স্লিভলেস ব্লাউজের ফ্যাশন আজকের নয়। সেই ষাটের দশক থেকেই আবহাওয়া আর স্টাইল বিবেচনায় শাড়ির সঙ্গে নানাভাবে স্লিভলেস ব্লাউজ সঙ্গী হয়েছে এদেশের নারীদের। সেই আগের যুগের সেমিজ থেকে শুরু করে এখন হল্টারনেক আর ব্যাকলেস ব্লাউজের ফ্যাশনে দাপট দেখাচ্ছে স্লিভলেস ডিজাইন। এদিকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের স্লিভলেস ব্লাউজে শাড়ির লুকগুলো সত্যিই নজর কাড়ে। বিভিন্ন রঙে ও ঢঙে পরা এমন সব শাড়্রির লুকে স্লিভলেস সুনেরাহর কিছু ঝলক দেখে নিই চলুন।
ছবি: সুনেরাহ বিনতে কামালের ইন্সটাগ্রাম