গত বছর আন্তর্জাতিক ফ্যাশন শোর মডেল হয়ে বিশেষভাবে নজর কেড়েছিলেন সারা সেনগুপ্ত। তবে অভিনয়ে তাঁর অভিষেক হয় ২০১৮ সালে নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা যীশু সেনগুপ্তের মেয়ে বলে কথা! পর্দায় দেখা যাবে না তা কি হয়? তবে তখনকার সেই যীশু–তনয়া শিশুশিল্পী এখন ১৯ বছরের সুন্দরী স্টাইলিশ তরুণী হয়ে উঠেছেন। টলিপাড়ায় স্টারকিড হিসেবে পরিচিত হলেও সারা ইতিমধ্যে নিজের যোগ্যতায় অভিনয়জগতের বদলে এগিয়ে চলছেন ফ্যাশন দুনিয়ার দিকে। মাত্র ১৮ বছর বয়সেই ডিওরের মডেল হয়ে র্যাম্পে হাঁটলেন তিনি। বিশ্বের বাছাই করা ১০০ মডেলের তালিকায় উঠে এসেছে তাঁর নাম। সম্প্রতি লাল-সাদা শাড়িতে অপরূপা সারা র্যাম্প মাতালেন। বলা চলে, তিনি এখন পুরোদস্তুর একজন মডেল। চলুন সারার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে তাঁর স্টাইলিশ লুকের কিছু ছবি দেখে আসি।