পাওয়ার ড্রেসিংয়ের ধারণাটি আসলে নারীর ক্ষমতায়ন আর সমঅধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে মিশে আছে। সেই সত্তরের দশকে যখন নারীরা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে তথা বাইরের দুনিয়ায় শুধু কর্মী নয়, নেতার ভূমিকায় নিজেদেরকে প্রমাণ করতে শুরু করলেন, তখন মেয়েলি সাজপোশাকের বদলে প্রভাবশালী পুরুষদের মতো স্যুট পরা শুরু করলেন তাঁরা। পাওয়ার ড্রেসিং কথাটির সঙ্গে আসলেই পাওয়ার অর্থাৎ ক্ষমতা ও প্রভাব বিস্তার করার একটি সম্পর্ক রয়েছে। আশির দশকে এসে সমগ্র ফ্যাশন দুনিয়া এই ধারণাটি লুফে নেয়। এ সময় বড় বড় বৈশ্বিক ব্র্যান্ডগুলো পাওয়ার ড্রেসিং আমেজে নারীদের প্যান্ট-স্যুট তৈরি করা শুরু করে। তবে সেক্ষেত্রে স্টাইল আর ফিটিং এমনভাবে করা হতো যেন নারীর সহজাত আবেদনটিও ফুটে ওঠে। এক সময় এই লুককে 'বসলেডি লুক' বলে ডাকা শুরু করে সবাই। ফ্যাশন তো এক বহমান নদীর মতো। এরপর তাই ফ্যাশন দুনিয়ায় বহু জল গড়িয়ে এখন আমরা উপনীত হয়েছি আগলভাঙা ফ্যাশনের যুগে। এখন যেন যেকোনো ধারণাকে ভেঙে গড়ে নতুন রূপ দেওয়াটাই ট্রেন্ড। তাই তো আজকাল আমরা দেখছি বলিউডের ট্রেন্ডসেটার তারকারা জ্যাকেট আর ব্রালেটের সমন্বয়ে এই পাওয়ার ড্রেসিংকে দিচ্ছেন এক অন্য মাত্রা। এবারে চলুন আমরা বলিউড ডিভাদের জ্যাকেট-ব্রালেটের কিছু আকর্ষণীয় লুকে দেখে আসি।