অচেনা লুকে চেনা দায় এই ৯ বলিউড ডিভাকে
শেয়ার করুন
ফলো করুন

লুক ব্যাপারটি আসলে বলে বোঝানো কঠিন। পোশাক, অনুষঙ্গ, সাজ আর বডি ল্যাঙ্গুয়েজ এই সব মিলেই একেকটি লুক তৈরি হয়। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি, নানা ধরণের ম্যাগাজিন বা যেকোনো কারণে করা ফটোশুট আর চলচ্চিত্র বা নাটকের লুক তৈরির ক্ষেত্রে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফিরও থাকে বড় ভূমিকা। আর এখন প্রযুক্তি ব্যবহার করে পোস্ট-প্রসেসিং বা সম্পাদনার মাধ্যমে চোখ কপালে তোলা সব এফেক্ট আনা যায় পুরো লুকে। আর সাম্প্রতিক সময়ে বলিউডের তারকারা প্রায়ই এমন সব লুকে সকলের সামনে আসছেন যে তাঁদেরকে চেনাই দায় হয়ে যাচ্ছে।  বি-টাউনের চেনা তারকাদের ব্যতিক্রমী, খেয়ালী আর নিরীক্ষাধর্মী এমন সব লুকের ছবিগুলো এবারে দেখে নেওয়া যাক তবে। তারকাদের ইন্সটাগ্রামে ঢুঁ মেরেই পাওয়া গেছে ছবিগুলো।

বিজ্ঞাপন
১/৯
কে বলবে ইনি রঙিন পোশাকে অভ্যস্ত হাসি-খুশি আর কিউট, পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিল! এখানে শার্টলেস ফো লেদারের জ্যাকেট আর  স্লিট দেওয়া ফিশনেট বটমের অল ব্ল্যাক লুকে দেখা যাচ্ছে তাঁকে। আকর্ষণ বাড়িয়েছে ওয়েট লুকের হেয়ারস্টাইল আর ম্যাচিং হিলস।
কে বলবে ইনি রঙিন পোশাকে অভ্যস্ত হাসি-খুশি আর কিউট, পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিল! এখানে শার্টলেস ফো লেদারের জ্যাকেট আর স্লিট দেওয়া ফিশনেট বটমের অল ব্ল্যাক লুকে দেখা যাচ্ছে তাঁকে। আকর্ষণ বাড়িয়েছে ওয়েট লুকের হেয়ারস্টাইল আর ম্যাচিং হিলস।
বিজ্ঞাপন
২/৯
এবার প্যান্টলেস লুক। জমকালো অ্যান্টিক ফিনিশের সোনালি কারুকাজ করা সাদা শার্টের সামনের বোতামগুলোর বেশিরভাগই খুলে রেখেছেন আবেদনময়ী অভিনেত্রী শানায়া কাপুর। অ্যান্টিক গোল্ডেন গয়না পরেছেন তিনি সঙ্গে। কার্ল করা চুলের মেসি ভাব আর বডি ল্যাঙ্গুয়েজে শানায়াকে অচেনা লাগছে।
এবার প্যান্টলেস লুক। জমকালো অ্যান্টিক ফিনিশের সোনালি কারুকাজ করা সাদা শার্টের সামনের বোতামগুলোর বেশিরভাগই খুলে রেখেছেন আবেদনময়ী অভিনেত্রী শানায়া কাপুর। অ্যান্টিক গোল্ডেন গয়না পরেছেন তিনি সঙ্গে। কার্ল করা চুলের মেসি ভাব আর বডি ল্যাঙ্গুয়েজে শানায়াকে অচেনা লাগছে।
৩/৯
কিছুদিন আগেই টুয়েলভথ ফেল সিনেমা দিয়ে সকলের মন জয় করেছেন মেধা শংকর। সেই ক্ল্যাসিক ভারতীয় সালওয়ার কামিজ ও শাড়ির  লুক থেকে বেরিয়ে গ্রাজিয়ার ফটোশুটে তাঁকে দেখা যাচ্ছে ডেনিমের মিনিড্রেসে আবেদনময় স্কোয়াট পোজে। পায়ের ব্লক হিলস আর পুরো বডি ল্যাঙ্গুয়েজে এক এক নতুন মেধাকে দেখা যাচ্ছে
কিছুদিন আগেই টুয়েলভথ ফেল সিনেমা দিয়ে সকলের মন জয় করেছেন মেধা শংকর। সেই ক্ল্যাসিক ভারতীয় সালওয়ার কামিজ ও শাড়ির লুক থেকে বেরিয়ে গ্রাজিয়ার ফটোশুটে তাঁকে দেখা যাচ্ছে ডেনিমের মিনিড্রেসে আবেদনময় স্কোয়াট পোজে। পায়ের ব্লক হিলস আর পুরো বডি ল্যাঙ্গুয়েজে এক এক নতুন মেধাকে দেখা যাচ্ছে
৪/৯
অদ্ভুত সব আউটফিটের জন্য বিখ্যাত ভূমি পেডনেকর। তবে এই এক্সট্রিম কাটআউট গাউনের লুকে নিজেকেই ছাড়িয়ে গেলেন সেদিক থেকে ভূমি। ব্রঞ্জ হাইলাইটের মেসি বব হেয়ারস্টাইলের কারণেও তাঁকে অন্যরকম লাগছে
অদ্ভুত সব আউটফিটের জন্য বিখ্যাত ভূমি পেডনেকর। তবে এই এক্সট্রিম কাটআউট গাউনের লুকে নিজেকেই ছাড়িয়ে গেলেন সেদিক থেকে ভূমি। ব্রঞ্জ হাইলাইটের মেসি বব হেয়ারস্টাইলের কারণেও তাঁকে অন্যরকম লাগছে
৫/৯
আঠারশ শতাব্দীর মেনজ স্যুট থেকে অনুপ্রাণিত এই অনমনীয় ফিনিশের আইভরি ফেব্রিকে তামাটে শো বোতাম আর কালো ট্রিম দেওয়া টু পিস মিনি স্কার্ট স্যুটে খুশি কাপুরকে হুট করে চেনা যাচ্ছে না একেবারেই। টেনে বাঁধা স্লিক পনিটেইল, স্টাড স্টাইলের দুল আর লাল লিপকালারের সঙ্গে অন্য মাত্রা যোগ করেছে ব্রঞ্জ ফিনিশের মেটালের ব্যাগ।
আঠারশ শতাব্দীর মেনজ স্যুট থেকে অনুপ্রাণিত এই অনমনীয় ফিনিশের আইভরি ফেব্রিকে তামাটে শো বোতাম আর কালো ট্রিম দেওয়া টু পিস মিনি স্কার্ট স্যুটে খুশি কাপুরকে হুট করে চেনা যাচ্ছে না একেবারেই। টেনে বাঁধা স্লিক পনিটেইল, স্টাড স্টাইলের দুল আর লাল লিপকালারের সঙ্গে অন্য মাত্রা যোগ করেছে ব্রঞ্জ ফিনিশের মেটালের ব্যাগ।
৬/৯
ম্যাচিং ফো লেদারের বডি হাগিং প্যান্ট আর ম্যাচিং স্টাইলিশ ব্যাগে গ্লসি ফিনিশ। মেরুন লেদারের গ্ল্যামারাস লুকে তৃপ্তি দিমরির এই লুকে অচেনা ভাব এসেছে হেয়ারস্টাইলের জন্য। আশির দশকের অনুপ্রেরণায় উলটে পাফ করে এলোমেলো করে ছেড়ে রাখা চুলের বাদামি শেডে দারুণ লাগছে এই আবেদনময়ী অভিনেত্রীকে
ম্যাচিং ফো লেদারের বডি হাগিং প্যান্ট আর ম্যাচিং স্টাইলিশ ব্যাগে গ্লসি ফিনিশ। মেরুন লেদারের গ্ল্যামারাস লুকে তৃপ্তি দিমরির এই লুকে অচেনা ভাব এসেছে হেয়ারস্টাইলের জন্য। আশির দশকের অনুপ্রেরণায় উলটে পাফ করে এলোমেলো করে ছেড়ে রাখা চুলের বাদামি শেডে দারুণ লাগছে এই আবেদনময়ী অভিনেত্রীকে
৭/৯
তামান্না ভাটিয়াকে গথিক ঘরানার লুকে সত্যিই অন্যরকম লাগছে।কালো ফো লেদা্রের বডিকন ড্রেসের ঘের থেকে নেমে গেছে অসংখ্য স্ট্রিপ। পয়েন্টেড কালো হিলস পায়ে তামান্নার মেসি হেয়ারস্টাইল আর স্মোকি আই মেকওভার নজর কাড়ছে।
তামান্না ভাটিয়াকে গথিক ঘরানার লুকে সত্যিই অন্যরকম লাগছে।কালো ফো লেদা্রের বডিকন ড্রেসের ঘের থেকে নেমে গেছে অসংখ্য স্ট্রিপ। পয়েন্টেড কালো হিলস পায়ে তামান্নার মেসি হেয়ারস্টাইল আর স্মোকি আই মেকওভার নজর কাড়ছে।
৮/৯
মিষ্টি হাসির বর্ণিল সব আউটফিটে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করা অনন্যা পান্ডের এই ব্যতিক্রমী লুকের হিরো হচ্ছে মেসি হেয়ারস্টাইল আর নো মেকআপ লুক। অফ দ্য শোল্ডার পিন স্ট্রাইপের কালো ড্রেসটির সিলোয়েট আর প্যাটার্ন খুবই আলাদা রকমের।
মিষ্টি হাসির বর্ণিল সব আউটফিটে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করা অনন্যা পান্ডের এই ব্যতিক্রমী লুকের হিরো হচ্ছে মেসি হেয়ারস্টাইল আর নো মেকআপ লুক। অফ দ্য শোল্ডার পিন স্ট্রাইপের কালো ড্রেসটির সিলোয়েট আর প্যাটার্ন খুবই আলাদা রকমের।
৯/৯
সমীকরণের হিসেব মাঝে মাঝে উলটো দিক থেকেও করতে হয়। এই রাজসিক আনারকলির আভিজাত্যময় লুকটিতে বলিউডের লাস্যময়ী নৃত্যশিল্পী ও মডেল নোরা ফাতেহিকে দেখে সেকথা সবাই মানতে বাধ্য হবেন।
সমীকরণের হিসেব মাঝে মাঝে উলটো দিক থেকেও করতে হয়। এই রাজসিক আনারকলির আভিজাত্যময় লুকটিতে বলিউডের লাস্যময়ী নৃত্যশিল্পী ও মডেল নোরা ফাতেহিকে দেখে সেকথা সবাই মানতে বাধ্য হবেন।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮: ৪৬
বিজ্ঞাপন