনেরাহ
বিজ্ঞাপন
২/১০
একরঙা রানি গোলাপি শাড়ির সঙ্গে এখানে সুনেরাহকে দেখা যাচ্ছে প্রিন্টের স্লিভলেস ব্লাউজে
একরঙা রানি গোলাপি শাড়ির সঙ্গে এখানে সুনেরাহকে দেখা যাচ্ছে প্রিন্টের স্লিভলেস ব্লাউজে
বিজ্ঞাপন
৩/১০
আলো-আঁধারিতে সাদা শাড়ির সঙ্গে ডিপনেক সাদা ব্লাউজে মোহনীয় সুনেরাহ
আলো-আঁধারিতে সাদা শাড়ির সঙ্গে ডিপনেক সাদা ব্লাউজে মোহনীয় সুনেরাহ
৪/১০
পার্টি লুকে মেটালিক সিলভার ফিউশন শাড়ির সঙ্গে নজরকাড়া ডিজাইনের স্লিভলেস কালো ব্লাউজ
পার্টি লুকে মেটালিক সিলভার ফিউশন শাড়ির সঙ্গে নজরকাড়া ডিজাইনের স্লিভলেস কালো ব্লাউজ
৫/১০
ফুলেল এমব্রয়ডারির গোলাপি স্লিভলেস স্টেটমেন্ট ব্লাউজ দিয়ে এই অভিনেত্রী পরেছেন বাসন্তী জর্জেট শাড়ি
ফুলেল এমব্রয়ডারির গোলাপি স্লিভলেস স্টেটমেন্ট ব্লাউজ দিয়ে এই অভিনেত্রী পরেছেন বাসন্তী জর্জেট শাড়ি
৬/১০
কালো শিয়ার ফেব্রিকের চেকার্ড প্যাটার্নের  শাড়ির সঙ্গী হয়েছে ডিপনেক কালো স্লিভলেস সিল্কের ব্লাউজ
কালো শিয়ার ফেব্রিকের চেকার্ড প্যাটার্নের শাড়ির সঙ্গী হয়েছে ডিপনেক কালো স্লিভলেস সিল্কের ব্লাউজ
৭/১০
ডেনিমের ব্রালেট টপের সঙ্গে নীল শাড়ির সাজে চোখ জুড়াচ্ছেন সুনেরাহ
ডেনিমের ব্রালেট টপের সঙ্গে নীল শাড়ির সাজে চোখ জুড়াচ্ছেন সুনেরাহ
৮/১০
নীল-হলুদ ডোরা কাটা সাদা শাড়ির সঙ্গে কন্ট্র্যাস্ট গোলাপি ব্লাউজ পরেছেন এই অভিনেত্রী
নীল-হলুদ ডোরা কাটা সাদা শাড়ির সঙ্গে কন্ট্র্যাস্ট গোলাপি ব্লাউজ পরেছেন এই অভিনেত্রী
৯/১০
রংচঙে জর্জেটের সঙ্গে সাদা স্লিভলেস ব্লাউজ দারুণ মানিয়েছে তাঁকে
রংচঙে জর্জেটের সঙ্গে সাদা স্লিভলেস ব্লাউজ দারুণ মানিয়েছে তাঁকে
১০/১০
নীল ইক্কতের শাড়ির সঙ্গে সুনেরাহ এখানে পরেছেন নীল প্রিন্টের স্লিভলেস ব্লাউজ
নীল ইক্কতের শাড়ির সঙ্গে সুনেরাহ এখানে পরেছেন নীল প্রিন্টের স্লিভলেস ব্লাউজ

ছবি: সুনেরাহ বিনতে কামালের ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪: ৪৭
বিজ্ঞাপন