ফ্যাশন দুনিয়ায় আলো ছড়াচ্ছেন যীশু সেনগুপ্তের কন্যা
শেয়ার করুন
ফলো করুন

গত বছর আন্তর্জাতিক ফ্যাশন শোর মডেল হয়ে বিশেষভাবে নজর কেড়েছিলেন সারা সেনগুপ্ত। তবে অভিনয়ে তাঁর অভিষেক হয় ২০১৮ সালে নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা যীশু সেনগুপ্তের মেয়ে বলে কথা! পর্দায় দেখা যাবে না তা কি হয়? তবে তখনকার সেই যীশু–তনয়া শিশুশিল্পী এখন ১৯ বছরের সুন্দরী স্টাইলিশ তরুণী হয়ে উঠেছেন। টলিপাড়ায় স্টারকিড হিসেবে পরিচিত হলেও সারা ইতিমধ্যে নিজের যোগ্যতায় অভিনয়জগতের বদলে এগিয়ে চলছেন ফ্যাশন দুনিয়ার দিকে। মাত্র ১৮ বছর বয়সেই ডিওরের মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন তিনি। বিশ্বের বাছাই করা ১০০ মডেলের তালিকায় উঠে এসেছে তাঁর নাম। সম্প্রতি লাল-সাদা শাড়িতে অপরূপা সারা র‍্যাম্প মাতালেন। বলা চলে, তিনি এখন পুরোদস্তুর একজন মডেল। চলুন সারার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে তাঁর স্টাইলিশ লুকের কিছু ছবি দেখে আসি।

১/১১
সাদা ফুলস্লিভ টপের ওপর পরা হল্টারনেক কালো টপটি আবেদন বাড়িয়েছে সারার লুকে। নো মেকআপ লুকে তিনি যেন অনন্য।
সাদা ফুলস্লিভ টপের ওপর পরা হল্টারনেক কালো টপটি আবেদন বাড়িয়েছে সারার লুকে। নো মেকআপ লুকে তিনি যেন অনন্য।
বিজ্ঞাপন
২/১১
এই আউটফিটের সঙ্গে ছেড়ে রেখেছেন চুল আর পরেছেন পেনডেন্ট চেইন।
এই আউটফিটের সঙ্গে ছেড়ে রেখেছেন চুল আর পরেছেন পেনডেন্ট চেইন।
বিজ্ঞাপন
৩/১১
ফরেস্ট প্রিন্টের সবুজ শার্ট ও কালো মিনি স্কার্টের লুকে সারা। সঙ্গে পরেছেন ফ্লোরাল চেলসি বুট।
ফরেস্ট প্রিন্টের সবুজ শার্ট ও কালো মিনি স্কার্টের লুকে সারা। সঙ্গে পরেছেন ফ্লোরাল চেলসি বুট।
৪/১১
সবুজ পাথরের সোনালি লেয়ার নেকপিস পরেছেন। কানে শোভা পাচ্ছে সোনালি ‘ফ্রন্ট ব্যাক’ দুল।
সবুজ পাথরের সোনালি লেয়ার নেকপিস পরেছেন। কানে শোভা পাচ্ছে সোনালি ‘ফ্রন্ট ব্যাক’ দুল।
৫/১১
বিখ্যাত ফ্যাশন সংস্থা ডিওরের মডেল হয়ে র‍্যাম্পে যীশু–কন্যা। সিকুইন সজ্জিত ফুলেল মোটিফের আউটফিট পরেছেন তিনি।
বিখ্যাত ফ্যাশন সংস্থা ডিওরের মডেল হয়ে র‍্যাম্পে যীশু–কন্যা। সিকুইন সজ্জিত ফুলেল মোটিফের আউটফিট পরেছেন তিনি।
৬/১১
হাইওয়েস্ট প্যান্টের সঙ্গে ফুলস্লিভ স্টাইলিশ ক্রপ টপের যুগলবন্দী হয়েছে এই লুকে।
হাইওয়েস্ট প্যান্টের সঙ্গে ফুলস্লিভ স্টাইলিশ ক্রপ টপের যুগলবন্দী হয়েছে এই লুকে।
৭/১১
বেগুনি ব্লেজারের সঙ্গে ছেড়ে রেখেছেন চুল।
বেগুনি ব্লেজারের সঙ্গে ছেড়ে রেখেছেন চুল।
৮/১১
ছিমছাম কিন্তু স্টাইলিশ থাকতে বেশি পছন্দ করেন সারা। এই ছবিতে তিনি ফ্রেমবন্দী হয়েছেন ট্রাইজার আর ল্যাভেন্ডার ক্রপ টপের লুকে।
ছিমছাম কিন্তু স্টাইলিশ থাকতে বেশি পছন্দ করেন সারা। এই ছবিতে তিনি ফ্রেমবন্দী হয়েছেন ট্রাইজার আর ল্যাভেন্ডার ক্রপ টপের লুকে।
৯/১১
কালো ব্লেজার এবং প্রাদার ক্ল্যাসিক সানগ্লাসের স্টাইলিশ লুকে সারা। সঙ্গে পরা জুয়েলারিগুলো ফ্যাশনিস্তাদের চোখ এড়াবে না নিশ্চিত।
কালো ব্লেজার এবং প্রাদার ক্ল্যাসিক সানগ্লাসের স্টাইলিশ লুকে সারা। সঙ্গে পরা জুয়েলারিগুলো ফ্যাশনিস্তাদের চোখ এড়াবে না নিশ্চিত।
১০/১১
সাদা-কালো ব্লেজারের ক্ল্যাসিক লুকে
সাদা-কালো ব্লেজারের ক্ল্যাসিক লুকে
১১/১১
কালো হাইনেক ও স্লিভলেস ক্রপ টপ এবং ট্রাউজারের লুকে।
কালো হাইনেক ও স্লিভলেস ক্রপ টপ এবং ট্রাউজারের লুকে।
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন