একটা সময় ছিল, যখন মেয়েরা শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরত। এখন চিত্রটা উল্টে ব্লাউজের সঙ্গে মিলিয়ে শাড়ি পরার চল শুরু হয়েছে। শাড়ির পাশাপাশি কদর বাড়ছে ব্লাউজেরও। নানা ধরনের কাটিং, রং, স্লিভ, প্যাটার্ন এবং ফেব্রিক নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করছেন ডিজাইনাররা। আর সেগুলোই যুক্ত হয়েছে ট্রেন্ডসেটার হিসেবে। তা ছাড়া শাড়ির ফ্যাশনে এখন স্টেটমেন্ট ব্লাউজের আছে আলাদা কদর। পুরো লুকটিকেই যখন একটি পোশাক, পোশাকের অংশবিশেষ বা অনুষঙ্গ একেবারে বদলে দেয় আর নজর কাড়ে সবার, তখনই তাকে ফ্যাশনের পরিভাষায় বলা হয় ‘স্টেটমেন্ট পিস’। আর ঠিক এমনই নজরকাড়া, বৈচিত্র্যময় ডিজাইনের ব্লাউজকে ফোকাসে রেখে শাড়ির সাজে নিজেকে সাজাচ্ছেন এখন ফ্যাশনিস্তারা। দেশীয় তারকারাও এ বিষয়ে এক ধাপ এগিয়ে। তাঁদের স্টাইল সব সময়ই ফ্যাশন–দুনিয়াকে প্রভাবিত করে প্রবলভাবে। ঈদের দাওয়াতে স্টাইলিশ তারকাদের বিভিন্ন সময়ের আলোচিত ব্লাউজের ডিজাইনের অনুপ্রেরণায় নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে পারেন অনুরাগীরা। এবার চলুন তবে এই তারকাদের ইনস্টাগ্রাম থেকে পাওয়া বিভিন্ন সময়ের আলোচিত ও জনপ্রিয় স্টেটমেন্ট ব্লাউজগুলো দেখে নেওয়া যাক। ফ্যাশনের ট্রেন্ডের শীর্ষেই আছে এই লুকগুলো এখন।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম