লুক ব্যাপারটি আসলে বলে বোঝানো কঠিন। পোশাক, অনুষঙ্গ, সাজ আর বডি ল্যাঙ্গুয়েজ এই সব মিলেই একেকটি লুক তৈরি হয়। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি, নানা ধরণের ম্যাগাজিন বা যেকোনো কারণে করা ফটোশুট আর চলচ্চিত্র বা নাটকের লুক তৈরির ক্ষেত্রে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফিরও থাকে বড় ভূমিকা। আর এখন প্রযুক্তি ব্যবহার করে পোস্ট-প্রসেসিং বা সম্পাদনার মাধ্যমে চোখ কপালে তোলা সব এফেক্ট আনা যায় পুরো লুকে। আর সাম্প্রতিক সময়ে বলিউডের তারকারা প্রায়ই এমন সব লুকে সকলের সামনে আসছেন যে তাঁদেরকে চেনাই দায় হয়ে যাচ্ছে। বি-টাউনের চেনা তারকাদের ব্যতিক্রমী, খেয়ালী আর নিরীক্ষাধর্মী এমন সব লুকের ছবিগুলো এবারে দেখে নেওয়া যাক তবে। তারকাদের ইন্সটাগ্রামে ঢুঁ মেরেই পাওয়া গেছে ছবিগুলো।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম